text
stringlengths
277
67.4k
Barcelona Open: নিশিকোরির বাধা টপকে বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল প্রথম ম্যাচে আনকোরা কোয়ালিফায়ারের বিরুদ্ধে জিততে কোর্টে যথেষ্ট ঘাম ঝরাতো হয়েছিল রাফায়েল নাদালকে প্রিকোয়ার্টারে কেই নিশিকোরির বাধা টপকাতেও রীতিমতো লড়াই চালাতে হয় শীর্ষবাছাই স্প্যানিশ তারকাকে যদিও এক সেট খুইয়ে শেষমেশ বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন রাফা আগের রাউন্ডে নাদাল বিশ্বের ১১১ নম্বর বেলারুশিয়ান তারকা ইলিয়া ইভাশকার বিরুদ্ধে প্রথম সেট হারেন ৩৬ গেমে পরের দুটি সেট তিনি পকেটে পোরেন ৬২, ৬৪ গেমে প্রিকোয়ার্টারে বিশ্বের ৩৯ নম্বর জাপানি তারকা নিশিকোরির বিরুদ্ধে নাদাল প্রথম সেট জেতেন ৬০ গেমে একতরফা দাপট বজায় রেখে প্রথম সেটের দখল নিলেও রাফা দ্বিতীয় সেট হেরে বসেন ২৬ গেমে নির্নায়ক সেটে অবশ্য কোনও ভুল করেননি স্প্যানিশ তারকা তিনি ৬২ গেলে তৃতীয় তথা শেষ সেট জিতে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেন শেষ আটে নাদালের প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি, যাঁর সিঙ্গলস ব়্যাঙ্কিং এই মুহূর্তে ৫৮ অপর প্রিকোয়ার্টারে ক্যামেরন জয়লাভ করেন অষ্টম বাছাই ডেভিড গফিনের বিরুদ্ধে ৬০ গেমে প্রথম সেট জেতেন নরি দ্বিতীয় সেটে তিনি ৩৫ গেমে পিছিয়ে ছিলেন ঠিক তখনই চোটের জন্য গফিন ম্যাচ ছেড়ে দেন ব্রিটিশ তারকাকে
দিকে দিকে বিনা চিকিত্সায় কোভিড আক্রান্তের মৃত্যু, দীর্ঘক্ষণ পড়ে থাকল দেহ নিজস্ব প্রতিনিধি: গড়ফা, কৃষ্ণনগরের পর এবার তিলজলা ও সোনারপুর বিনা চিকিত্সায় কোভিড আক্রান্তের মৃত্যুর অভিযোগ শুধু তাই নয়, কোথায় ১০ ঘণ্টা বা কোথায়ও ১৪ ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকল মৃতদেহ অন্যদিকে মধ্যমগ্রামের এক বৃদ্ধাকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে নিয়ে গিয়েও সঠিক চিকিত্সা না মেলার অভিযোগ অবশেষে মৃত্যু হল তাঁরওতিলজলার বাসিন্দা জনৈক বৃদ্ধার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল প্রায় ২ দিন আগেই হাজার চেষ্টা করেও সরকারি হাসপাতালে মেলেনি বেড এমনকী, স্বাস্থ্যভবনের তরফে যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তাতে ফোন করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ অগত্যা বাড়িতেই চলছিল চিকিত্সা কিন্তু বাড়িতে অক্সিজেনের কোনও ব্যবস্থা ছিল না তার ফলেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের আরও অভিযোগ, মৃত্যুর পর দেহ সত্কারেও পোহাতে হয়েছে দুর্ভোগ প্রায় ১০ ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল মৃতদেহ পুরসভায় বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ অবশেষে ১০ ঘণ্টা পর সত্কারের ব্যবস্থা করে পুরসভাঅন্যদিকে সোনারপুরে প্রায় ১৪ ঘণ্টা ধরে করোনায় মৃতের দেহ পড়ে থাকল বাড়িতেই পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ ওই ব্যক্তির মৃত্যু হয় তাঁর ছেলের অভিযোগ, সরকারের বিভিন্ন বিভাগে ফোন করেও কোনও সাহায্য মেলেনি গত ১৭ এপ্রিল আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি অভিযোগ, তারপর থেকে একাধিক হাসপাতালে ঘুরেও মেলেনি বেড এমনকী, অনেকর চেষ্টা করেও পাওয়া যায়নি অক্সিজেন সিলিন্ডার প্রায় একই ধরনের অভিযোগ মধ্যমগ্রামের এক পরিবারের ৬৫ বছরের এক বৃদ্ধাকে কলকাতা মেডিক্যালে চিকিত্সা করালেও সঠিক সময়ে মেলেনি সঠিক চিকিত্সা পরিবারের সদস্যদের অভিযোগ, প্রবল শ্বাসকষ্ট সত্ত্বেও দেওয়া হয়নি অক্সিজেন শুধু তাই নয়, এ নিয়ে অভিযোগ জানালে এনআরএসে স্থানান্তরিত করে দেওয়া হয় রোগীকে এনআরএসে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃত্যুর পরে বৃদ্ধার করোনা রিপোর্ট পজিটিভ আসে বৃদ্ধার ছেলেও করোনা আক্রান্ত হয়ে এনআরএসে ভর্তি তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে বলে আশ্বত্ব করেছে কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষ
যারা গাল দিচ্ছেন,বাড়িতে বসেই দিন, শোভনকে টেনে কটাক্ষের সপাট জবাব ইমনের ট্রোলিং কিছুতেই পিছু ছাড়ছে না সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর সম্প্রতি ইমনের টিমের সদস্য অর্কদীপ সারেগামাপার মঞ্চে চ্যাম্পিয়ান হওয়ায় নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ইমন বলা হয়েছিল টাকা খাইয়ে গুরুভাই অর্কদীপকে চ্যাম্পিয়ান করিয়েছেন ইমন সেই নিয়ে ফেসবুক লাইভে এসে পালটা জবাবও দেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ফের ট্রোলের মুখ পড়লেন ইমন এবার অবশ্য এক্কেবারে ব্যক্তিগত আক্রমণ শানানো হল ইমনকে নতুন বাংলা বছরে মুক্তি পেয়েছে ইমনের সৃজন ছন্দে এই নজরুল গীতি শুধু গেয়েছেন ইমন তা নয়, এই গানের মিউজিক ভিডিয়োতে নাচতেও দেখা গিয়েছে ইমনকে সেই নিয়েও অনেকেই নাক উঁচিয়েছেন, সারেগামাপার মঞ্চে ইমনের নাচ নিয়েও আপত্তি অনেকের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে কুরুচিকর মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কেউ কেউ তেমনই দুজনের কমেন্টের স্ক্রিনশট শুক্রবার নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন ইমন সেখানে একজন ইমনের প্রা্ক্তন প্রেমিক শোভনকে টেনে মন্তব্য করেছেন অন্যজন ইমনের নাচ নিয়ে কটাক্ষ করেছেন এমনকি এত লিখেছেন সারেগামাপার মঞ্চে ইমন নেচে নিজের অপরিপক্কতার প্রমাণ দিয়েছেন আকৃতি কক্করের সঙ্গে তুলনা টেনে বলেছেন, কই আকৃতি তো নিজের সিট ছেড়ে গিয়ে নাচেনি সেই স্ক্রিনশট শেয়ার করে সপাট জবাব দেন ইমন লেখেন, তা বলছি, এইভাবে যারা গাল দিচ্ছেন, বাড়িতে বসেই দিন বাড়ির বাইরে বেরিয়ে দেবেন না চারিদিকে কোভিড হাতে স্মার্ট ফোন, ঘরে বসে বসেই এখন গাল দেওয়া যায় কী ভালো না? মাস্ক পরুন.দূরত্ব বজায় রাখুন আর গালি দিন ইমনের এই পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী দেবলীনা কুমার লেখেন, ইমনদি আমার মনে হয় সাইবার ক্রাইমটাকে এবার একটু সিরিয়াসলি নেওয়া উচিত ট্রোল, হেনস্থা এগুলো দিন দিন বেড়েই চলেছে যাদের কোনও কাজ নেই সেইরকম মানুষজন বাড়ি বসে সেইসব ইডিয়টরা এগুলো করছে জবাবে ইমন জানান, তিনি এই ব্যাপরে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন এবং এদের শাস্তি হবেই গায়িকার কথায়, ডাণ্ডায় ঠাণ্ডা হয় সব,কথাটা খুব সত্যি অন্যদিকে নীলাঞ্জন ঘোষ, স্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে লেখেন, এরা এটাও বুঝতে পারছে না, যে আমরা এগুলো পড়তে পড়তে হেসে গড়িয়ে যাচ্ছি একদিকে ভালো, একটু জোকস এর সাপ্লাই থাকা উচিত
সম্পর্ক এখনো অটুট, সুজানের গানের ভিডিয়ো দেখে মুগ্ধ হৃত্বিক যা বললেন! ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে ওয়েসিসের জনপ্রিয় গান ওয়ান্ডার ওয়াল গাইতে শোনা যাচ্ছে তাঁকে তবে সব থেকে অবাক করা বিষয়, সুজানের প্রাক্তন স্বামী তথা হৃত্বিক রোশন সেই ভিডিয়োতে কমেন্ট করেছেন ভিডিয়োতে দেখা যাচ্ছে স্টাডি টেবিলের সামনে বসা সুজান পিছনে সেলফে বই এবং নানা ছোট ছোট শোপিস সাজানো রয়েছে চোখে সাদা ফ্রেমের চশমা পরে, ঢিলে ঢালা টিশার্ট এবং হাল্কা করে চুল বেঁধে দেখা গেছে তাঁকে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গান ধরেছেন সুজান ক্যাপশনে সুজান জানিয়েছেন, খুবই অপেশাদার ভাবে খালি গলায় করা গান আমার খুশির জায়গা সুজানের এই ভিডিয়ো খুব পছন্দ করেছেন অনুরাগীরা এমনকি তাঁর প্রাক্তন স্বামী হৃত্বিকও সেখানে কমেন্ট করেছেন তিনি লিখেছেন, ভালো হয়েছে পাশাপাশি হাততালির ইমোজিও দিয়েছেন ছেলেবেলার বন্ধু হৃত্বিকসুজান, একেঅপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০০ সালের ডিসেম্বর মাসে তবে ২০১৪ সালে, বিয়ের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন এই জুটি কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট এই প্রাক্তন জুটির দুই সন্তান রিহান ও রিদানকে একইসঙ্গে বড় করে তুলছেন তাঁরা বিপাশা বসু, টুইঙ্কেল খান্না, জায়েদ খান, ভাবনা পান্ডে সহ অনেকেই সুজানের ভিডিয়োতে কমেন্টে প্রশংসা করেছেন
জন্মদিনে স্বস্তিকাকে বুড়ি সম্বোধন করেই আদর বয়ফ্রেন্ড শোভনের! আজ টেলিভিশনের মিষ্টি নায়িকা রাধিকা মানে স্বস্তিকা দত্তের জন্মদিন জন্মদিন জুড়ে চলছে শ্যুটিং, তবে আপাতত এই জন্মদিনটা তার জন্য ভীষণ স্পেশাল কেন? কারণ এই জন্মদিনেই যে প্রথমবার তার সঙ্গে তার মনের মানুষ প্রেমিক শোভন গাঙ্গুলীর সঙ্গে প্রথম জন্মদিনের উদযাপন চলছে কাল রাত থেকেই বিগত পয়লা এপ্রিল রাস্তার মাঝে গাড়ি থামিয়ে মধ্য রাতে কেক কেটে স্বস্তিকা পালন করেছিলেন শোভনের জন্মদিন আর এবার স্বস্তিকার জন্মদিনে শোভন ও সারপ্রাইজের ক্ষেত্রে পিছিয়ে রইলেন না স্বস্তিকার বাড়িতেই মধ্য রাতে পৌঁছে গেলেন তিনি অভিনেত্রীর অজান্তেই চললো ডেকোরেশন দেওয়ালে হ্যাপি বার্থডে ফেস্টুন টাঙানো হলো, স্বস্তিকার পছন্দের চকোলেট কেক নিয়ে সোজা সারপ্রাইজ দিতে তৈরী তিনি স্বস্তিকার কেক কাটার দৃশ্য তিনি শেয়ার করেছেন স্টোরি তে, ইনস্টাগ্রাম থেকে ভাগ করে নিয়েছেন আদুরে প্রেমিকাকে কেক খাওয়ানোর ছবি যদিও ক্যাপশনে মজা করতে ছাড়েন নি শোভন স্বস্তিকার বয়স বেড়ে গেল, সেই নিয়ে মজা করে লিখেছেন, জন্মদিন মুবারক হো, বুড়ি হয়ে গেলি রে. যদিও শোভনের সঙ্গে এই ছিমছাম সেলিব্রেশন ছাড়া এখনও সেই ভাবে কোনো সেলিব্রেশন করেন নি অভিনেত্রী জন্মদিনে প্রচুর সেলিব্রেশন ভারী অপছন্দ তার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমনটাই প্রতি বছর সন্ধ্যে ৭.৫৫ মিনিটে মা বাবার সঙ্গে কেক কাটেন তিনি, ওই সময়ই যে জন্ম হয়েছিল তার এ ছাড়া জন্মদিনে আর কোনো সেলিব্রেশন করতে খুব একটা পছন্দ করেন না স্বস্তিকা তার কাছে একটা বছর বয়স বেড়ে যাওয়া মানেই একটু পরিণত মানুষ হওয়া কাজেও তারই প্রতিফলন আনার চেষ্টা তে আপাতত কর্মব্যস্ত জন্মদিন কাটাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাহুল পাসোয়ান, আসানসোল: বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভার গারুই গ্রামে বিজেপি মন্ডল সভাপতি সমীর ভৌমিক বলেন, যে, আজ সকালে কিছু ছেলে মেয়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম নিয়ে সেগুলো ভরা হচ্ছে সেই ফর্মে সাধারণ মানুষের তথ্য মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর নিচ্ছে পাশাপাশি বলছে ভোটের পর মাসে ১০০০ টাকা করে বছরে ১২০০০ টাকা পাবে মন্ডল সভাপতি অভিযোগ করে বলেন যে, এই কাজ নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যে পরে আমাদের কার্য্কর্তারা তাদের ধরে ফেলে, খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের গ্রাম থেকে বার করে দেয় অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে
