Dataset Viewer
Auto-converted to Parquet
id
stringlengths
32
32
context
stringlengths
55
9.17k
question
stringlengths
1
227
answer
stringlengths
3
1.03k
34f79aca36c335044c6fdaabb351f3b4
প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচক এখন নিম্নমুখী। করোনাভাইরাসের বৈশ্বিক প্রভাবে গত মাসে বৈদেশিক বাণিজ্যের প্রধান দ্বার চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কমেছে। চীনে পণ্য রপ্তানি অস্বাভাবিক কমে গেছে।
চীনে পণ্য রপ্তানি অস্বাভাবিক কি গেছে?
চীনে পণ্য রপ্তানি অস্বাভাবিক কমে গেছে
a35e588bc70c97ac3e24d00e83b53846
প্রচণ্ড খরায় ঝরে পড়ছে পাবনার ঈশ্বরদীর প্রধান অর্থকরী ফল লিচু। এ বছর বাম্পার ফলনের আশা দেখিয়েও খরার কারণে লিচু ঝরে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তীব্র খরায় লিচু ফেটে যাচ্ছে আকারে ছোট হচ্ছে এবং কালো দাগ দেখা দিয়েছে। এদিকে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঈশ্বরদীর লিচুচাষিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মহাজনদের কাছে এ বছর তাঁদের লিচুগাছ বিক্রি করতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম জানান ঈশ্বরদী দেশের অন্যতম বৃহৎ লিচু চাষের এলাকা। অতিরিক্ত খরার কারণে লিচু ঝলসে যাওয়ায় চাষিরা এবার তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। চাষিরা অনুখাদ্য মনে করে অতিমাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ করার কারণেও লিচু ঝরে পড়তে পারে। পরামর্শ ছাড়া কোনো অনুখাদ্য না দেওয়ার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলার বক্তারপুর গ্রামের লিচুচাষি আমজাদ হোসেন জানান এক মাস আগে ঈশ্বরদীতে কয়েক পশলা বৃষ্টি হয়। বৃষ্টির ফলে গাছে লিচু ঝরে পড়া বন্ধ থাকে। কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় আবারও চাষিরা চিন্তায় পড়ে যান। পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের চাষি আকাত উল্লাহ্ জানান এক মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় এখন গাছের লিচু ঝরে পড়ছে আকারে ছোট হচ্ছে এবং লিচুতে কালো দাগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে এ বছর ঈশ্বরদীতে লিচুগাছে প্রচুর মুকুল এসেছিল। ফলে তারাও লিচুর বাম্পার ফলনের আশা করেছিল। এ বছর ঈশ্বরদীতে দুই হাজার ৩৫১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে এক লাখ ২৬ হাজার গাছে লিচুর ফল এসেছিল। এ বছর ৬০০ কোটি টাকার লিচু বিক্রির আশা করেছিল কৃষি বিভাগ। গত বছর ঈশ্বরদীতে দুই হাজার হেক্টর জমিতে লিচু আবাদ হয় এবং ৩০০ কোটি টাকার লিচু বিক্রি হয়। চাষিরা আরও জানান হরতাল অবরোধ ও পরিবহন ধর্মঘটের আশঙ্কায় অন্য জেলার কোনো মহাজন লিচুবাগান কিনতে ঈশ্বরদীতে আসছেন না। এ কারণে এ বছর চাষিরা আর্থিকভাবে চরম ক্ষতির মধ্যে পড়বেন। সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের লিচু চাষি আদম আলী বিশ্বাস জানান তাঁর ৪০০ লিচুগাছে এবার ভালো ফলন হয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি একটি গাছও এ বছর বিক্রি করতে পারেননি। মানিকনগর গ্রামের চাষি আবদুল হক জানান তাঁর বাড়িতে ১৫০টি লিচুগাছ রয়েছে। হরতাল অবরোধের কারণে বাইরের কোনো পাইকারি ব্যবসায়ী না আসায় তিনি একটি গাছও বিক্রি করতে পারেননি। ঢাকার পাইকারি লিচু ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান বাগান থেকে তুলে আনার পর লিচু এক দিনের বেশি রাখা যায় না। রাজনৈতিক অস্থিরতার মধ্যে বড় ধরনের লোকসানের আশঙ্কায় তাঁরা এবার বাগান কেনা থেকে বিরত আছেন।
ঈশ্বরদীর লিচুচাষিরা কেন তাঁদের লিচুগাছ বিক্রি করতে পারছেন না?
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঈশ্বরদীর লিচুচাষিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মহাজনদের কাছে এ বছর তাঁদের লিচুগাছ বিক্রি করতে পারছেন না
abf0e29cbdbec3808d086e6d4c727cee
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা এ কে এম ইউসুফের জামিন আবেদন খারিজ করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল আদেশে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ আনা হয়েছে। অপরাধের প্রকৃতি বিবেচনা করে ট্রাইব্যুনাল মনে করেন তাঁর বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এসব বিবেচনায় তাঁর জামিন আবেদন খারিজ করা হলো। আগামী ১৬ জুন থেকে জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হবে। তবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।গতকাল এ কে এম ইউসুফের জামিন আবেদনের শুনানি শেষ হয়। তাঁর জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হূষিকেশ সাহা। একাত্তরের মুক্তিযুদ্ধকালে ‘রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা’ হিসেবে পরিচিত এ কে এম ইউসুফকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষ জানায় ইউসুফের বিরুদ্ধে আনা ১৫টি অভিযোগের মধ্যে গণহত্যার অভিযোগ সাতটি। এগুলো হলো একাত্তরের ১৩ মে কচুয়া থানার রণজিতপুর গ্রামে গণহত্যা ১৯ মে মোরেলগঞ্জ বাজারে গণহত্যা ২১ মে রামপালের ডাকরা গ্রামে গণহত্যা ১৪ অক্টোবর রামপালের চুলকাঠি গ্রামে গণহত্যা ১৫ অক্টোবর কচুয়ার মঘিয়া গ্রামে গণহত্যা জুলাই ও নভেম্বরে কচুয়ার শাঁখারীকাঠিতে গণহত্যা। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য ইউসুফ একাত্তরে মালেক মন্ত্রিসভার রাজস্ব পূর্ত বিদ্যুত্ ও সেচমন্ত্রী ছিলেন। ৮ মে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
কবে থেকে জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হবে?