West Bengal Election 2021: ২ মে সোনার বাংলার দিকে পা, শপথগ্রহণে প্রণাম করব, একুশের শেষ সভায় আত্মবিশ্বাসী Modi নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটের আগে শেষ প্রচার সে কথা মনে করিয়ে ভার্চুয়াল সভায় আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী Narendra Modi বললেন,বাংলায় নতুন সরকার গড়বে বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে এসে আপনাদের সামনে মাথানত করে প্রণাম করব মালদহ, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায় সভা করার কথা ছিল নরেন্দ্র মোদী Narendra Modi করোনা পর্যালোচনা বৈঠকের কারণে এই সভাগুলিতে সশরীরে হাজির হতে পারেননি সেজন্যে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন মোদী PM Modi বলেন,মালদহ, মুর্শিদাবাদ, সিউড়ি ও দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীদের ক্ষমা চাইছি আমার সভার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা কিন্তু আজ আসা সম্ভব হল না তার পর সোনার বাংলা গড়ে তুলতে তাঁর সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী Narendra Modi তাঁর কথায়,এটা শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয় আশার আলো দেখছেন বাংলার মানুষ ভেদাভেদমুক্ত ও সদ্ভাবের জন্য ভোট দিচ্ছেন উন্নত জীবন ও শিক্ষার আশা করছে বাংলা স্বচ্ছ প্রশাসন চাইছে রাজ্য কাজের সুযোগ চাইছেন বাংলার মানুষ জীবনযাত্রার মনোন্নয়ন চাইছেন ব্যবসা বান্ধব পরিবেশ চাইছেন নতুন শক্তিতে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাকে অতীত গৌরব ফেরাতে চাইছেন সকলে যে বাংলায় মানুষ স্বপ্নপূরণের জন্য আসতেন, সেই বাংলা আরও একবার চাইছেন তাঁরা কথা দিচ্ছি, বিজেপির ডবল ইঞ্জিন সরকার চেষ্টার কসুর করবে না বাংলার যুবকদের চাকরি, মাবোনেদের সুরক্ষা, দুর্নীতিমুক্ত শাসন ও গুন্ডামিমুক্ত বাংলা দেবে বিজেপি সমৃদ্ধি হবে চাষিদের ভাষণের একবারে শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মোদী জানিয়ে দিলেন, বাংলার ক্ষমতায় আসছে বিজেপি BJP প্রধানমন্ত্রী PM Modi বলেন,বাংলা জিতবে বিজেপি জিতবে তৈরি হবে সোনার বাংলা ইউনিভার্সিটি অব ক্যালকাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,শুভ কর্মপথে ধর নির্ভয় গান সব দুর্বল সংশয় হোক অবসান নির্ভীক হয়ে এগিয়ে চলুন সমস্ত শঙ্কার অবসান হোক আপনার ও পরিবারের সুস্বাস্থ্যের কামনা করছি ২ মে সোনার বাংলার দিকে পা বাড়াব সরকারে আসবে বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে এসে মাথা নীচু করে আপনাদের প্রণাম করব হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও পড়ুন রাজ্যে এই প্রথম সপ্তম বার প্লাজমা দান করে দৃষ্টান্ত তুলে ধরলেন Fuad Halim
IPL 2021: Mumbai Indians vs Punjab Kingsর ম্যাচের সব আপডেট, জানুন টসের ফল চেন্নাই: আইপিএল ২০২১ IPL 2021 র ১৭ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স Mumbai Indians বনাম পঞ্জাব কিংস Punjab Kings মধ্যে চেন্নাইতে ম্যাচ চিপকেই খেলা হবে এই ম্যাচটিও এদিনের ম্যাচে টসে জিতে Toss জিতে ফিল্ডিংর সিদ্ধান্ত নিল পঞ্জাব পঞ্জাব এখনও ৪ টি ম্যাচের ৩ টি তে হেরেছে পয়েন্ট টেবলে তারা সবচেয়ে পিছনে রয়েছে এদিকে মুম্বই চার ম্যাচের মাত্র ২ টি তে জিতেছে তারা পয়েন্ট টেবলের চার নম্বরে আছে মুম্বই ব্যাটসম্যানরা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি অন্যদিকে পঞ্জাব এই ম্যাচ থেকে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর পঞ্জাব এই বছর আইপিএলে এখনও শুরুর পর্ব চলছে পঞ্জাবের ক্রিকেটাররাও ফর্মে ফেরার আশায় অন্যদিকে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইকেও ট্রেন লাইনে রাখতে হবে আর স্পিডও বাড়াতে হবে কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ব্যাট হাতে ফর্মের ইঙ্গিত দিলেও এখনও নিজের স্বমূর্তি ধারণ করতে পারেননি শেষ চারটি ম্যাচের দুটিতে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে এই প্রদর্শন মোটেই খুশি করতে পারছে না মুম্বই সমর্থকদের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে দল সবচেয়ে বড় কথা চিপকে শেষ চার ম্যাচের একটিতেও ১৬০ রানের বেশি তুলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা চিন্তায় রাখছে দলের মিডল অর্ডার ঈশান, হার্দিক, ক্রুনাল, পোলার্ডদের ব্যাটে সেভাবে বড় রান নেই রোহিত শর্মা নিজেও ভাল শুরু করে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ অন্যবার দক্ষিণ আফ্রিকান ডি কক যে ফর্মে থাকেন, এবার সেই ছন্দে দেখা যাচ্ছে না তুলনামূলকভাবে বোলিং বিভাগে লেগস্পিনার রাহুল চাহার এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ধারাবাহিক পারফর্ম করছেন বুমরা এখনও নিজের সেরা ছন্দে আসতে পারেননি হার্দিককে বোলার হিসেবে সেভাবে ব্যবহার করা হচ্ছে না ক্রুনাল পান্ডিয়া ধারাবাহিকতা দেখাতে পারছেন না সব মিলিয়ে নিজেদের সেরা জায়গায় আসতে পারেনি মুম্বই অন্যদিকে শেষ তিনটি ম্যাচে হেরে খারাপ অবস্থা পঞ্জাব কিংস দলের প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রাহুল রান পেলেও তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছেন একই অবস্থা আগারওয়ালের ক্রিস গেইল প্রথম ম্যাচে ৪০ করলেও তারপর ব্যর্থ পুরান পুরো ফ্লপ তরুণ শাহরুখ খান কিছুটা লড়াই করছেন সম্ভবত মুম্বই ম্যাচে পঞ্জাব খেলাতে পারে ইংল্যান্ডের ডাউইড মালানকে টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি লেগস্পিনার মুরুগান অশ্বিনের জায়গায় আনা হতে পারে রবি বিষ্ণইকে রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে পরে যে দল বল করছে তাঁদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে পঞ্জাবের বোলাররা শেষ ম্যাচে সানরাইজার্স দলের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ শামি চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে এই ম্যাচে ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে ফেরানো হতে পারে দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন পাশাপাশি রাহুল মরিয়া পরপর তিন ম্যাচ হারের পর একটা জয় তুলে নিতে চেন্নাইয়ের মাঠে দুটো দলের কাছেই এটাই শেষ ম্যাচ চেন্নাই পর্ব শেষ করার আগে কোন দল হাসিমুখে মাঠ ছাড়ে সেটাই দেখার
বাজারে আম আসল বলে, রইল দেশের নানা প্রান্তের বিখ্যাত কিছু আমের রেসিপি 1 5 শুধু ভাল স্বাদের জন্যই নয়, বাঙালির কাছে আম্রপ্রেম একটা উত্সব! গরমে আমের রসে সাঁতার কাটেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর! তবে, শুধু বাংলা নয়, গোটা দেশই মাতে আমের উত্তেজনায়! রইল ভারতের নানা প্রান্তের আমের জনপ্রিয় কিছু রেসিপি 2 5 অসমের আমের টকবানাতে লাগবে ২টো কাঁচা আম, সামান্য সাদা তেল ও সর্ষের দানা, ২৩ টে তেজপাতা, ২টো শুকনো লঙ্কা, স্বাদমতো নুন, অর্ধেক কাপ জল, পরিমাণমতো হলুদগুঁড়োপ্রথমে আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন কড়াইয়ে সামান্য তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের দানা ফোড়ন দিন অল্প নাড়াচাড়া করে, আমের টুকরো, নুন, হলুদগুঁড়ো আর জল মিশিয়ে ঢাকনা এঁটে দিন খেয়াল রাখবেন, আমের টুকরোগুলো যেন আস্ত থাকে, ভেঙে না যায় মিশ্রণ থকথকে হয়ে এলে চিনি মিশিয়ে, মিনিট পাঁচেক আঁচে রেখে নামিয়ে নিন 3 5 কর্নাটকের মাম্বালা গজ্জুবানাতে লাগবে ৮টা আম, পরিমাণমতো গুড়, স্বাদমতো নুন, প্রয়োজনমতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে দানাখোসা ছাড়িয়ে, আমের শাঁস আলাদা করে একটা কাপড়ে রেখে রোদে শুকাতে দিন প্রতিদিন নতুন করে শাঁসের আস্তরণ দিতে থাকুন এরকম ৫দিন করতে হবে দেখবেন, আম শুকিয়ে মণ্ডর আকার নিয়েছে একেই বলে মাম্বালা পছন্দ মতো আকারে কেটে নিয়ে গুড় দিয়ে জ্বাল দিন মিশ্রণে মেশান সমান্য নুন, শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে দানা 4 5 ওড়িশার আম্বা খাট্টাবানাতে লাগবে ২টো কাঁচা আম, অর্ধেক চা চামচ নুন, ১ চা চামচ সাদা তেল, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ পাঁচ ফোড়ন, ১ টেবিল চামচ জিরে বাটা, অর্ধেক কাপ গুড়, ২টো শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতাপ্রথমে, কড়াইয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন আদা কুচি আর আমের টুকরো মেশান আম নরম হয়ে এলে গুড় আর নুন মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করুন পরিমাণমতো জল মিশিয়ে ঢাকনা এঁটে দিন কম আঁচে মিশ্রণ ফুটতে দিন যতক্ষণ না গাঢ় হচ্ছে 5 5 রাজস্থানের আম কা মুরব্বাবানাতে লাগবে ২টো কাঁচা আম, অর্ধেক কাপ চিনি, অর্ধেক লিটার জল, ২ টেবিলচামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুনপ্রথমে আম কুড়ে নিন জল আর চিনি একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে সিরা তৈরি করুন এরমধ্যে আম কোড়া আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আঁচ থেকে নামিয়ে নিন মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় এলে নুন মিশিয়ে, এয়ারটাইট বক্সএ ভরে রেখে দিন অনেকদিন পর্যন্ত স্বাদ ঠিক থাকে
Corona in Bengal: কোথাও দেহ পড়ে ১৬ ঘণ্টা, কোথাও ২৪! বাংলায় ফিরে এল করোনার কালো দিন... কলকাতা: ঠিক যেন একবছর আগের দৃশ্যের অ্যাকশন রিপ্লে গত বছর ঠিক এই সময়েই লকডাউনের Lockdown in Bengal মাঝেও বাংলার দিকেদিকে দেখা যাচ্ছিল, একের পর এক শিউড়ে ওঠা দৃশ্য পথেঘাটে পড়ে মৃত মানুষ কোথাও আবার পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত দেহ সত্কারের ব্যবস্থাটুকুও করে উঠতে পারছিলেন না অনেকে, ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকত সেই দেহ আবার ফিরে এল সেই দিন ক্রমেই যেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে দিকেদিকে, ফের দেখা মিলছে বীভত্স সব ঘটনা কলকাতার গড়ফায় যেমন ১৬ ঘণ্টা পড়ে রইল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বৃ্দ্ধার দেহ ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় হালতু এলাকায় থাকতেন সত্তরোর্ধ্ব সন্ধ্যা পাল গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন বুধবার করোনা পরীক্ষা করা হয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে শেষে বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি এমনকী করা যায়নি বেডের ব্যবস্থাও মৃত্যুর তিন ঘণ্টা পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে এরপর বৃহস্পতিবার রাত থেকে এদিন দুপুর ১২টা পর্যন্ত বাড়িতেই পড়ে থাকে দেহ স্থানীয় প্রশাসনের তরফে এ বিষয়ে শুরুতে কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ শেষমেশ সংবাদমাধ্যমে খবর প্রচারিত হতে সত্কারের ব্যবস্থা করা হয় অপরদিকে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ১৪ ঘণ্টা ধরে পড়ল করোনায় মৃতের দেহ বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ করোনা আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয় তাঁর ছেলের অভিযোগ, সরকারের বিভিন্ন বিভাগে ফোন করে কোনও সাহায্য মেলেনি গত ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি কিন্তু কোনও হাসপাতালে ভর্তি করা যায়নি মেলেনি অক্সিজেনও একই চিত্র নদিয়ার কৃষ্ণনগরেও জানা গিয়েছে, শক্তিনগরের উকিল পাড়ায় দীর্ঘক্ষণ পড়েছিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এক বৃদ্ধের দেহ তাঁর পরিবার সূত্রে খবর, গতকাল রাত দুটো নাগাদ কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের বিপরীতে ওষুধের দোকানের মালিকের মৃত্যু হয় অভিযোগ, স্থানীয় পুরসভাকে খবর দেওয়া হলেও মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ওই ব্যক্তির স্ত্রী ও কন্যা দুজনেই করোনা আক্রান্ত ছেলে থাকেন বিদেশ বৃদ্ধের মৃত্যু হওয়ার পর থেকে একাধিক বার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ শেষে এদিন দুপুরে মৃতদেহ নিয়ে যাওয়া হয়
Vaccine Politics in Bengal: বিহারের মতো বাংলাতেও ভাঁওতা, বিজেপির ফ্রি ভ্যাকসিন প্রতিশ্রুতিকে কটাক্ষ ডেরেকের কলকাতা: রাজ্যে ক্ষমতায় এলেই প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন Coronavirus Vaccine দেওয়া হবে এ দিন এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি BJP বিহারের উদাহরণ দিয়ে এবার বিজেপির এই প্রতিশ্রুতিকে পাল্টা কটাক্ষ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস TMC তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের Derek OBrien পাল্টা প্রশ্ন, নির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েও কেন সেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি বিজেপি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছিলেন, ৫ মের পর থেকে রাজ্য সরকারের উদ্যোগেই প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে এ দিন ট্যুইটারে সেই প্রসঙ্গ তুলে ডেরেক লেখেন, তৃণমূল গতকাল এই প্রতিশ্রুতি দিয়েছে আর বিজেপি আজকে দিচ্ছে দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য রাজ্যে শেষ দু দফার নির্বাচনের আগে বিজেপির এই প্রতিশ্রুতিকে পুরোপুরি ভাঁওতা বলে দাবি করেছেন ডেরেক ও ব্রায়েন ওই ট্যুইটেই একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রশ্ন করেন, এটা নির্বাচনের সময় বিজেপির ভ্যাকসিন নিয়ে ভাঁওতা বাংলায় দু দফায় ভোট বাকি, আর ঠিক তখনই বিজেপি এই প্রতিশ্রুতি দিচ্ছে মনে করে দেখুন বিহারে বিজেপি কী করেছিল! নির্বাচনের সময় বিহারেও ঠিক একই ভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার পর কিছু হয়নি নির্বাচন শেষ হয়ে গিয়েছে, বিজেপিও সব ভুলে গিয়েছে বাংলাতেও একই কায়দায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে বিজেপিকে বিশ্বাস করবেন না প্রসঙ্গত বিহারে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি জেডিইউ জোট সরকার করোনা সংক্রমণের হার যত বাড়ছে, গোটা দেশের মতো এ রাজ্যেও ভ্যাকসিনের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে আর নির্বাচনের বাংলায় ভ্যাকিসনই যেন আমজনতা মন জয়ের নতুন অস্ত্র হয়ে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিনামূল্যে ভ্যাকসিনের পক্ষে সওয়াল করে আসছিলেন রাজ্য সরকার যাতে সরাসরি ভ্যাকসিন কিনে বিনামূল্যে মানুষকে টিকা দিতে পারে, সেই দাবি জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যদিও তাঁর অভিযোগ, সেই চিঠির কোনও জবাব পাননি তিনি তবে কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারই সিদ্ধান্ত নিয়েছে, ভ্যাকসিন উত্পাদনকারীদের থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে সব রাজ্য তবে ভ্যাকসিনের দামে বৈষম্যের প্রতিবাদে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি দাবি করেন, প্রত্যেক ভারতীয়ের বিনামূল্যে ঙভ্যাকসিন পাওয়া উচিত তার খরচ কেন্দ্র বা রাজ্য যেই বহন করুক না কেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভ্যাকসিন কিনতে ১০০ কোটি টাকার তহবিল তৈরি রেখেছে রাজ্য সরকার
কোভিড সমস্যা সমাধানে বিশেষ টাস্কফোর্স, কোমর বেঁধে নামল নবান্ন কলকাতা: বাড়ছে কোভিড বিপর্যয় Corona Second Wave পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য সরকার এবার নতুন করোনা টাস্কফোর্স গঠন করল কোভিড পরিস্থিতি সম্পর্কিত যাবতীয় বিষয়ে পর্যালোচনার জন্য এই ছয় সদস্যের টাস্কফোর্স Covid Task force এই টাস্ক ফোর্সে থাকছেন কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্ল্যানিং দফতরের সচিব সংক্রমণ মোকাবিলায় সমন্বয় গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য নবান্ন সূত্রে খবর, এই টাস্কফোর্সকে সহযোগিতা করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ করা হচ্ছে এই ওয়ার্কিং গ্রুপে থাকবেন ছয় শীর্ষ আইপিএস অফিসার এই দলটিকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব নিজেই জেলায় জেলায় নিযুক্ত কোভিড অবজারভারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই এই দলটির কাজ হবে বিশেষত এই টাস্কফোর্স কমিটি পরিস্থিতি অনুযায়ী হাসপাতালগুলোতে ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হচেছে কিনা, অক্সিজেন চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে কিনা এই ধরনের বিষয়ে বিশেষ ভাবে নজরদারি করবে প্রসঙ্গত রাজ্যের কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক এই পরিস্থিতিতে কপালে ভাঁজ ফেলছে অক্সিজেনের জোগান মুখ্যমন্ত্রী এদিন একটি প্রচারসভা থেকেই জানিয়েছেন রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন স্বাস্থ্যে ব্যবহার করা শুরু হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রে এদিন একটি চিঠিও পাঠানো হয়েছে অক্সিজেন সংক্রান্ত বিষয় ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে রাজ্য কিন্তু চাহিদা বাড়ছে দ্রুত আর রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ অক্সিজেন যেন কোথাও না সরানো হয় অর্থাত্, অন্য কোনও রাজ্যকে দিয়ে দেওয়া না হয়
শ্রীলঙ্কাকে চাপে রাখার চেষ্টায় বাংলাদেশ তৃতীয় দিন শেষেও পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ এগিয়ে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর শ্রীংঙ্কাকে ফলোঅন করানোর সম্ভাবনাও জাগিয়ে রেখেছে মুমিনুলের দল দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২৯অবশ্য স্বাগতিকদের ফলোঅন করানো খুব কঠিন তো বটেই, দিমুথ করুণারত্নে যতক্ষণ আছেন, ততক্ষণ তা প্রায় অসম্ভবও বাঁ হাতি এই ওপেনার দিন শেষে ব্যাট করছিলেন ৮৫ রান নিয়ে কাল চতুর্থ দিন সকালে তাকে বা তার সঙ্গী ধনঞ্জয়াকে ২৬ ঝটপট ফেরাতে না পারলে ১১২ রানে বাকি সাত উইকেট ফেলে শ্রীলঙ্কায় ইনিংস জয়ের সম্ভাবনা ধরে রাখা মুশকিল হয়ে যাবে তাসকিন, মেহেদী মিরাজ, তাইজুলদের জন্য মৃদৃ আশার কথা একটাই আর তা হলো, এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ তামিম ৯০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, লিটন ৫০ আর মুশফিক অপরাজিত ৬৮এর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে অনায়াসে সাড়ে পাঁচশর কাছে চলে যাওয়া ইনিংসটার তুলনায় স্বাগতিকদের প্রথম ইনিংসকে যত ছোট রাখা যায়, জয় বা ড্রয়ের আশা তত নাগালে থাকবে তাসকিন, মেহেদী আর তাইজুল মাত্র একটা করে উইকেট নিয়ে সেই সম্ভাবনা অবশ্য খুব একটা উজ্জ্বল করতে পারেননি এসিবিজেডএইচ ক্রিকইনফো Analytics pixel
বাংলাদেশের নাবিবের পাশে ভারতের প্রীতম বাংলাদেশ থেকে জরুরি অস্ত্রোপচার করাতে কলকাতায় এসেছিলেন সফল অস্ত্রোপচারের পর ফুটবলার নাবিব নেওয়াজ ফিরবেন নতুন বন্ধুত্বের উষ্ণতা নিয়েনিজের দেশে ফিরে যাওয়ার কথা ছিল আরো আগেই কিন্তু বাংলাদেশে কোভিড লকডাউনের কারণে সেই যাওয়া পিছাতে হয়েছে তাও নিশ্চিন্ত থাকতেই পারেন বাংলাদেশের ফুটবলার নাবিব নেওয়াজ কারণ, কলকাতার নতুন বন্ধু, ভারতের জাতীয় দলের ফুটবলার প্রীতম কোটাল রয়েছেন পাশে প্রীতমের সাহায্যে কলকাতায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে অস্ত্রোপচারের দিনক্ষণ স্থির হওয়া, সবই সহজে হয়েছে যে শহরে নাবিব আগে কাউকে চিনতেন না কিন্তু বাংলাদেশেরই আরেক ফুটবলার রায়ান প্রীতমের পূর্ব পরিচিত রায়ানের থেকেই ফোন নাম্বার নিয়ে নাবিব প্রথম যোগাযোগ করেন প্রীতমের সঙ্গে প্রীতমই নাবিবকে ভরসা দিয়ে বলেন, চলে এসো কলকাতায় চিন্তা করতে হবে না সব ব্যবস্থা হয়ে যাবে ১৭ ফেব্রুয়ারি সফলভাবে অস্ত্রোপচার হয়ে গেছে নাবিবের কোভিড পরিস্থিতি সত্ত্বেও যে সব ভালোয় ভালোয় মিটে গেল, এটাই সবচেয়ে বড় স্বস্তি, বললেন প্রীতম জানালেন, এই শনিবার, অর্থাত্, অস্ত্রোপচারের এক সপ্তাহ পর ফের তাঁকে পরীক্ষা করে দেখবেন ডাক্তাররা তারপর দেশে ফিরবেন নাবিব, যদিও বাংলাদেশে লক ডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বেড়ে যাওয়ায় একটা অনিশ্চয়তা রয়েছে কিন্তু একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে বলে আত্মবিশ্বাসী প্রীতম তার ধারণা, দুএকদিনের মধ্যেই নাবিবের ফেরার ব্যবস্থা হবে তবে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হওয়াতে প্রীতম ব্যক্তিগতভাবে অস্বস্তিতে বললেন, কোনোদিনই চাইনি এই ব্যাপারটা বাইরে আসুক এটা ছাড়াও আমি এরকম অনেক কাজ করে থাকি, কিন্তু কেউ জানতে পারে না আমি চাই না এগুলো বাইরে আসুক এটা একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে একজনকে সাহায্য করেছি, এটা আমার কর্তব্য খবরটা জানাজানি হওয়ার পর সবাই প্রশংসা করছেন ভারতের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডারের দরাজ দিলের আজকের দিনে রেষারেষি আর পেশাদারি শত্রুতাই যেখানে নিয়ম, সেখানে প্রীতম কোটাল নিশ্চিত প্রমাণ করলেন সেই ভুলে যাওয়া আপ্তবাক্য প্রত্যেকে মোরা পরের তরে Analytics pixel