আগামী ১৬ জুন থেকে জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হবে
51fdb6ada515e9e2a822d3f6e5c2f02e
‘সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকার যেটা করতে পারেন সেটা হল, তারা সে ব্যাপারে বিস্তারিত তথ্য চাইতে পারেন।’
বাংলাদেশ সরকার কি করতে পারেন ?
বাংলাদেশ সরকার যেটা করতে পারেন সেটা হল, তারা সে ব্যাপারে বিস্তারিত তথ্য চাইতে পারেন।’
6ff77534b0b5810f3afbbe5cf5af5778
বলুন তো প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ কোন ছবিতে অভিনয় করতে দেখেছেন হ্যাঁ আপনি বলবেন ২০১২ সালে রণবীর কাপুরের সঙ্গে বরফি ছবিতে তাঁকে শেষবার দেখেছেন। এরপর তাঁর হালকা ঝলক দেখা গেছে শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে। তবে এই ছবিতে একটি আইটেম গানে নেচেই হিট প্রিয়াঙ্কা। যদিও তিনি এখন পুরোপুরি ব্যস্ত নিজের সংগীতজীবন নিয়ে তাঁর প্রথম অ্যালবাম আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হওয়ায় দ্বিতীয় অ্যালবামে আগের থেকেও বেশি মনোযোগী প্রিয়াঙ্কা। তাহলে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেন তিনি মনে হয় না কারণ ১৯৭৩ সালের বিখ্যাত সুপারহিট ছবি জানজিরএর রিমেকে দেখা যাবে তাঁকে। অমিতাভজয়া জুটির সেই বিখ্যাত ছবির রিমেক নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তবে অভিনয়ের চেয়ে তাঁর বেশি উৎসাহ দেখা গেল ছবির আইটেম গান নিয়ে। প্রিয়াঙ্কা বলেন ‘রিমেক ছবিতে কাজ করা সব সময়ই বেশ রোমাঞ্চকর। তবে এই ছবিতে সবচেয়ে মজা পেয়েছি “পিংকি” নামের একটি আইটেম গানে নেচে।
তবে এই ছবিতে একটি আইটেম গানে নেচেই হিট কে?
তবে এই ছবিতে একটি আইটেম গানে নেচেই হিট প্রিয়াঙ্কা
b20d053c65e2f620b89713829432744f
সন্ধ্যাবেলা আমার শরীর খারাপ করল। গা কেঁপে জ্বর এল। আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি। কিচ্ছু ভাল লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিল। টেবিলে বাবার এনে দেয়া মোটা একটা ইংরেজি ছবির বই। শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছা করল। বিছানা থেকে নেমে যে ছবির বইটা আনব সেই ইচ্ছা করছে না।
টেবিলে কার এনে দেয়া মোটা একটা ইংরেজি ছবির বই?
টেবিলে বাবার এনে দেয়া মোটা একটা ইংরেজি ছবির বই
b5a73eea04876e89902b3521b85978c8
গতকাল মঙ্গলবার সারা দেশে জামায়াতের সকালসন্ধ্যা হরতাল আংশিক পালিত হয়েছে। রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক ছিল। সকালের দিকে রাস্তায় যান চলাচল কম থাকলেও দুপুরের পর বাস সিএনজিচালিত অটোরিকশার চলাচল বাড়তে থাকে। ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করার প্রতিবাদে জামায়াত গতকালের হরতাল ডাকে। এর আগে রোববার দলের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদেও দলটি হরতাল ডেকেছিল। সেদিনের হরতালও ঢিলেঢালা ছিল।অন্যান্য হরতালের মতো গতকালও রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ট্রেন লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খোলা ছিল। রাজধানীতে কয়েকটি এলাকায় ৮১০ জনের বিক্ষিপ্ত মিছিল ছাড়া হরতালে জামায়াতশিবিরের কর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। বরং হরতালের বিরুদ্ধে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও নূর হোসেন স্কয়ারে সম্মিলিত আওয়ামীসমর্থক জোটের ব্যানারে ২২টি সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে ও মিরপুর গোলচত্বরে যুবলীগ দুপুর ১২টায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে। ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চও হরতালের বিপক্ষে মিছিল বের করে। মিছিলটি শুরুর কিছু আগে শাহবাগে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।হরতালে নাশকতা ঠেকাতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশর‌্যাব মোতায়েন ছিল। সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করা হয়। অনেক অলিগলির মুখেও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। পুলিশ ধাওয়া করলে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। একই সময়ে ঢাকানারায়ণগঞ্জ রেললাইনের দয়াগঞ্জ এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শিবিরের কর্মীরা। সকাল আটটার দিকে বাবুবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে শিবির।সকালে আজিমপুরে মিছিল থেকে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়। সকাল সাতটার দিকে শেওড়াপাড়ায় মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। সকালের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে মিছিল বের করলে একজনকে এবং কাফরুলের মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ।ঢাকা মহানগর জামায়াত দাবি করেছে রাজধানীর লালবাগ খিলগাঁও বনশ্রীসহ ৩৩টি এলাকায় তারা মিছিল বের করে। এসব এলাকা থেকে পুলিশ দলের ২২ নেতাকর্মীকে আটক করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশে হরতাল চলাকালে জামায়াতশিবিরের কর্মীরা ১১টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করেন। বিভিন্ন স্থানে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বাংলামোটর ক্রসিংয়ে হরতালসমর্থকদের ককটেলের আঘাতে রমজান নামের একজন ট্রাফিক কনস্টেবল আহত হন। জামায়াতশিবির কয়েকটি স্থানে হিংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পালিয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশে হরতাল চলাকালে জামায়াতশিবিরের কর্মীরা কতটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করেন?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশে হরতাল চলাকালে জামায়াতশিবিরের কর্মীরা ১১টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করেন