কুম্ভে যাওয়াই কাল! প্রয়াত সঙ্গীত পরিচালক শ্রবণের করোনা সংক্রমণ মেলা থেকেই একুশের কুম্ভমেলা Kumbh Mela 2021 নিয়ে যেখানে দেশজোড়া সমালোচনার ঝড় বইছে, অতিমারীর প্রচণ্ড প্রকোপেও এমন ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য মোদী সরকারকে তুলোধোনা করতে ছাড়ছেন না নেটজনতার একাংশ, এবার এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক বিস্ফোরক তথ্য প্রয়াত বলিউড সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোরের করোনা সংক্রমণ ঘটেছে হরিদ্বারের কুম্ভমেলা থেকেই প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বলিউডের বিখ্যাত নদিমশ্রবণ NadeemShravan জুটির শ্রবণ রাঠোরকে Shravan Rathod সঙ্গীত পরিচালকের মৃত্যুতে স্বাভাবিকবশতই শোকের ছায়া বলিমহলে শোকাতুর অনুরাগীদের কথায়, হিন্দি সিনেমার সঙ্গীতজগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল শ্রবণের সঙ্গেই শুক্রবার তাঁর বড় ছেলে সঞ্জীব রাঠোর কাছ থেকে জানা গেল সংক্রমণের উত্স যিনি নিজেও কিনা এইমুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে কুম্ভমেলায় গিয়েছিলেন শ্রবণ রাঠোর সেখান থেকেই মারণ ভাইরাস থাবা বসায় তাঁর শরীরে হরিদ্বারের পুণ্যতিথির কুম্ভমেলায় স্ত্রী বিমলাকে নিয়ে গিয়েছিলেন শ্রবণ সেখান থেকে ফেরার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু তাঁদের এরপরই তড়িঘড়ি কোভিড পরীক্ষা করানো হয় দুজনের রিপোর্টই পজিটিভ আসে আক্রান্ত হন সঙ্গীত পরিচালকের দুই ছেলেও তবে, শ্রবণের কোমর্বিডিটি থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় পরে স্ত্রী এবং বড় ছেলে সঞ্জীবেরও শারীরিক পরিস্থিতির খানিক অবনতি হওয়ায় অন্য এক হাসপাতালে ভর্তি হতে হয় তাঁদের তবে ছোট ছেলে করোনা আক্রান্ত হলেও তুলনামূলকভাবে সুস্থ সেই প্রেক্ষিতেই তাঁকে বাবা শ্রবণের সত্কার করার অনুমতি দেওয়া হয়
ভাল লিড রোল নেই মাসের পর মাস, একান্ত সাক্ষাত্কারে যন্ত্রণার কাহিনি শোনালেন রণবীর ঝুঁকি নেওয়ার সাহস প্রয়োজন একান্ত সাক্ষাত্কারে বললেন অভিনেতা রণবীর সিং Ranveer Singh শুনলেন বিদিশা চট্টোপাধ্যায় কেরিয়ারের গোড়ায় বহুবার প্রত্যাখ্যাত হয়েও আজ আপনি সুপারস্টার আপনার স্ট্রাগল পিরিয়ডের কথা একটু বলুন, কীভাবে লক্ষ্যে স্থির ছিলেন? শুরুর দিকে এমন অনেক সময় এসেছে, যখন আমার মনে হয়েছে আর বোধহয় কিছু করতে পারব না আর আশা নেই বলিউডের Bollywood এই বিশাল বিনোদন জগতের দরজা ঠেলে ঢুকে পড়া যেন অসম্ভব! কিন্তু হাল ছেড়ে দিইনি আমাকে লোভী বলতে পারেন, বোকাও বলতে পারেন, কিন্তু যেটা বলতে চাই, নিজের উপর থেকে বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলিনি কখনও গোড়ার দিকে যখন কিছু ছিল না তখনও আমি একইরকমভাবে পরিশ্রমী, খুঁতখুঁতে, সাবধানী ছিলাম কাজের ব্যাপারে একটা সময় ছিল, যখন দিনের পর দিন বসে আছি ফোনের অপেক্ষায় অথচ রিং হচ্ছে না, কিংবা ভাল লিড রোল নেই, মাসের পর মাস তখন বিশ্বাস হারাইনি মনে হয়েছিল পারব, অসম্ভব নয় কিছুই কঠিন সময়েও ফোকাস্ড ছিলাম আর আজ এই বিশ্বাসই আমাকে আমার স্বপ্নপূরণ করতে সাহায্য করেছে আপনি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, আপনার চেহারা নায়কসুলভ নয়, এমনটা বলা হয়েছিল এবং আপনি স্টার কিডও নন অথচ আজ আপনি ইয়ুথ আইকন সম্প্রতি আপনি অ্যাডিডাসএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন স্টারডমের যাত্রাপথে সবচেয়ে বড় শিক্ষা কী? নবীন অভিনেতা, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রির বাইরের, তারা যখন আমার কাছে উপদেশ চাইতে আসে, আমি সবসময় তাদের বলিসবচেয়ে গুরুত্বপূর্ণ হল যাই করবে, তার কার্যকারণ যেন ঠিক হয় অভিনয় ভালবাসো বলে অভিনয় করবে অভিনয় পেশার সঙ্গে খ্যাতি এবং অর্থ জড়িয়ে আছে বলে যদি কেউ এই কাজে যোগ দেন সেটা ঠিক নয় অর্থ বা খ্যাতির মোহ একধরনের ট্র্যাপের মতো তাই এই শিল্পের প্রতি ভালবাসা থেকে কাজটা করা উচিত আর একটা জিনিস আমি কাজ করতে গিয়ে শিখেছি সেটা হল, নিজের প্রতি সত্ থাকা অভিনেতা নিজের প্রতি সত্ এবং খাঁটি হলে তার কাজেও সেই প্রতিফলন ঘটবে তুমি যা নও, তা হওয়ার চেষ্টা কোরো না কে কী বলবে সেটা না ভেবে অরিজিনাল থাকাটাই শ্রেয় আর হ্যাঁ, রিস্ক নেওয়ার সাহসটা থাকতে হবে যত বেশি ঝুঁকি, পুরস্কার তত বড় হয়তো ভুল হবে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষাও হবে আসানসোল দক্ষিণে স্ট্রিট ফাইটার সায়নীকে জেতান, আরজি মমতার প্রতিভাবান মিউজিশিয়ানদের জন্য আপনি লঞ্চ করেছিলেন আপনার ইন্ডিপেনডেন্ট মিউজিক রেকর্ড লেবেল ইঙ্কইঙ্ক এই পদক্ষেপ কেন? অনেক প্রতিভাবান শিল্পী আছেন যাঁরা অনেক পরিশ্রম করেন এবং অপেক্ষা করে থাকেন সেই অমোঘ মুহূর্তের জন্য যেটাকে আমরা সুযোগ বলি সুযোগের অভাবে অনেকে হারিয়ে যায় আমি যখন স্ট্রাগল করছি তখন বুঝেছি এর মূল্য তাই আমার মতো যারা স্বপ্ন দ্যাখে তাদের যাত্রাপথটা একটু মসৃণ করতে চেয়েছি তাদের প্রতিভা প্রদর্শন করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি আমার মতো করে আমি কৃতজ্ঞতাবোধ এবং ভালবাসা এই প্রজন্মকে, এই পৃথিবীকে ফিরিয়ে দিতে চাই আপনার উত্থান একজন আন্ডারডগের উত্থান এবং তেমন ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হওয়া ছবির লিড রোলে আপনি যেমন ৮৩ কিংবা জয়েসভাই জোরদার নিজের জীবন থেকে কতটা ধার করতে হয়েছে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে? বিভিন্ন চরিত্রে অভিনয় করার সময় ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা থেকেই ধার করতে হয় আর এই ধরনের আন্ডারডগ চরিত্রের প্রতি আমি সবসময় সহানুভূতিশীল, কারণ, আমার জীবনটাও সেইরকম গালি বয় ছবিতে একটা সংলাপ ছিল, যেটা অনেকটা আমার জীবনেরই কথা আমার চারপাশ অনুযায়ী আমি স্বপ্ন বদলাব না বরং আমি যে স্বপ্ন দেখি, সেই অনুযায়ী আমার চারপাশের বাস্তবকে বদলাতে হবে গালি বয়এর মুরাদ কিংবা ৮৩র কপিল দেব অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল, এই বিশ্বাসে বিশ্বাস রেখেই তাই এমন চরিত্রে অভিনয় করার সময় আমি খুব সত্ থেকে অভিনয় করতে পেরেছি কারণ, তাঁদের হতাশা, রাগ, ক্ষোভ, সাহস আমি নিজে অনুভব করেছি জীবন ঘোর অনিশ্চিত, অভিনেত্রী ঋতুপর্ণার নতুন টুইটে কীসের ইঙ্গিত? News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে Follow সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিনএ Like Follow Follow Download
বাংলায় সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দেওয়ার ঘোষণা বিজেপির প্রেসকার্ড নিউজ ডেস্ক: বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে ,পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে প্রত্যেককে বিনামূল্যে কোভিড১৯ এর ভ্যাকসিন দেওয়া হবে বঙ্গ বিজেপি ট্যুইট করে এই ঘোষণা করেছে বিজেপি এমন এক সময় এটি ঘোষণা করেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে রাজ্যে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্যদিকে, টিএমসি বিজেপির এই ঘোষণাকে ভ্যাকসিন জুমলা ঘোষণা বলে অভিহিত করেছে টিএমসি ট্যুইট করেছে ভারতীয় জুমলেবাজ পার্টি ভ্যাকসিন জুমলা ঘোষণা করেছে টিএমসি বলেছিল যে নির্বাচনের আগে বিহারের লোকদের ঠিক একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা তারা সহজেই ভুলে গিয়েছিল বাংলাকে বোকা বানানো যায় না বিজেপিকে বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন যে ৫ ই মে থেকে ১৮ বছরের বা তার বেশি বয়সীদের কোভিড ১৯ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বৃহস্পতিবার টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ট্যুইট করেছে এই ভিডিওতে টিএমসি সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিচ্ছেন পশ্চিমবঙ্গে ২ রা মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে
নদীয়ার চাপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে ভাইরাল জনমত সমীক্ষা দুটি ভুয়ো সোশাল মিডিয়ায় বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দের ABP Ananda নামে ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে দাবি করা হয়েছে এটি নদীয়ার চাপড়া Chapra বিধানসভা আসনের জনমত সমীক্ষা Opinion Poll ওই পোস্টে দাবি করা হয়েছে চাপড়া কেন্দ্রে সি ভোটারের CVoter সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পার্থী রুকবানুর রহমান ছবিটি ফেসবুকে ষষ্ঠদফার নির্বাচনের দিন ২২ এপ্রিলের আগে ভাইরাল করা হয়েছিল ওই দফায় চাপড়া বিধানসভা আসনেও ভোট গ্রহণ করা হয় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন রুকবানুর রহমান আইএসএফের পক্ষে লড়েছেন কাঞ্চন মৈত্র আদি বিজেপি নেতা কাঞ্চনকে শান্তিপুর কেন্দ্র থেকে প্রার্থী করলে বেঁকে বসেন তিনি দল প্রতারণা করেছে অভিযোগ তুলে মার্চ মাসে কংগ্রেসে যোগ দেন কাঞ্চন মৈত্র আইএসএফ কাঞ্চন মৈত্রকে প্রার্থী করায় বেঁকে বসে সিপিএম সিপিএম প্রার্থী করে জাহাঙ্গির বিশ্বসাকে বিজেপি চাপড়াতে প্রার্থী করে কল্যান কুমার নন্দীকে ভোটের দিন চাপড়ার আন্দুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর তত্পরতার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটিতে এবিপি আনন্দের লোগো সহ দাবি করা হয়েছে সেটি সি ভোটারের জনমত সমীক্ষা ওই গ্রাফিকে দেখা যায় চাপড়া বিধানসভা কেন্দ্রে ৫১.৮ শতাংশ জনমত সমীক্ষার আঙ্কে সবার থেকে এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস জনমত সমীক্ষায় ২৮.৬ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি সিপিআইএম এর সহযোগীরা ১০.৭ শতাংশ এবং ৮.৯ শতাংশ ভোট পাবে অন্যান্যরা গ্রাফিক পোস্টটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, সি ভোটার সমীক্ষায় তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান বিপুল ভোটে জয়ী হচ্ছে, আগামী ২ রা মে চাপড়াতে সবুজ আবির খেলা হবে, তৈরি থাকুন সকল তৃণমুল সৈনিকবৃন্দ রুকবানুর রহমান নিশ্চিত ভাবে জিতছে... জিতছে... জিতছে....তৃনমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রুকবানুর রহমান জিন্দাবাদ পোস্টটি নিচে দেখুন বুম চাপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে আরেকটি একই ধরণের জনমত সমীক্ষা খুঁজে পায় ওই সমীক্ষায় নির্দল প্রার্থীকে ৪৫ শতাংশ ভোটে এগিয়ে রাখা হয় সবার থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে যথাক্রমে দওয়া হয়েছে ২৫ ও ২০ শতাংশ ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে পোস্টটি আর্কাইভ করা আছে এখানে আরও পডুন: ভাইরাল ছবিটি সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির পুত্র শোকের নয় তথ্য যাচাই বুম দেখে ভাইরাল হওয়া গ্রাফিক দুটি ভুয়ো এবিপি আনন্দ ও সি ভোটার বিধানসভা কেন্দ্রওয়াড়ি কোনও সমীক্ষা প্রকাশ করেনি নির্বাচন চলাকালীন বুম দেখে এবিপি ও সি ভোটার ২০২১ সালে বিধানসভা ভোট নিয়েফেব্রুয়ারি ও মার্চ মাসে দুবার জনমত সমীক্ষা প্রকাশ করে এবিপি ও সিএনএক্স এবছরের মার্চ মাসে আরও একটি জনমত সমীক্ষাপ্রকাশ করে এই তিনটি জনমত সমীক্ষায় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামকংআইএসএফ জোট সংযুক্ত মোর্চার ভোটের শতাংশ দেখানো হয়েছে আলাদ করে বিধানসভা কেন্দ্রওয়াড়ি সমীক্ষা দেখানো হয়নি বুম এবিপি আনন্দতে চাপড়া কেন্দ্র নিয়ে আলাদাভাবে সি ভোটারের সমীক্ষা খুঁজে পায়নি বুম আগে কলকাতা টিভির ভুয়ো জনমত সমীক্ষার তথ্যযাচাই করেছে ওই ভুয়ো গ্রাফিকে দাবি করা হয়েছিল নন্দীগ্রাম আসনে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী সম্পাদিত আনন্দবাজার পত্রিকার ছবি পোস্ট করে দাবি করা হয়েছিল পুরশুড়া কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রাম নিয়ে আরেক জনমত সমীক্ষাকে ভুয়ো বলে দাবি করে ভোট কুশলী প্রশান্ত কিশেরের সংস্থা আইপ্যাক আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে খুন করার ভিডিও ক্লিপ সাংবাদিক খুনের খবর বলে চালানো হয়
নষ্ট দুধ ফেলে না দিয়ে কাজে লাগান এভাবে অনেক সময় দুধ গরম করতে গিয়ে দেখা যায় তা ছানার মত হয়ে জমাট বেধে যাচ্ছে সাধারণত এমন অবস্থায় সবাই নষ্ট দুধ ফেলে দেয় তবে তা কিন্তু ফেলনা নয় এরও রয়েছে নানা ব্যবহার জেনে নিন নষ্ট দুধের এমন কিছু চমকপ্রদ ব্যবহার স্যালাড ড্রেসিং দুধ যদি নষ্ট হয়ে যায়, তা অনায়াসে স্যালাড ড্রেসিংএর কাজে ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয় গার্ডেনিং বাগানে গাছের গোড়ায় নষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না দেখবেন আপনার নষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে চিজ জানেন কি, নষ্ট দুধ থেকেই চিজ তৈরি হয়? তাই ঘরের দুধ কেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন বেকিং প্যানকেক, কেক এবং ওয়াফেলএর মতো অনেক ডেজার্টেই কেটে যাওয়া দুধ দিতে হয় তাই দুধ কেটে গেলে এবার জিভে জল আনা কিছু ডেজার্ট তৈরি করে ফেলুন পোষ্য নষ্ট হয়ে যাওয়া দুধ আপনি খেতে না পারলেও আপনার পোষা বিড়ালটা কিন্তু ভালোবেসেই খাবে কারণ নষ্ট দুধের গন্ধ ওদের ভালো লাগে তাই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে বাটিভর্তি ওদের সামনে নামিয়ে দিতে পারেন ফেসমাস্ক নষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুন উপকারী কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক একেবার ঝলমল করে উঠবে
ভিডিও : ম্যানচেস্টার সিটি ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব নিতে চান পেপ গুয়ারদিওলা, শিখছেন ক্রিকেটের নিয়ম পেপ গুয়ারদিওলা ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার হিসাবে বিবেচিত গুয়ারদিওলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্ট জিতেছে তার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি চলতি মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে গুয়ারদিওলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি অধিনায়ক বিরাট কোহলিরও ভক্ত, দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে এর সাথে যুক্ত একটি ভিডিও গুয়ার্দিওলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এতে তাকে বলতে দেখা গেছে যে এখন ক্রিকেটের নিয়ম শিখার সময় এসেছে আসলে, বিরাট আরসিবির জার্সিটি গুয়ারদিওলাকে পাঠিয়েছিল সেই জার্সি পড়ে ভিডিও শেয়ার করে ম্যানচেস্টার সিটির ম্যানেজার তার বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি লিখেছেন যে জার্সি প্রেরণের জন্য আপনাকে বিরাটকে ধন্যবাদ জানাই এবার আপনার ম্যানচেস্টার সিটির জার্সি ব্যবহারের পালা গুয়ারদিওলা ও কোহলির মধ্যে বন্ধুত্ব গভীর গত বছর দুজনেই লকডাউনের সময় লাইভ সেশন করেছিলেন এতে উভয় পেপ গুয়ারদিওলা গেমটি নিয়ে অনেক কথা বলেছেন
করোনা মুক্ত সোনু সুদ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা অনুরাগীদের বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা মুক্ত হলেন বলিউডের অভিনেতা সোনু সুদ শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একথা জানিয়েছেন অভিনেতা এরপরেই অনুরাগীদের অভিনন্দনের জোয়ারে ভাসলেন অভিনেতা গত ১৭ এপ্রিল অভিনেতা সংক্রমিত হয়েছেন বলে পোস্ট করেছিলেন সোনুর অসুস্থতার খবর ছড়াতেই ভেঙে পড়েছিলেন অনুরাগীরা তাঁদের মতে, দেশে আবার করোনা বাড়ছে এখন আপনাকেই সব চেয়ে বেশি দরকার ছিল সোনু যদিও জানিয়েছিলেন তিনি সুপার পজিটিভ ঘরে বসেই অসহায়দের পাশে থাকবেন সেই মতো ফোনে, নেটমাধ্যমে তিনি সাহায্য করেছেন ২০২০তে দেশ যখন অতিমারির দাপটে কাঁপছে তখন সোনুর ভূমিকা ছিল প্রসংশনীয় নিজের উদ্যোগে মুম্বইয়ের ধারাভি বস্তি থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন তিনি তাঁদের জন্য বাসের বন্দোবস্ত করেছিলেন তুলে দিয়েছিলেন খাবার, পানীয় জল আর এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ সূত্রের খবর, এ ভাবে তিনি ৯০ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরত পাঠিয়েছিলেন
সুবর্ণ সুযোগ! ৮১৯ টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে শুধুমাত্র ১৯ টাকায়, কিভাবে জেনে নিন বিবিপি নিউজ: সুবর্ণ সুযোগ এবার ৮১৯ টাকার গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র ১৯ টাকায় চলতি বছরে এখনও পর্যন্ত ভর্তুকি যুক্ত গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ২২৫ টাকা দিল্লিতে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম হয়েছে ১৪.২ কেজি ৮১৯ টাকা তবে এই সিলিন্ডার মাত্র ১৯ টাকাতেই কেনা যেতে পারে যদি ৮০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যায় তবেই এমন দারুন অফার দিচ্ছে পেটিএম এবার পেটিএমের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করলেই ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাত্ সেক্ষেত্রে মাত্র ১৯ টাকাতেই রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে কীভাবে এই অফার নেওয়া সম্ভব যদি ফোনে পেটিএম অ্যাপ না থাকে সেক্ষেত্র ডাউনলোড করতে হবে, অ্যাপ ইনস্টল করার পরে Show more অপশন পাওয়া যাবে, এরপরে recharge and pay bills, ভারত, এইচপি বা ইন্ডেন নিজের গ্যাস সরবরাহকারী সংস্থা বাছতে হবে এরপরে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিতে হবে, এরপরে পেমেন্ট অপশন আসবে, প্রথম অফারে ক্লিক করে FIRSTLPG প্রোমো কোড দিতে হবে
আশাবাদী স্বাস্থ্যের প্রচার করে সম্পর্কিত গল্পগুলি ইউরোপ এবং ইউএসএ থেকে গবেষকদের পরিচালিত অধ্যয়ন অনুযায়ী, এটি পাওয়া গেছে যে মানুষ সার্জারি থেকে পুনরুদ্ধার করেছে এবং তাদের পজিটিভ আউটলুক বা অন্যান্য শব্দের সাথে রোগের সাথে সম্পর্ক করতে সক্ষম হয়েছে, আশাবাদী. শুধুমাত্র এটি নয়, অধ্যয়ন এটিও নির্দেশ করে যে আশাবাদী মৃত্যুর হার এবং সামগ্রিক স্বাস্থ্যের সামগ্রিক দিকে নিয়ে যায়. আশাবাদী মাপ করার দুটি জনপ্রিয় উপায় রয়েছে. একটি হল ব্যাখ্যামূলক পদ্ধতি এবং অন্যটি বিস্তারিত আশাবাদী. একটি ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে ভাল বা খারাপ খবর ব্যাখ্যা করেন তা ব্যাখ্যা করে. হয় ভার্বাটিম ব্যাখ্যার পদ্ধতি, বিষয়বস্তু বিশ্লেষণ বা অ্যাট্রিবিউশনাল স্টাইল প্রশ্নাবলী এমন স্কেল চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় যাতে কোনও ব্যক্তি পড়ে. একজন আশাবাদী ব্যক্তি কখনওই খারাপ খবরের জন্য নিজেকে দোষারোপ করবে না বা সাধারণত কোনও সংবাদ ইভেন্টের পজিটিভ সাইড দেখবেন. গবেষকরা লাইফ ওরিয়েন্টেশন টেস্ট ব্যবহার করছেন যা হল একটি 12আইটেম পরীক্ষা যাতে ডিসপোজিশনাল অপ্টিমিজমের স্কেল পরিমাপ করা যায়. এই ব্যক্তির সাধারণ দৃষ্টিভঙ্গিকে বোঝার জন্য নেওয়া হয় যে জীবনের বিভিন্ন স্পেকট্রামে তার দৃষ্টিভঙ্গি কীভাবে রয়েছে. অধ্যয়ন এই তথ্যের উপর আলোকপাত করেছে যে আশাবাদীতা নির্দিষ্ট জীবনের অবস্থায় সাহায্য করে যেমন কেউ যদি কার্ডিয়াক রোগ, রক্তচাপ সমস্যা ইত্যাদি থেকে ভুগছে, তাহলে এটি পাওয়া গেছে যে যারা নিরাশবাদী তাদের বাইপাস অপারেশনের তিন গুণ বেশি ঝুঁকি থাকে, অ্যাঞ্জিওপ্লাস্টি পুনরাবৃত্তি করে বা হৃদয়ের আক্রমণ করার সম্ভাবনা রয়েছে. শুধুমাত্র এটি নয়, নিরাশবাদী ব্যক্তিরা তিন গুণ বেশি হাইপারটেনশন তৈরি করতে পারেন. সকারাত্মক দৃষ্টিভঙ্গী ব্যক্তিদের নেগেটিভ আউটলুকের চেয়ে কম রক্তচাপ পাওয়া গেছে. 2006 সালে একটি অধ্যয়নে ভাইরাল সংক্রমণ এবং ভাবনার মধ্যে সম্পর্ক অন্বেষণ করেছে. 193 স্বাস্থ্যকর ব্যক্তিদের যারা এই অধ্যয়নের জন্য স্বেচ্ছাসেবী ছিলেন তাদের মূল্যায়ন করা হয়েছিল. তারা একটি সাধারণ শ্বাস ভাইরাসের সাথে অনুপ্রাণিত হয়েছিল. এটি খুঁজে পেয়েছিল যে যারা আশাবাদী ছিলেন তারা তাদের শরীরে এই ভাইরাসটি উন্নত করার সম্ভাবনা কম দেখিয়েছে যার ফলে তাদের নিরাশবাদী সঙ্গীদের তুলনায় শ্বাস সংক্রান্ত রোগের দিকে পরিণত হয়. এই সময়ে কোভিড থেকে আমরা এখান থেকে একটি কিউ নিতে পারি এবং আমাদের পজিটিভ আউটলুক বজায় রাখার চেষ্টা করুন. সম্ভবত, এটি আমাদের করোনা ভাইরাসকে বেতে রাখা থেকে সাহায্য করবে. চলুন আমাদের, আমাদের পরিবার এবং আমাদের সমাজের জন্য আশাবাদী তৈরি করা যাক.