3c94bd51e6ba6b9a9c2bcd6c9b22d155
‘হ্যাগো মনে যা চাইছে তাই করছে। ইসলামের হেফাজত করতে আইয়া কোরআনে আগুন দিছে। আমাগো হগ্গল কিছু শ্যাষ কইরা দিয়া গেছে। ’বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন সেলিম গাজী। চাঁদপুরের সেলিম গাজীর ইলেকট্রিক সামগ্রীর একটি দোকান ছিল মসজিদের প্রবেশপথসংলগ্ন ফুটপাতে। মালামাল ছিল প্রায় তিন লাখ টাকার। গতকাল সকালে এসে দেখেন সব পুড়ে ছাই। ব্যবসায়ীরা জানান দৈনিক বাংলা মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত শুধু বায়তুল মোকাররমসংলগ্ন ফুটপাতে দোকান ছিল ২৫৮টি। এর মধ্যে প্রায় শ দেড়েক সম্পূর্ণ বাকিগুলো আংশিক পুড়েছে। মসজিদের পশ্চিম দিকে জিপিওর বিপরীতে বায়তুল মোকাররম মার্কেটের সামনের মার্কেটের কম্বল ও ট্রলি ব্যাগ বিক্রেতা আবুল কাশেম জুতা বিক্রেতা হাবিবুর রহমান আক্তার হোসেন মোহাম্মদ আলমরা হাহুতাশ করছিলেন পুড়ে যাওয়া দোকানের ছাইকয়লার স্তূপের সামনে। সিটি করপোরেশনের কর্মীরা ঝাড়ু দিয়ে সব ভস্ম ময়লার গাড়িতে তুলছিলেন। ব্যবসায়ীরা সখেদে বলছিলেন ‘দ্যাখেন দ্যাখেন এই গুলানই ছিল আমাদের মালামাল। শফী হুজুর আইসা দেইখা যান আপনার সাঙ্গপাঙ্গরা কী করছে। ’বায়তুল মোকাররমের দক্ষিণের প্রবেশপথের দুই পাশের সড়কে কিছুদূর পর পরই স্তূপ করে রাখা হয়েছে আধপোড়া বই। তাতেই চোখে পড়ল পবিত্র কোরআন শরিফের পাতা ও হাদিসের বই। অসাবধানতাবশত কেউ পা দিয়ে ফেলতে পারেন সে জন্য আধপোড়া পাতাগুলো সব জড়ো করে ঘিরে রাখা হয়েছে। এখানে হাফেজ মো শাহাদত হোসেনের দুটি দোকান ছিল। বই ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার। সব পুড়ে ছাই। দক্ষিণ গেটে ইসলামি বইয়ের দোকান ছিল ১৩টি। আটটি পুরোপুরি পুড়ে গেছে। সামনে পবিত্র শবে বরাত তারপর রমজান মাস।তাই দোকানে অনেক টুপি তসবি জায়নামাজ তুলেছিলেন তৈয়বুর রহমান। আগুন থেকে কিছুই রক্ষা পায়নি। ব্যবসায়ীদের কেউ কেউ ২৫-৩০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ‘দ্যাশে এত আন্দোলন এত কিছু হইল। আমাগো মালামালে কেউ কোনো দিন হাত দেয়নি। অবস্থা গরম হইলে দোকান বাইন্ধা ফুটপাতে রাইখা চলে যাইতাম। ঠান্ডা হইলে দোকান খুইল্যা বইতাম। কিন্তু ধর্মের কথা কইয়া এরা যা করছে তা কেউ করে নাই। অগো কি ধর্ম আছে ধর্ম থাকলে কেউ এমন কাজ করতে পারে’বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বলছিলেন দোতলার চারটি দোকান পুড়েছে। কানিজ লতিফ মনিকাঞ্চন জুয়েলার্স পুড়ে গেছে। আরও কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন এই মার্কেটটি মসজিদেরই অংশ। এতে আগুন দেওয়া মসজিদে আগুন দেওয়ার শামিল। স্টেডিয়াম মার্কেটের অধিকাংশ ইলেকট্রনিকস দোকানের সাইনবোর্ড দরজা ও সামনের কাচ এবং বহু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ভাঙচুর করা হয়েছে। সিঙ্গারের বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানালেন তাঁদের দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আর দোকানের কাচ ভেঙেছে। গতকাল সকালে মতিঝিলকে দেখাচ্ছিল যুদ্ধবিধ্বস্ত শহরের মতো। পথে পথে অজস্র ইটের টুকরো কাচ পোড়া কাঠ টায়ার ছাইকয়লার স্তূপ। পুরানা পল্টন মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত পথের মাঝের বিভক্তি লন্ডভন্ড। গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। দোকানের সাইনবোর্ড খসে পড়েছে পথে। দুই পাশের ভবনগুলোর কাচ চুরমার। দরজাজানালা ভাঙা। কোনো কোনোটি আগুনে পোড়া। বায়তুল মোকাররম মসজিদের উত্তরের প্রবেশপথের সামনের পথে পড়ে আছে একটি অগ্নিদগ্ধ বাসের কাঠামো। দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পানির ট্যাংক হয়ে পল্টন থানা এবং সেখান থেকে বিএনপির কার্যালয়ের সামনের পথ ধরে কাকরাইল মোড় পর্যন্ত পথের মাঝের বিভক্তি বিধ্বস্ত। দেবদারুগাছগুলো সমূলে উৎপাটিত। বিশেষ করে পল্টন মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সড়কের মাঝের ছায়াদানকারী বড় বড় মেহগনিগাছগুলো কেটে ফেলা হয়েছে বৈদ্যুতিক করাত দিয়ে। গাছগুলো হুমড়ি খেয়ে পড়ে ছিল পথের ওপর যেন বেওয়ারিশ লাশ। এর আগে জামায়াতশিবিরের হরতাল সহিংসতার সময় এভাবেই গাছ কাটা হয়েছিল সাতক্ষীরা সাতকানিয়া নোয়াখালীসহ বিভিন্ন এলাকায়। গতকাল ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। মতিঝিলের বাতাসে ভাসছিল ধোঁয়াটে গন্ধ। যানবাহনের চলাচল ছিল কম। অনেকে তাদের সেলফোনের ক্যামেরায় অকল্পনীয় এই বিপর্যয়কর দৃশ্যের ছবি তুলে রাখছিলেন। এক গভীর বিষাদ চেপে বসেছিল মানুষের মনে। নিজেদের মধ্যেই তাঁরা এমন বলাবলি করছিলেন যে—টিভিতে ফিলিস্তিনের ওপর যেমন ইসরায়েলের হামলার দৃশ্য দেখা যায় যেমন দেখা যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বা সিরিয়ার শহরগুলোর দৃশ্য মতিঝিলকেও ঠিক তেমনি দেখাচ্ছে। চার শতাব্দীর পুরোনো ঢাকার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকল এই নারকীয় তাণ্ডব। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
এর আগে কাদের হরতাল সহিংসতার সময় এভাবেই গাছ কাটা হয়েছিল সাতক্ষীরা সাতকানিয়া নোয়াখালীসহ বিভিন্ন এলাকায়?
এর আগে জামায়াতশিবিরের হরতাল সহিংসতার সময় এভাবেই গাছ কাটা হয়েছিল সাতক্ষীরা সাতকানিয়া নোয়াখালীসহ বিভিন্ন এলাকায়
7576c56f208f5b77240d43c239531da5
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার২ থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে।কারাগার সূত্রে জানা গেছে মতিঝিল ও যাত্রাবাড়ী থানায় ভাঙচুরের দুটি মামলায় জামিন পাওয়ার পর বিকেল চারটা ৪০ মিনিটে কারাগারে শামীম সাঈদীর জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে যাচাইবাছাই শেষে বিকেল পাঁচটা ১০ মিনিটে তাঁকে জামিন দেওয়া হয়। এ সময় কারাফটক থেকেই গোয়েন্দা পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।ওই সব মামলায় গ্রেপ্তারের পর শামীম সাঈদীকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। ২২ মার্চ তাঁকে রিমান্ডে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ২৩ মার্চ তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার২এর তত্ত্বাবধায়ক মো জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই সব মামলায় গ্রেপ্তারের পর শামীম সাঈদীকে কবে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়?
ওই সব মামলায় গ্রেপ্তারের পর শামীম সাঈদীকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়
cb6f968321a8945d3d9bc3929c7b1123
আমাদের দেশের অন্যতম প্রাচীন শিল্প হলো মৃৎশিল্প।শুধু শিল্পগুণেই অনন্য নয় বরং এর শিল্পসৌন্দর্য আমাদের বাঙালি ঐতিহ্যকে ঋদ্ধ করেছে। মৃৎশিল্পের নান্দনিক সৌন্দর্যের জন্য এর ব্যাপক চাহিদা রয়েছে। বংশপরম্পরায় যুগ যুগ ধরে এ দেশের কুমারেরা গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় হাঁড়িপাতিল বাসনকোসন পেয়ালা সরা সুরাই মটকা পিঠা তৈরির ছাঁচ আরও কত কী তৈরি করে আসছে। কুমারদের কর্মপরিধি এখন হাঁড়িপাতিল বা বাসনকোসনের মধ্যেই সীমাবদ্ধ নয় রান্নাঘর থেকে শুরু করে সরকারি বেসরকারি ও করপোরেট হাউসগুলোতে ছড়িয়ে পড়েছে এর ব্যাপ্তি। তাদের কর্মপরিধির অনেকটাই ঝুঁকেছে গৃহসজ্জার বিভিন্ন জিনিসের দিকে। মৃৎশিল্পের বাজারদর মৃৎশিল্পের অন্যতম দৃষ্টিনন্দন শিল্পকর্ম টেরাকোটা। ৪০৩৫০ টাকায় পাওয়া যায় ছোটবড় বিভিন্ন মাপের ও বিভিন্ন রঙের টেরাকোটা। ঘর সাজাতে ফুলদানির তুলনা হয় না। মাটির ফুলদানির ওপর গ্লিটার কাচ কাটা টেরাকোটা সিরামিকস ইত্যাদি কাজ প্রচলিত। ছোট ফুলদানিগুলো পাওয়া যায় ৩০২৩০ টাকায়। ঘরের কোণ সাজাতে বড় ফুলদানিগুলো পাওয়া যায় ৩৫০৮০০ টাকায়। ঝুলন্ত পাখির বাসা ৮৮৯৮ টাকা। নকশি ঘণ্টা পাওয়া যায় ১৪২৮ টাকায়। ঝুলন্ত টব ১২০১৫০ টাকা। মাটির তৈরি মোড়া পাওয়া যায় ২২৫২৬৫ টাকায়। নকশি মাটির বাসন প্রতিটির দাম ৮৮৯৮ টাকা। নকশি মগের দাম ৪০৬৫ টাকা। মাটির ঘটি ল্যাম্পের দাম ৫৫০ টাকা। বিভিন্ন মাপের তরকারির বাটি ৩০১১০ টাকা। নকশি কয়েল স্ট্যান্ড ৭৮ টাকা। আগরদানি ২৯৩৫ টাকা। কলমদানি পাওয়া যায় ৫০৮০ টাকায়। প্রদীপদানি ৬৮৮৮ টাকা। মাটি ও মোমের নকশি প্রদীপদানি ৩০১৬৬ টাকা। ফুলের টর ২০২৫০ টাকা। মেয়েদের মাটির নকশি গয়নার সেট ১২০২৩০ টাকা। মৃৎশিল্পের ব্যবহার আধুনিকতার ছোঁয়ায় আমাদের মৃৎশিল্প এখন অনেক সমৃদ্ধ। গৃহসজ্জা এবং সরকারিবেসরকারি অফিস—সর্বত্রই মৃৎশিল্পের ব্যবহার বেড়েছে বহুগুণ। দোয়েল চত্বরের ‘শুভা মৃৎশিল্প’ দোকানে দেখা হলো আলিসা শুভ্রা লিসা—ঢাকা মেডিকেল কলেজের তিন ছাত্রীর সঙ্গে। তাঁরা জানালেন মাটির গয়না কিনতে এসেছে। লিসা বললেন নিজেকে ভিন্ন মাত্রায় সাজাতে মাটির গয়নার তুলনা নেই। তা ছাড়া দামও খুব বেশি না। মৃৎশিল্প কোথায় পাবেন, মৃৎশিল্পের এই জিনিসগুলো পাওয়া যাবে ঢাকায় বাংলাদেশশিশু একাডেমির সামনের ফুটপাত ঢাকা নিউমার্কেট ধানমন্ডি মিরপুর২ উত্তরা সেক্টর৫ এবং আড়ং বা যাত্রার সবগুলো শাখায়।মিরপুরের মৃৎশিল্প ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেল পটুয়াখালীর বাউফল সাভারের নবীনগর ধামরাই এবং কুমিল্লা শরীয়তপুর মাদারীপুর ও ফরিদপুরের কুমারদের কাছ থেকে সারা দেশের মৃৎশিল্প ব্যবসায়ীরা এগুলো নিয়ে আসেন।মৃৎশিল্প মিশে আছে আমাদের ষোল আনা বাঙালিয়ানার সঙ্গে।এই শিল্প বহন করছে আমাদের বাঙালিজীবনের হাজার বছরের ঐতিহ্য। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
কোন শিল্প বহন করছে আমাদের বাঙালিজীবনের হাজার বছরের ঐতিহ্য?
এই শিল্প বহন করছে আমাদের বাঙালিজীবনের হাজার বছরের ঐতিহ্য
54875a61b48c5f0a8fa07a4db9c8590d
ট্রাম্পের দেশে তৃতীয় সর্বোচ্চ জুতা রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। গত বছর ১৬৩ কোটি ডলারের জুতা রপ্তানি করেছেন দেশটির উদ্যোক্তারা। ২০১৮ সালের তুলনায় তাঁদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ।
কত ডলারের জুতা রপ্তানি করেছেন দেশটির উদ্যোক্তারা?