রাজনৈতিক জমায়েত বন্ধ করে আত্মনির্ভর হতে বললেন দেব! সত্যি কথাটা মুখের উপর স্পষ্ট করে বলতে জানেন তিনি নিজের পেশার যদি কেউ কোনও ভুল করেন, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি অর্থাত্ অভিনেতা Actor তথা সাংসদ দেব Dev Adhikari নিজে রাজনীতির মানুষ হয়েও এর আগে রাজনীতিবিদদের কটাক্ষ করেছিলেন এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা আত্মনির্ভর শব্দটি নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন যার মধ্যে কটাক্ষের সুর খুঁজে পাচ্ছেন অনেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর থেকেই দলীয় প্রার্থীদের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছিলেন দেবকরোনা covid 19 ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে তিনি প্রতিটি প্রচার সভায় গিয়ে মাস্ক পরার অনুরোধ করছিলেন আর এ বার সমস্ত রাজনৈতিক জমায়েত বন্ধ করার সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তের খবর সোশ্যাল ওয়ালে জানিয়েছেন দেব দেব লিখেছেন, আমার সমস্ত রাজনৈতিক জমায়েত বাতিল করলাম সুস্থ থাকুন বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন রাজনৈতিক নেতা না হলে অকারণে বাইরে বেরবেন না আপনারা এর কারণ জানেন অবশেষে আত্মনির্ভর হওয়ার সময় এসেছে এটা কটাক্ষ নয়, এটাই বাস্তব নিজের জীবন বাঁচান এর আগে দেব টুইট করেছিলেন, বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন আপনি রাজনীতিবিদ না হলে অপ্রয়োজনে বাইরে বেরবেন না আমাদের দেশে শুধু ওঁরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন সুস্থ থাকুন এই বক্রোক্তি নির্দিষ্ট কোনও ব্যক্তি রাজনীতিকের জন্য কি না, তা অবশ্য খোলসা করেননি দেব তিনি নিজেও রাজনীতিবিদ ফলে এই ধরনের তির্যক মন্তব্যের আঁচ যে তার গায়েও লাগতে পারে, সে সম্ভবনা উড়িয়ে দেননি অনুরাগীরা আরও পড়ুন, মুম্বই থেকে দিল্লিতে অক্সিজেন পাঠাচ্ছেন কেন? সমালোচনার মুখে সুস্মিতা ফের প্রধানমন্ত্রীর বলা আত্মনির্ভর শব্দটির ব্যখ্যা দিয়েছেন দেব তিনি যদিও খোলসা করেছেন, এটা কটাক্ষ নয় পরিস্থিতির বিচারে এ কথা বলেছেন তবুও সোশ্যাল অডিয়েন্সের একটা অংশের কাছে এটি কটাক্ষেরই সামিল কেউ কটাক্ষ করে লিখেছেন, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন! কেউ বা লিখেছেন, আপনারা সকলে যা করেছেন, তা একেবারেই উচিত হয়নি তবে সব কিছুর পরেও করোনা রুখতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে যে দেব জোর দিচ্ছেন, তা অস্বীকার করেননি কেউই The post রাজনৈতিক জমায়েত বন্ধ করে আত্মনির্ভর হতে বললেন দেব! appeared first on TV9Bangla.
কোনও সাহায্যের জন্য ডিরেক্ট মেসেজ করতে পারেন রিয়া চক্রবর্তীকে কোভিডের দ্বিতীয় ঢেউ আঁছড়ে পড়েছে প্রতিদিন লাফে লাফে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এমত পরিস্থিতিতে মানুষ খুঁজছে আশ্রয়, নিশ্চিন্তি, সাহায্য এমন সব মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁদের সহায়তা করার জন্য প্রস্তাবও জানালেন তাঁর ইনস্টা স্টোরিতে হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার এবং জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতিসোশ্যাল মিডিয়া রোগীদের এমন ধরণের বহু সাহায্য প্রশস্ত করতে তাঁদের সঙ্গে যোগস্তাপন করছেন বলি তারকাদের একাংশ সে পথেই হাঁটলেন রিয়া আরও পড়ুন ১৮০ কোটি বাজেটের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেন অজয় দেবগণ! ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লেখেন, কঠিন সময় ঐক্যতার আহ্বান জানায়, আপনি যেভাবে পারেন সকলকে সাহায্য করুনসাহায্য সাহায্যই হয় তা ছোট কিংবা বড় আমি যদি কোনওভাবে সাহায্যে আসতে পারি তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ করুন..আমি সর্বোচ্চ চেষ্টা করবনিজের খেয়াল রাখুন, সদয় হন ভালবাসা এবং শক্তি রইল রিয়ার বার্তা সুশান্তের আকস্মিক মৃত্যুঘটনা অর্থাত্ গত বছর জুন মাসের পর থেকে সোশ্যাল মিডিয়া থকে বেশ দূরে দূরে থেকেছেন রিয়া চক্রবর্তী সুশান্তকাণ্ডের পর নিজেকে পুরোপুরি গৃহবন্দী করে ফেলা রিয়া অবশেষে বাইরে বেরচ্ছেন একটু একটু করে দিন কয়েক আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সঞ্চয়িতাহাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রিয়া উত্সুক নেটিজেন প্রশ্ন তুলেছিলেন, রিয়া বাংলা পড়তে জানেন কিনা.রিয়ায় যদিও উত্তর দেননি গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ভিলেন হয়ে উঠেছিলেন রিয়া যদিও সে সব এখন অতীত ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও The post কোনও সাহায্যের জন্য ডিরেক্ট মেসেজ করতে পারেন রিয়া চক্রবর্তীকে appeared first on TV9Bangla.
ভোট পরবর্তী হিংসা, প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী বসিরহাট: বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট শেষ হতেই মহকুমা জুড়ে হিংসার ঘটনা আর এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করল সংযুক্ত মোর্চা যার নেতৃত্ব দিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত বসিরহাট দক্ষিণ বিধানসভার কংগ্রেসের প্রার্থী অমিত মজুমদার ছিলেন কংগ্রেস নেতা আব্দুল কাদের সর্দার শুক্রবার সকাল এগারোটা থেকেই টাকি রোডে বসিরহাট চৌমাথায় মাইক বেঁধে, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা তাঁদের দাবি, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কোনও ফল হচ্ছে না তাই বাধ্য হয়েছেন রাস্তায় নামতে এই ভাবে ভোট পরবর্তী হিংসা চললে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন প্রসঙ্গত, বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অমিত মজুমদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চিকিত্সক প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তারকনাথ ঘোষ সংযুক্ত মোর্চার অভিযোগ, শাসক দলের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছেন তাঁদের সমর্থকরা ভোট মিটলেও চলছে হুঁশিয়ারি ও হুমকি বিশেষ করে মিনাখাঁ, হাড়োয়া, বসিরহাট উত্তর সহ একাধিক বিধানসভায় তাঁদের কর্মীসমর্থকরা আক্রান্ত হচ্ছেন এদিকে প্রতিবাদ করলে তাঁদের বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ আরও পড়ুন: ভোটের পর রাস্তায় দাঁড়িয়ে ছিল যুবক, হঠাত্ই ঘিরে ধরল দুজন, মাথা লক্ষ্য করে চলল গুলি সংযুক্ত মোর্চার প্রার্থীর অভিযোগ, এ নিয়ে বারবার জেলাশাসক ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কিন্তু তাতে কোনও লাভ হয়নি তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাঁরা The post ভোট পরবর্তী হিংসা, প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী appeared first on TV9Bangla.