গত বছর ১৬৩ কোটি ডলারের জুতা রপ্তানি করেছেন
d91b8bae8a676ffe20474a56e2b88637
পাকিস্তানে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। দেশটিতে গত শনিবারের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয়ী হয়েছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগনওয়াজ বা পিএমএল এন। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মধ্য ডানপন্থী দলটিকে সরকার গঠনের জন্য জোট গড়তে হতে পারে।পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। একে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। পাকিস্তানে জাতীয় পরিষদের আসনসংখ্যা ৩৪২। এর মধ্যে ২৭২টি আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টির মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। কাজেই সরকার গঠনের জন্য সরাসরি ভোট হওয়া ২৭২টির মধ্যে ১৩৭টি আসন পেতে হবে।গতকাল রাত দেড়টা পর্যন্ত বেসরকারিভাবে মোট ২৬৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে নওয়াজের পিএমএল এন পেয়েছে ১৩৩টি আসন। দ্বিতীয় অবস্থানে আছে সদ্য ক্ষমতা ছেড়ে যাওয়া পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। পিপিপি পেয়েছে ৩৩টি আসন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিকইইনসাফ পিটিআই পেয়েছে ২৭টি আসন। ৭৩টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা। আর ৬টি আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।প্রধান বিরোধী দল পিপিপি না পিটিআই—কে হবে তা নির্ভর করছে অবশিষ্ট আসনের ফলাফলের ওপর।পাকিস্তানের সাড়ে ছয় দশকের ইতিহাসে যখনই সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে এসেছে তখন তা গেছে পিপিপি অথবা পিএমএলের এন কাছে। এ দুটি দলই নিয়ন্ত্রণ করে এসেছে দেশটির রাজনীতি। এবার সেখানে পিটিআই নামের আরেকটি দলের আবির্ভাব ঘটল। দলটি শেষ পর্যন্ত প্রধান বিরোধী দলের মর্যাদা পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।আত্মঘাতী বোমা হামলায় নিহত দুবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো নির্বাচনে পিপিপির নেতৃত্ব দিয়েছেন। তিনি দলের চেয়ারম্যান।এদিকে সরকার গঠনের লক্ষ্যে গতকালই অন্যান্য দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন নওয়াজ শরিফ। দলের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী শরতাজ আজিজ জানান কয়েকজন স্বতন্ত্র সাংসদের সঙ্গে কথা বলেছেন নওয়াজ। এ ছাড়া মন্ত্রিপরিষদের কিছু গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করেছেন তিনি।জিয়ো টেলিভিশনের খবরে জানানো হয় জমিয়ত উলামাআলইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ফোন করে নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।টেলিভিশনটির খবরে আরও বলা হয় নির্বাচনে বিজয়ী হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নওয়াজ সরকার গঠন করলে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।সর্বশেষ পিপিপি সরকারের আগ পর্যন্ত পাকিস্তানে কোনো সরকারই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। অর্থাৎ কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। সেদিক দিয়ে এবারের নির্বাচন ছিল ঐতিহাসিক। দেশটির ক্ষমতায় বারবার হস্তক্ষেপ করেছে সেনাবাহিনী। ১৯৪৭ সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভের পর পাকিস্তানে সামরিক অভ্যুত্থান হয়েছে তিনবার। দেশ শাসন করেছেন চারজন স্বৈরশাসক। সর্বশেষ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে ১৯৯৯ সালে। রক্তপাতহীন ওই অভ্যুত্থানে নওয়াজ শরিফের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় বসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। নওয়াজকে নির্বাসনে পাঠানো হয় সৌদি আরবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে দুই মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি—১৯৯০ সালের ৬ নভেম্বর থেকে ১৯৯৩ সালের ১৮ জুলাই এবং ১৯৯৭ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯৯৯ সালের ১২ অক্টোবর পর্যন্ত। নির্বাসন থেকে ২০০৭ সালে দেশে ফিরে পরের বছর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নেন নওয়াজ। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে পিপিপি।শনিবার মধ্যরাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন নওয়াজ শরিফ। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি বলেন তাঁকে শরিফ সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। দ্রুত যদি তা করতে পারেন বেশ ভালো। আর না পারলে তাঁকে সংকট ও সমালোচনার মুখে পড়তে হবে। প্রচারণার সময় পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে হাসপাতালে আছেন ইমরান খান। গতকাল কর্মীসমর্থকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন এ নির্বাচন দেশের নবীন গণতন্ত্রকে শক্তিশালী করবে। তবে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনে কারচুপির বিষয়ে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন।ভিডিও বার্তায় ইমরান বলেন ‘আমরা এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছি। নির্বাচনে ব্যাপক হারে ভোট দেওয়ার জন্য আমি দেশবাসীকে অভিনন্দন জানাই। দেশের তরুণ সমাজ আমার পক্ষে ছিল। এটাই আমার বিজয়।’ গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নওয়াজের দল। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের জোট গঠন করতে হবে। তবে নওয়াজকে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল পিপিপি বা পিটিআইয়ের ওপর নির্ভর করার প্রয়োজন পড়বে না। বরং দুচারটি করে আসন পাওয়া ছোটখাটো অন্য দলগুলোর কয়েকটি বা বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নিয়ে আসতে পারলেই তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে পারবেন তিনি। তা খুব কঠিন হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তবে পাকিস্তানের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে জোট টিকিয়ে রাখা কঠিন এবং এতে সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় থেকেই যাবে। কেননা দেশটির সাড়ে ছয় দশকের বেশি সময়ের ইতিহাসে সর্বশেষ পিপিপি সরকার ছাড়া কোনো সরকারই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেনি। পরিষদের পাশাপাশি শনিবার চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনেও ভোট দিয়েছে সেখানকার জনগণ। এগুলো হলো খাইবার পাখতুনখাওয়া পাঞ্জাব সিন্ধু ও বেলুচিস্তান।এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় বিজয়ের পথে রয়েছে ইমরানের দল। রাজনৈতিকভাবে চরম অস্থিতিশীল এবং জঙ্গিবাদে জর্জরিত ওই অঞ্চল তালেবানের ঘাঁটি অভিযোগ তুলে সেখানে দীর্ঘদিন ধরে ড্রোন চালকবিহীন বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রচারণায় ইমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর দল ক্ষমতায় গেলে ড্রোন হামলা বন্ধের ব্যবস্থা করা হবে। আর সিন্ধু প্রদেশে বিজয়ের পথে রয়েছে পিপিপি। সিন্ধু ভুট্টো পরিবারের পৈতৃক স্থান। সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে সরকার গঠন করতে পারে নওয়াজ শরিফের পিএমএল এন। পাঞ্জাব নওয়াজের নিজের প্রদেশ। বেলুচিস্তানের ফলাফল এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে সেখানে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি। এএফপি বিবিসি ও ডন।
গতকাল রাত দেড়টা পর্যন্ত বেসরকারিভাবে মোট কতটি আসনের ফলাফল ঘোষণা করা হয়?
গতকাল রাত দেড়টা পর্যন্ত বেসরকারিভাবে মোট ২৬৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়
191c5b19a6f50bfb479846fa9cb5fbcb
আরেকটি লিগ শিরোপা উঠল জুভেন্টাসের ঘরে। কোচ আন্তোনিও কন্তে একই সঙ্গে খুশি এবং অতৃপ্ত। খুশি কারণ এই শিরোপা জিতে ইতালিতে আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল জুভরা। আগের মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন। এবার তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় শিরোপা—জুভেন্টাস আক্ষরিক অর্থেই যেন ইতালিয়ান ফুটবলের ‘সম্রাট’। এই স্বীকৃতিটা দিচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিও ‘ইতালিতে জুভেন্টাসের প্রতিদ্বন্দ্বী নেই। ’জিতলেই শিরোপা—সমীকরণটা জানাই ছিল। পালের্মোকে অবনমনের দিকে ঠেলে জুভেন্টাস নিজেদের মাঠে সমীকরণটা মিলিয়েছে মিডফিল্ডার আরতুরো ভিদালের পেনাল্টি গোলে। তবে তাঁদের ২৯তম স্কুডেট্টো জুভেন্টাসের হিসাবে ৩১তম জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় শেষ দিকে পল পগবা লাল কার্ড দেখায় এবং সমর্থকেরা মাঠে ঢুকে পড়ায়। মুকুট ধরে রাখার আনন্দে কন্তে এবং তাঁর দলের উদ্বেলিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কন্তে অতৃপ্ত ইউরোপীয় ফুটবলে ইতালিয়ান ফুটবলের দুর্দশা দেখে। চ্যাম্পিয়নস লিগে ইতালির একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জুভেন্টাস। কিন্তু দুই লেগ মিলিয়ে জুভরা বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় ৪০ গোলে। বায়ার্নের কাছে জুভদের এমন অসহায় আত্মসমর্পণ কন্তের চোখ খুলে দিয়েছে। পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেও কন্তে বললেন সেই কথাই ‘ইতালিতে দেশের ফুটবলে আমরা কীভাবে উন্নতি করতে পারি সেদিকে না তাকিয়ে লোকের বেশি আগ্রহ অন্তঃসারশূন্য গল্পের প্রতি। ’ উপায়টাও বাতলেছেন জুভেন্টাস কোচ ‘উত্তরটা হলো কঠোর পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের ফুটবলকে নতুন উচ্চতায় নেওয়ার। এটা করতে হলে আমাদের বাজেট বাড়াতে হবে। আমি মনে করি ইতালিয়ান ফুটবলে দরকার পরিবর্তন। ’পরিবর্তনের আশায় কন্তে জুভেন্টাস কর্তৃপক্ষের কাছে দাবি জানালেন খেলোয়াড় কেনার জন্য পর্যাপ্ত টাকার জোগান দিতে হবে। দিয়ে রাখলেন একটি হুমকিও ক্লাব লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ছেড়ে দেবেন দায়িত্ব নিজের পারফরম্যান্সের জোরেই হুমকিটা দিতে পারছেন কন্তে। ২০১১ সালে দায়িত্ব নিয়ে দুই মৌসুমেই ক্লাবকে উপহার দিলেন লিগ শিরোপা। এদিনই আরেক ম্যাচে এডিনসন কাভানির হ্যাটট্রিকে নাপোলি ৩১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। এ নিয়ে নাপোলির পক্ষে উরুগুইয়ান স্ট্রাইকারের গোল হয়ে গেল ১০১টি। জয়টা নাপোলিকেও সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে দিল আরেক ধাপ। তুরিনোর বিপক্ষে এসি মিলানও জিতেছে ১০ গোলে। তবে তিন ম্যাচ বাকি থাকতে নাপোলি মিলানের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে। আরেক ম্যাচে ৪০ মিনিটের জাদুতে মিরোস্লাভ ক্লোসা করেছেন ৫ গোল। এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তিটা লাৎসিওর ইতিহাসেই প্রথম আর ১৯৮৬ সালে রবার্তো প্রুজ্জোর পর সিরি ‘আ’তেই প্রথম। এই জার্মান স্ট্রাইকারের এই কীর্তিতে তাঁর দল লাৎসিও বোলোনিয়াকে হারিয়েছে ৬০ গোলে। এএফপি। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
কিন্তু কন্তে অতৃপ্ত কোথায় ইতালিয়ান ফুটবলের দুর্দশা দেখে?
কিন্তু কন্তে অতৃপ্ত ইউরোপীয় ফুটবলে ইতালিয়ান ফুটবলের দুর্দশা দেখে
4e6ec34dbddf773a7c1d0da72a8e8fb8
জমিতে জমা হওয়া বৃষ্টির পানিতে জাল টেনে মাছ ধরছিল কয়েকটি শিশু। হঠাৎ তাদের কানে আসে নবজাতকের কান্নার আওয়াজ। শিশুরা পাশের নির্মাণাধীন ভবনের মেঝের বালুর স্তূপে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় জুলেখা বেগম নামের এক নারী ফুটফুটে বাচ্চটিকে কোলে নিয়ে বাড়িতে চলে যান।মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চাবাগান এলাকায় শুক্রবার নবজাতকটি পাওয়া যায়। জুলেখার আশ্রয়ে আছে। জুলেখা উপজেলার উত্তর সাগরনাল গ্রামের মো সিরাজ মিয়ার স্ত্রী।গত শনিবার জুলেখার বাড়িতে গিয়ে দেখা যায় জুলেখা বাচ্চটিকে কোলে নিয়ে চামচ দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে আছেন সিরাজ। শিশুটিকে দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের কিছু লোক। এ সময় জুলেখা বলেন ‘গিয়া দেখি বাইচ্চাটা বালুর মাঝে ফালাই রাখা। খালি কান্দের কাঁদছে। আমিও তো মা। আগপিছ না ভাবিয়া বাইচ্চাটারে কোলো তুলি নিলাম।’জুলেখা আরও জানান শুক্রবার বিকেলের দিকে বাচ্চাটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন সে নবজাতক সুস্থ আছে।
জুলেখা কে?