নর্থ ইস্ট নাওএ সংবাদ প্রকাশের পর: আগামি রবিবার থেকে বাংলাদেশে দোকানশপিংমল খোলা গত বুধবার নর্থ ইস্ট নাওএ সংবাদ প্রকাশের পর শুক্রবারই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার নর্থ ইস্ট নাওএর সংবাদ শিরোনাম ছিলো বাংলাদেশে শিগগির লকডাউন শিথিল হচ্ছে এরই পরিপেক্ষিতে আগামী রোববার ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের কোভিড১৯ বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলিচলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবনজীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজারসংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোভিড১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয় লকডাউনের মধ্যে দোকানশপিংমল বন্ধ রাখাসহ পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই মেয়াদ শেষ হয় গত বুধবার ২১ এপ্রিল মধ্যরাতে তবে করোনা সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি তাই লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে এরমধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার দাবি জানানো হয় তারা এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাদের দাবি তুলে ধরেন পরে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, সোমবার নাগাদ দোকান ও শপিংমল খুলে দেয়া হতে পারে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এর আগে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ ছিল তবে গণপরিবহন, মার্কেট খোলা রেখে এই লকডাউন ছিল অনেকটাই অকার্যকর আগামি রোববার থেকে বাংলাদেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হয়েছে শুনতে পেয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন অনেক খুশি হয়েছেন বলে নর্থ ইস্ট নাওকে জানিয়েছেন আমাদের কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনেছেন তাই আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের করোনা পরিস্থিতিঃ করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জন মারা গিয়েছেন অন্যদিকে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৯ জন আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে করোনা সংক্রান্ত এ তথ্য জানানো হয় এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ শতাংশ এ পর্যন্ত বাংলাদেশে মোট ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন
বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে, মুর্শিদাবাদে গিয়ে অধীরকেই আক্রমণ ভাইজানের প্রথম থেকেই তাঁদের সম্পর্ক অম্লমধুর ব্রিগেডের সভামঞ্চ থেকেই তার আঁচ করেছে বঙ্গবাসী একদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী অন্যদিকে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ তো অপরজন পশ্চিমবঙ্গে নতুন রাজনীতির সমীকরণের মুখ হয়ে উঠে আসা উঠতি বিতর্কিত নেতা কিন্তু এবার অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদের ইসলামপুরে এসে এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রধান আব্বাস সিদ্দিকী দলীয় প্রার্থীর সমর্থনে সরাসরি একাধিক ভাবে বিঁধলেন প্রদেশ অধীর চৌধুরী কেই তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন বিজেপির সঙ্গে তাঁদের গোপন আঁতাত রয়েছে ২ মাসের জন্য ৫কেজি খাদ্য শস্য় বিলি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ৮০ কোটি মানুষের পাশে থাকার বার্তা মোদীর . ভোটের মুখে এমন কান্ডে শুক্রবার শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে আব্বাস শুরুতেই অধীর কে টার্গেট করে জোট ধর্ম নিয়ে নিশানা করে বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর গোপন আঁতাঁতের অভিযোগ তুলে সরব হন তিনিআব্বাস সিদ্দিকী বলেন, অধীর চৌধুরী তথা কংগ্রেসকে মুর্শিদাবাদে ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় আই এস এফ এর প্রার্থী দাঁড় করানো প্রসঙ্গে পাল্টা যুক্তি সাজিয়ে আব্বাস বোঝানোর চেষ্টা করেন মূলত কি কারনে তাঁরা মালদহ ও মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে বহু জায়গায় প্রার্থী দিয়েছেন ইসলামপুরে এসে আইএসএফ প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকি অবশ্য তৃণমূল ও বিজেপিকে একই বন্ধনীতে ফেলে সমালোচনাও করেন সরাসরি জানিয়ে দেন, মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হয়নি আমার তো মনে হয়, বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর বোঝাপড়া হয়ে গিয়েছে তাই রানিনগর বিধানসভায় বামগণতান্ত্রিকধর্ম নিরপেক্ষ শক্তির জোটসঙ্গী আইএসএফ মনোনীত খাম প্রতীকের প্রার্থী মাসুম রেজাকে আপনারা ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি একই সঙ্গে, কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম কে ভোট দেবেন না দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি মোদীর কোভিড বৈঠক সম্প্রচার করে বিপাকে কেজরিওয়াল, লাইভে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে ক্ষমা চাইলেন তিনি ... তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে আব্বাস সিদ্দিকি বলেন, তৃণমূল দলটাই গঠিত হয়েছিল বিজেপির ইশারায় আবার বিজেপির সমালোচনা করে বলেন, সাত বছর আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ একটাও বিকাশ হয়নি উলটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এই বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যের ক্ষতি হবে,তাই ওদের ভোট না দেওয়ারও আবেদন জানিয়েছেন আব্বাস হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমরা মুর্শিদাবাদে আমাদের অধিকার ছিনিয়ে নেব জোট প্রসঙ্গে বলেন, এই মুর্শিদাবাদে তিনটি আসন চেয়েছিলাম কিন্তু অধীর চৌধুরী তা মানেননি সবাই চাইল জোট হবে কিন্তু অধীর চৌধুরি মানলেন না তাই আমরা প্রার্থী দিয়েছিকংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি আব্বাস সিদ্দিকি বলেন, অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এতদিন মুর্শিদাবাদে রাজত্ব করল, কিন্তু জেলায় একটাও বিশ্ববিদ্যালয় করেনি তাই ওদের আর সুযোগ দেওয়ার দরকার নেই
ভার্চুয়ালে রবীন্দ্রপঙতি স্মরণ মোদির, আসতে না পেরে ক্ষমা চেয়ে, ও আমার দেশের মাটি... আজকাল ওয়েবডেস্ক: অতিমারীর বাড়বাড়ন্তে বাংলায় নির্বাচনী জনসভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও শুক্রবার ভার্চুয়াল মাধ্যমেই দিল্লি থেকে ভাষণ দিলেন তিনি বাংলায় আসতে না পারার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পঙতি শোনালেন তিনি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা এদিন কলকাতায় শহিদ মিনারের পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম মিলিয়ে মোট চারটি জনসভা ছিল মোদি তিনি আসতে না পারায় ওই চারটি জেলার ৫৬টি বিধানসভা এলাকায় তাঁর ভার্চুয়াল ভাষণের সম্প্রচারের জন্য ব্যবস্থা করে বিজেপি এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে আমি বুঝেছি, এখানে সোনার বাংলা নির্মাণের জন্য একটা সংকল্প চোখে পড়ছে উন্নত জীবন, উন্নত শিক্ষা, উন্নত রোজগার, শান্তি, উন্নয়নের আকাঙ্খা চোখে পড়ছে বাংলায় ভেদাভেদ মুক্ত এবং সদ্ভাবের সঙ্গ যুক্ত সরকারের লক্ষ্যে ভোট দিচ্ছে বাংলার জনগণ তৃণমূলকে বিঁধে মোদি বলেন, বর্তমান সরকারের আমলে পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে পুরনিগমের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে গণতন্ত্র নতুন করে স্থাপন করাই বিজেপির প্রাথমিক উদ্দেশ্য বলে জানান তিনি রাজ্যে বিনিয়োগ না আসার জন্য তৃণমূলের তোলাবাজি, গুণ্ডারাজকেই দায়ী করেন মোদি তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পের উন্নয়নের মাধ্যমেই সোনার বাংলার নির্মাণ সম্ভব করোনা আবহে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলা লড়বে, বাংলা জয়লাভ করবে আগামী ২ মে বাংলায় নতুন সূর্যোদয় হবে আমি শপথগ্রহণ অনুষ্ঠানে এসে আপনাদের আর্শীবাদ নেব
শিল্পা অক্ষয়কে ছেড়ে রাজকে বিয়ে করেন শুধুমাত্র টাকার জন্য! রহস্যে ঘেরা সুপারহিট এই জুটির বিচ্ছেদের কারণ বলিউডের একজন অন্যতম সেরা নায়িকা হলেন শিল্পা শেট্টি অভিনেত্রী নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে দীর্ঘ ১৫ বছর বলিউডে রাজ করেন অভিনেত্রী শাহরুখ খানের বাজিগর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন শিল্পা শাহরুখ খানের প্রাক্তনী চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে তারপর থেকেই তার জনপ্রিয়তা বাড়ে সেই সময় অভিনেত্রী বলিউডের একাধিক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের মধ্যে বলিউডের অন্যতম অভিনেতা অক্ষয় কুমারের সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে সমস্ত বলিউডে বেশ গুঞ্জন উঠেছিল বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা অভিনেত্রীর সাথে তার স্বামী রাজ কুন্দ্রার প্রথম দেখা হয়েছিল লন্ডনে ২০০৭ সালে রিয়ালিটি শো বিগ ব্রাদার জয়ের পরে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন শিল্পা সেই সময়ে রাজেরও ব্যবসার উন্নতি ঘটে অভিনেত্রী শিল্পের পারফিউম ব্র্যান্ড এস২ এর প্রচারের সময়ই তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল তারপর বন্ধুত্ব বাড়ে ডেটিংয়ে যাওয়া শুরু করেন কিন্তু শিল্পের যখন রাজের সাথে বিয়ে ঠিক হয় তখন তিনি জানতেন না যে রাজের এর আগেও বিয়ে হয়েছিল অবশেষে ২০০৯ সালে ২২ নভেম্বর শিল্পের সাথে রাজ কুন্দ্রার বিয়ে হয় শিল্পারাজের বিয়ের পর কেটে গেছে ১২ বছর কিন্তু তারপরেও বারবার আলোচনার শীর্ষে উঠে আসেন শিল্পা অভিনেত্রী একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, রাজ নিজের ব্যাচপ্যাডে শিল্পাকে থাকতে বলেছিল, তার করুন হল সেই সময় শিল্পা প্রায়ই লন্ডন যাতায়াত করতো শিল্পাকে তখন রাজ নানান দামি দামি উপহার দিয়েছিলেন কিন্তু শিল্পের পছন্দ হত না কিন্তু ততদিনে তাদের বন্ধুত্ব অনেকটাই বেড়ে গেছে, তাই সেই বন্ধুত্ব ভাঙতে চাননি শিল্পা বলিউডের একাধিক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে কেন তাদের ছেড়ে রাজকে বিয়ে করলেন শিল্পা তা নিয়ে আজও তুমুল জল্পনা রাজ এঙ্গেজমেন্টের সময় শিল্পাকে যে আংটি উপহার দিয়েছেন তা প্রায় ৩ কোটি টাকা এছাড়া প্রথম বিবাহবার্ষিকীতে দুবাইয়ের বুর্জ খলিফার ১৯ তলায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন শিল্পাকে যার দাম ৫০ কোটি টাকা এমনকি রাজ ইংল্যান্ডে একটি বাংলো শিল্পাকে উপহার দিয়েছিলেন যার দাম ৫১.৫ কোটি টাকা এছাড়া ২০১৮ সালে শিল্পাকে রেঞ্জ রভার দিয়েছেন যার দাম ২ কোটি টাকা অনেক বড় ব্যাবসায়ী শিল্পের স্বামী রাজ কুন্দ্রা অভিনেত্রীর অনেকদিনের শখ ছিল যে সমুদ্রের পাশে তার ঘর থাকবে তাই মুম্বাইয়ের সমুদ্রের পাশে একটি ভিলা উপহার দিয়েছেন স্ত্রীকে এছাড়া একটি ল্যাম্বরগিনি উপহার দেন শিল্পকে যার দাম প্রায় ৩৫ কোটি টাকা ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে মেয়ের মা হন শিল্পা এখন সুখী দম্পতি রাজশিল্পা বিয়ের এতো বছর পরেও তাদের জীবনে আসেনি কোনো ঝড় Previous article১০ বছরের সম্পর্ক শেষ! হানিমুনে গিয়ে তৃনাকে ভুলে নতুন প্রেমে মজলেন অভিনেতা নীল, ভাইরাল ভিডিও