জুলেখা উপজেলার উত্তর সাগরনাল গ্রামের মো সিরাজ মিয়ার স্ত্রী
67ddbd3da5420674f85790f5404c59b6
সিরাজগঞ্জের তাড়াশে সংবাদ এর স্থানীয় প্রতিনিধি সনাতন দাশকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল সড়কে সনাতন দাশের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে আরেক সাংবাদিক আহত হন। সনাতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ওই সড়কে ব্যক্তিগতভাবে নিজের কার্যালয় গড়ে তোলেন সনাতন দাশ। তিনি ওই কার্যালয়ে গতকাল সন্ধ্যায় কাজ করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় মানবজমিন পত্রিকার চলনবিল প্রতিনিধি জাহিদ হাসান তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রফিক গতকাল রাতে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
মানবজমিন পত্রিকার চলনবিল প্রতিনিধি কে তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হন?
মানবজমিন পত্রিকার চলনবিল প্রতিনিধি জাহিদ হাসান তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হন
beba1577469a90adaf0d8d41425ba6e7
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গত রোববার দিবাগত রাতে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের জাকির হোসেন ফকির জানান বরিশাল মাওয়া পথে ইলিশ পরিবহনের জন্য একটি বাস এক বছর ধরে ব্যবহার করে আসছেন তিনি। কিছুদিন আগে বাসটি বিকল হয়ে যায়। এর পর থেকে এটি ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কের পাশে রাখা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে দুর্বৃত্তরা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় গৌরনদী থানার উপপরিদর্শক এসআই আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপর দিকে আগৈলঝাড়া থানার পয়সারহাট বাসস্ট্যান্ডে পার্কিং করা শুভেচ্ছা পরিবহনের একটি বাসে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাসটি পুড়ে যায়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গত রোববার দিবাগত রাতে কি করেছে দুর্বৃত্তরা?
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গত রোববার দিবাগত রাতে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
200eb2510750a46ac674b751d3b9d710
মেলা কমিটির সদস্য বিধান সাহা ও আনন্দ ঘোষ প্রথম আলোকে বলেন। মেলায় কেনাকাটা করতে আসে বিভিন্ন এলাকার মানুষ। এবারের মেলার অন্যতম আকর্ষণ এই পালঙ্ক দুটি।
বিধান সাহা ও আনন্দ ঘোষ কাকে বলেন?
মেলা কমিটির সদস্য বিধান সাহা ও আনন্দ ঘোষ প্রথম আলোকে বলেন
cbe211c6a80a3aca00cadafbf48cdd3b
মিজানুর রহমান আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তিনি মাছের ব্যবসা করতেন। ২০১৬ সালের মার্চ মাসের শেষের দিকে হারিস ওরফে করিম একদিন তাকে বলেছিল, তার সঙ্গে জামাল নামের একটা ছেলে দেখা করবে। জামাল সেদিন বিকেলে তার কাছে আসে।
তার সঙ্গে জামাল নামের একটা ছেলে কি করবে?
তার সঙ্গে জামাল নামের একটা ছেলে দেখা করবে
92d404ee5a07afbf9a7b4db119f6100d
বগুড়ায় হরতালসমর্থকদের ছোড়া ককটেলের বিস্ফোরণে আহত হয়েছে এক স্কুলছাত্রী। সাদিয়া আক্তার ১৩ নামের ওই ছাত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে সাদিয়া প্রশ্ন করে ‘আমি তো কিছু করি নাই ওরা আমাকে ককটেল মারল কেন’সাদিয়া বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। গতকাল সোমবার ক্লাস শেষে বিদ্যালয় থেকে ফেরার পথে সে ককটেল বিস্ফোরণে আহত হয়। এর আগে গত ২৮ মার্চ চট্টগ্রামে হরতালসমর্থকদের ছোড়া ককটেলের বিস্ফোরণে নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া আহত হয়। নগরের মোমিন রোড দিয়ে মায়ের সঙ্গে ওই ছাত্রী তখন কোচিংয়ে যাচ্ছিল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাতে বগুড়ার জেলা ও পুলিশ প্রশাসন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে টেলিফোনে সাদিয়ার বিষয়ে কথা বলেন। তিনি সাদিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল বিকেল পাঁচটার দিকে শিবিরের নেতাকর্মীরা আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে চেলোপাড়া মোড়ে ঝটিকা মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে পর পর চারটি ককটেল ফাটান। এ সময় সড়ক দিয়ে রিকশায় করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শহরের নারুলী এলাকার শহিদুল ইসলামের মেয়ে সাদিয়া। ককটেল বিস্ফোরণে সাদিয়া ও ফুটপাতের হকার পরেশ দাশ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়ার মোহাম্মদ আলী এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাদিয়ার বাবা শহিদুল ইসলাম ও মা জাহানারা বেগম। শহিদুল বলেন ‘আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি। আমরা কোনো রাজনীতি করি না। কোন রাজনীতির খেলায় আমার মেয়ের এমন দশা হলো’সাদিয়া কথা বলতে পারছিল না। তার বাবা শহিদুল ইসলাম বলেন ‘প্রতিদিন সাদিয়ার মা মেয়েকে বিদ্যালয়ে আনানেওয়া করে। গতকাল জরুরি কাজ থাকায় যেতে পারেনি। সাদিয়াকে একা বাড়ি ফিরতে বলে। একা বাড়ি ফিরতে গিয়ে তার এমন দশা হলো।’সাদিয়ার মা কাঁদতে কাঁদতে বলেন ‘এক দিন যেতে পারিনি। এতেই আমার মেয়ে হামলার শিকার হলো।’আহত আরেকজন পরেশ দাশ। তিনি জানান তিনি বসে জুতা সেলাই করছিলেন। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ হলে তিনি দৌড় দেন। এ সময় ককটেলের বিস্ফোরণে তিনি ও এক স্কুলছাত্রী আহত হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাজেদ আল হাসান বলেন সাদিয়ার ঊরু ও হাতে আঘাত লেগেছে। আর পরেশ দাশের মাথা ও শরীরে জখম হয়েছে। আঘাত খুব গুরুতর নয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ সহিদ হাসান বলেন শিবিরের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছিলেন। তাঁরা বেঁচে গেলেও ওই ছাত্রীসহ দুজন আহত হয়েছেন।
আহত স্কুলছাত্রীকে কোথায় ভর্তি করা হয়েছে?