২০২০তেই দেশের দারিদ্র হয়েছে দ্বিগুণ! করোনার দ্বিতীয় ঢেউ কোথায় নিয়ে ফেলবে? আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালে দেশজুড়ে লকডাউন চলায় কর্মসংস্থান হারিয়েছিলেন কোটি কোটি মানুষ পিউ রিসার্চ সেন্টার নামক এক মার্কিন সংস্থার গবেষণা বলছে, অতিমারির প্রথম ধাক্কাতেই ভারতের দারিদ্র বেড়ে গেছে দ্বিগুণ লকডাউনে ভারতীয়দের আয়, অর্থনৈতিক বৃদ্ধি ইত্যাদি অনেকটা নেমে গিয়েছিল প্রায় সবরকম শিল্পক্ষেত্র বিপর্যস্ত হয় ফলত কাজ হারান অগণিত মানুষ গবেষণায় পিউ রিসার্চ সেন্টার সংস্থাটি ভারতীয়দের পাঁচটি ভাগে ভাগ করে এক, দরিদ্র, যাঁদের আয় দিনে ২ ডলারের কম দুই, নিম্ন আয়সম্পন্ন দৈনিক আয় ২.০১ ডলার থেকে ১০ ডলার তিন, মধ্য আয়সম্পন্ন দৈনিক ১০.০১ থেকে ২০ ডলার চার, উচ্চমধ্য আয় সম্পন্ন ২০.০১ থেকে ৫০ ডলার এবং উচ্চ আয়সম্পন্ন ৫০ ডলারের ওপরে সংস্থাটির সমীক্ষায় প্রকাশ, দৈনিক ২ ডলার ১৫০ টাকা বা তার নীচে আয়সম্পন্ন দরিদ্র মানুষের সংখ্যা ৬ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩.৪ কোটি অর্থাত্, গত বছর দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৭ কোটি অর্থনীতির দুর্দশায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্তরাও অতিমারির আগে ৯.৯ কোটি থেকে নেমে মধ্যবিত্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬.৬ কোটিতে সমীক্ষাটির দাবি, অর্থনীতির মন্দা যদি বৈষম্য বাড়িয়ে দেয় তবে যা হিসেব করা হয়েছে, দরিদ্র বেড়েছে তার চেয়ে বেশি মধ্যবিত্তদের ক্ষেত্রেও একই এবং উচ্চবিত্তদের সংখ্যা যতটা কমার কথা তার চেয়ে কম কমেছে এই দুঃসহ পরিস্থিতি সামলানোর আগেই এসে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ যতটা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়েও বেশি প্রভাব ফেলতে চলেছে এই দ্বিতীয় ঢেউ মে মাসের শেষের মধ্যে যদি পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব না হয় তবে আবারও কোটি কোটি মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা দেশের অর্থনীতির কী পরিণতি হবে তা না বলাই ভাল
করোনার ভয় দেখিয়ে আন্দোলনকে ভঙ্গ করতে চাইছে মোদি সরকার, দাবি কৃষকদের আজকাল ওয়েবডেস্ক: করোনা অতিমারি নিয়ে মোদি সরকার চক্রান্ত করছে কৃষক আন্দোলনকে ব্যর্থ করতেই এই চক্রান্ত করা হচ্ছে সংক্রমণ বাড়লেও তাকে আমল দিতে রাজি নন বিক্ষোভরত কৃষকরা কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে দিল্লিহরিয়ানার সিঙ্ঘু সীমান্ত ও দিল্লিউত্তরপ্রদেশের গাজিপুর সীমান্তে এখনও কৃষকরা রয়েছেন সংক্রমণ হু হু করে বাড়লেও সিঙ্ঘু সীমান্তে কোভিড বিধি মানা হচ্ছে না এমনকি করোনা পরীক্ষার ব্যবস্থাও নেই অন্যদিকে গাজিপুর সীমান্তে কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে কৃষকদের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গেছে কৃষকরা করোনা বিধি মানছেন না, অথচ প্রশাসনও নির্বিকার অবশ্য বিক্ষোভস্থলে এখন আগের মতো ভিড় নেই কৃষকরা বলছেন, গম চাষের মরসুম শুরু হয়েছে ১ মার্চ থেকে চলবে ১ মে অবধি তাই কৃষকদের ভিড় নেই খুব শীঘ্রই সবাই হাজির হবে কিন্তু ভিড় মানেই তো সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কৃষকরা বলছেন, আমরা ভাইরাস নিয়ে চিন্তিত নই আমরা প্রচন্ড ঠান্ডার পর এই গরমেও এখানে রয়েছি আমরা শারীরিকভাবে শক্তিশালী করোনা আমাদের কাবু করতে পারবে না করোনা শহুরে বড়লোকদের কাবু করবে যারা এয়ারকন্ডিশন ছাড়া থাকতে পারেন না ভাজাভুজি খেতে অভ্যস্ত কিন্তু আমাদের করোনা নিয়ে ভয় নেই আর এক কৃষকের কথায়, ক্যান্সারে মানুষ মারা যায় কিংবা হার্টের বা অন্য অসুখেও তো মানুষ মারা যায় এখন করোনা করোনা করা হচ্ছে মোদিজি চিত্কার করছেন যাতে আবার লকডাউন করতে পারেন কৃষকদের দাবি, বিক্ষোভস্থলে কেউ করোনা আক্রান্ত নন কারও ঠান্ডা লাগলে বা জ্বর হলে সামান্য প্যারাসিটামলেই কাজ হয়ে যাচ্ছে কেউ করোনা পরীক্ষাও করাইনি জানি মোদি সরকার করোনার অজুহাতে আমাদের বিক্ষোভ ভঙ্গ করতে চাইছে এদিকে কৃষক নেতা রাকেশ টিকাইত ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কার্ফু জারি করতে চাইছে সরকার যাতে কৃষক আন্দোলন ভেস্তে যায় কিন্তু তাতে লাভ হবে না আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ বিক্ষোভ চলবে আর সরকার জোর জবরদস্তি করলে ১ ঘণ্টার মধ্যে জবাব দেওয়া হবে এমনকি রাকেশ টিকাইত বলেছেন, স্কুল বন্ধ করে শিশুদের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে সরকার পাশাপাশি টিকাইত বলে দিয়েছেন, সরকার যদি বিক্ষোভরত কৃষকদের টিকাকরণ করতে চায়, তো করতে পারে যাঁরা রাজি থাকবে, তাঁরা টিকা নেবে
হুইস্কি পানে দূর হয় করোনা! জার্মান চিকিত্সা বিজ্ঞানীর দাবির প্রকৃত সত্য কী? আজকাল ওয়েবডেস্ক: আরও একবার করোনার গ্রাসে গোটা বিশ্ব কোনওভাবেই যেন মোকাবিলা করা যাচ্ছে না অতিমারিকে এর মধ্যেই দানা বেঁধেছে হুইস্কি বনাম কোভিড বিতর্ক গত বছর এপ্রিলে জার্মান ভাইরাস বিশেষজ্ঞ জুয়ের্গেন রিসল্যান্ড দাবি করেন হুইস্কি পান করলে করোনা শরীরে বাসা বাঁধতে পারে না এই মন্তব্যের পর হই হই পড়ে গিয়েছিল দুনিয়ার মদ্যপ্রেমীদের মধ্যে মদ্যপানের সুফল নিয়ে চলছিল বিরাট আস্ফালন কিন্তু জার্মান চিকিত্সা বিজ্ঞানীর দাবি কতটা সত্য তা খতিয়ে দেখা হয়নি তাঁর সম্পূর্ণ বক্তব্যও সবাই শুনেছেন এমন নয় স্রেফ শিরোনাম শুনেই হুইস্কির গুণগান চলেছে রিসল্যান্ডকে এক সাক্ষাত্কারে জিজ্ঞাসা করা হয়েছিল, ১৫ মিনিট অন্তর হুইস্কি সেবন করলে কি সমস্ত ভাইরাস গলা দিয়ে ধুয়ে নেমে যায়? রিসল্যান্ড জবাব দেন, হ্যাঁ, অবশ্যই অ্যালকোহল যত থাকবে তত ভাল তাই আপনি যদি হুইস্কিপ্রেমী হন তো ভাল কিন্তু তাঁর কথা এখানেই ফুরিয়ে যায়নি এর সঙ্গেই তিনি বলেন, ১৫ মিনিট অন্তর হুইস্কি খাওয়া অবশ্যই সম্ভব নয় রিসল্যান্ডের গোটা সাক্ষাত্কার থেকে স্পষ্ট, জন সাধারণকে হুইস্কি খাওয়ার অনুপ্রেরণা দেননি তিনি হুইস্কি আদৌ ওষুধ নয়, সেকথাও শুনিয়ে দেন আরও বলেন, আমি শুধু বলতে চেয়েছি, এই ভাইরাস অ্যালকোহলের সংস্পর্শে কাবু হয় কারণ ভাইরাসের বহিরঙ্গে রয়েছে ফ্যাটের স্তর যা অ্যালকোহল ধ্বংস করে কিন্তু ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে প্রচুর হুইস্কি পান করতে হবে তাতে যে লিভার নষ্ট হবে সেকথাও জানিয়ে দেন তিনি এবার আপনারাই বুঝে নিন, হুইস্কি খেয়ে করোনা আটকাবেন নাকি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে নিরাপদ থাকবেন
টাকার বিনিময়ে ৫০০ হাতিকে গুলি করে মারা হবে, করোনাভাইরাসে আর্থিক ক্ষতিকে সামাল দিতে সিদ্ধান্ত Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে ৫০০ হাতিকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে তবে এ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে দেশটির পরিবেশ ও প্রাণী অধিকার বিষয়ক গ্রুপ সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স গভর্নেস আফ্রিকান বন্য হাতি খুবই বিপন্ন ও সাভান্না হাতি বিপন্ন অবস্থায় আছে এমন ঘোষণা আসার এক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে দেশটির উদ্যান ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র টিনাশে ফারাও জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে পর্যটন খাত থেকে আয় কমে যাওয়ায় মূলত এ সিদ্ধান্ত এমন অর্থবর্ধক সিদ্ধান্ত বন্যপ্রাণ সংরক্ষণে সাহায্য করবে মনে করছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলছে, প্রায় আড়াই কোটি ডলারের বাজেট দরকার কার্যক্রম চালানো জন্য বিত্তশালীদের শিকারের সুবিধা করে দিয়ে সে অর্থের একটা অংশ আয় করতে চান তারা পরিবেশ ও প্রাণী অধিকার বিষয়ক গ্রুপের মতে, সংরক্ষণের নামে ট্রফি হান্টিং পরস্পরবিরোধী সিদ্ধান্ত এর বদলে আরো উদ্ভাবনীমূলক ও পরিবেশবান্ধব পরিকল্পনার পরামর্শ দেওয়া হয় এর আগে, গত ডিসেম্বরে ১৭০টি উচ্চ মূল্যের হাতি হত্যার অনুমোদন দেয় নামিবিয়া
বাগদা তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো গুলি চালানোর গত ২২ সে এপ্রিল ষষ্ট দফার ভোটে বাগদা বিধানসভা কেন্দ্রের রনঘাট পঞ্চায়েতে ৩৫ ও ৩৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বাঁধে ,গোলমাল নিয়ন্ত্রণে পুলিশ কে ১০ রাউন্ডের মত গুলি চালাতে হয় উত্তেজিত জনতার হামলা তে জখম হন ওসি উত্পল সাহা সহ ৫ পুলিশ কর্মী ,পাল্টা বিজেপির অভিযোগ পুলিশের গুলিতে জখম হন তাদের ৬ জনকর্মী , অবস্থা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী কে নামাতে হয়
প্লাজমা দান করে মানবিকতার উদাহরণ রাখলেন বাম নেতা ফুয়াদ হালিম সিপিআই এম নেতা ও পেশায় চিকিত্সক ফুয়াদ হালিম নেশায় রাজনৈতিক ,এই নেশার টানে কখনো তিনি কম মূল্যে ডায়ালাইসিসের ব্যবস্তাহ করেন রোগীদের আবার কখনো অক্সিজেন যোগাড় করেন রোগীদের জন্য ,এই দিন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে করোনা রোগীদের জন্য প্লাজমা দান করলেন তিনি এই বছরে ৭ বার প্লাজমা দিলেন তিনি যা বিশ্ব রেকর্ডার সামিল
ভোটের দু দিন আগে উত্তপ্ত বারাবনি আসানসোল বারাবনি বিধাসভায় গোরান্ডি এলাকায় বিজেপি পক্ষ থেকে এক নির্বাচনী সভার আয়েজন করা হয় বিজেপি প্রার্থী অরিজিত্ রায়ের সমর্থনে ,এই সভার আগে স্থানীও তৃনমুল ও বিজেপি কর্মীদের মধ্যে লাগে বচসা পরবত্তী অংশে হাতাহাতি সৃষ্টি হয় বিজেপি পক্ষ থেকে প্রার্থী অরিজিত্ রায় অভিযোগ করে তৃনমুলের স্থানীয় গুন্ডা বাহিনী এসে সন্ত্রাস করার চেষ্টা করছে এবং একটি মটর সাইকেল আগুন লাগিয়ে দেয় , ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী ,পুলিশ পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ত্রন করে , বারাবনি প্রসঙ্গে কেন্দ্রও মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন ওটাই ওদের চরিত্র ও কেরেক্টার বলে কিছু লাভ নেয় , অন্য দিকে তৃনমুল পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃনমুলের ব্লক সভাপতি অসিত সিং বলেন ,বিজেপির পক্ষ থেকে মটর সাইকেল জ্বালানো হয়েছে ১০০০ জমায়েত নিয়ে সুভেন্দু অধিকারী সভা করেছেনঅনুমতি ছিল কিনা জানি নাঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে Post Views: 267