এক স্কুলছাত্রী। সাদিয়া আক্তার ১৩ নামের ওই ছাত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
af6a0823491464a6d906dd07a4234c40
আজ ৭ মে শুরু হচ্ছে কেমব্রিজ ও অ্যাডেক্সেল সিলেবাসের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। শেষ হবে জুনের মাঝামাঝি। দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এ পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরীক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন এ পরীক্ষাগুলো বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়। এ জন্য পরীক্ষা পেছানো কঠিন। অতীতে দেখা গেছে সকালসন্ধ্যা হরতালের জন্য ওই দিন রাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে পরীক্ষা কার্যক্রম সমন্বয়কারী ব্রিটিশ কাউন্সিলের সূত্র জানায় হরতাল অবরোধ যদি ২৪ ঘণ্টা বা তার বেশি হয় তাহলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা একটি সেশন পিছিয়ে পড়বে। এ অবস্থায় পরীক্ষা চলার সময় হরতাল অবরোধ লংমার্চসহ পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টসগার্ডিয়ানস ফোরাম। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
দেশের কি পরিস্থিতির মধ্যে এ পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে?
দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এ পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
658d1e764480f1d0c5a7715b8faacc93
তোফায়েল আহমেদ চৌধুরী রাজধানীর তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে আজ বাদ আসর তেজগাঁও কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আফলাতুনসাহিত্যিক ও সাংবাদিক আফলাতুনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে ঢাকার উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।নাজমুল আলমবাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নাজমুল আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০০৮ সালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও ছোটগল্প লেখক। ছোটগল্পে বিশেষ অবদানের জন্য ১৯৭৮ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। মৃত্যুবার্ষিকীর এই দিনে নাজমুল আলমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নাজমুল আলম কত বসর বয়সে মৃত্যুবরণ করেন?
নাজমুল আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০০৮ সালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন
7f560c6159eaf6539279779633f713af
ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের দৃঢ় মনোবল থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। তা ছাড়া উপকূলের হাজারো মানুষের বিপদের সময় মাথা গোঁজার জন্য প্রয়োজনীয়সংখ্যক আশ্রয়কেন্দ্র নেই।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলে আঘাত হানতে পারে এমন সংবাদ শোনার পর থেকে ফেনী জেলা প্রশাসক ও সোনাগাজী উপজেলা প্রশাসন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।গতকাল সোমবার সকালে ফেনী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের সব কর্মকর্তাকর্মচারীর ছুটি বাতিল করা হয়। পরিস্থিতি মোকাবিলায় আগাম কিছু খয়রাতি সাহায্যও বরাদ্দ করা হয়েছে।উপকূলীয় চরচাদিয়া সোনাগাজী সদর চরদরবেশ ও আমিরাবাদ ইউনিয়নে ৪৮টি আশ্রয়কেন্দ্রের মধ্যে গত কয়েক বছরে নদীভাঙনে তিনটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২২টি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। অবশিষ্ট ২৩টি আশ্রয়কেন্দ্রে সরঞ্জাম প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য।নাম প্রকাশ না করে চরখন্দকার গ্রাম ইউনিটের একজন কর্মী জানান পাঁচজন নারীসহ ১৫ জনের প্রতিটি ইউনিটে সাইকেল হ্যান্ডমাইক সাইরেন রেডিও টর্চলাইট সংকেত প্রদানের পতাকা রেইনকোট হেলমেট গামবুট ফাস্ট এইড বক্স ও উদ্ধারসামগ্রী দেওয়া হয়। কিন্তু ২০০৮ সাল থেকে তাঁদের আর কোনো সরঞ্জাম সরবরাহ করা হয়নি। এ ছাড়া সোনাগাজী রেড ক্রিসেন্ট কার্যালয়েও জনবলের সংকট রয়েছে। সেখানে একটি কর্মকর্তা ও তিনটি কর্মচারীর পদ থাকলেও গুরুত্বপূর্ণ বেতারবার্তা অপারেটরের শূন্য পদে অস্থায়ীভাবে একজন কাজ করছেন ১২ বছর ছয় বছর ধরে নৈশ প্রহরী নেই।আবহাওয়ার তথ্য আদানপ্রদানের রেডিও স্টেশনটি সনাতন। বর্তমানে উপকূলের চারটি ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষকে ঘূর্ণিঝড়ের বিপৎসংকেত পতাকা উড়িয়ে মোবাইল ফোনে মসজিদের মাইকে ও পায়ে হেঁটে জানান দেওয়া হয়।
কতটি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ?
২২টি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ
9bdefc5acaf4aee2b8922497e800cc09
‘১৯৯১ সালে মরে যেতাম। পানির তোড় ভাসিয়ে নিয়ে যায় আমাকে। পরে কোনোরকমে গাছ ধরে বেঁচে যাই। তবে ভাসিয়ে নিয়ে গেছে আমার বোনকে। লাশও পাওয়া যায়নি। যারা ওই ঝড় দেখেনি তারা ভয় পাচ্ছে না। কিন্তু আমরা সত্যি চিন্তিত।’পতেঙ্গা বেড়িবাঁধের ওপর নিজের দোকানে বসে চল্লিশোর্ধ্ব মো নাছির উদ্দিনের মনে পড়ে যায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড়ের কথা। বেড়িবাঁধের কাছে ফুলছড়িপাড়ার বাসিন্দা তিনি। সমুদ্রসৈকত এলাকায় স্পিডবোটের ব্যবসা রয়েছে তাঁদের পরিবারের। গতকাল মঙ্গলবার দুপুরে দোকানে বসে তিনি আনমনে তাকিয়ে ছিলেন সাগরের দিকে। ‘মহাসেন’ নিয়ে ভাবনা কী জানতে চাইলে তিনি এ কথাগুলো বলেন।১৯৯১ সালের সেই স্মৃতি এই পতেঙ্গা কাট্টলী ও হালিশহর উপকূলের মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। পাশাপাশি সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে। এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। সরেজমিন দেখা যায় পতেঙ্গা সৈকত এলাকায় চলা স্পিডবোটগুলো সাগর থেকে তুলে বাঁধের ওপর একটির সঙ্গে একটি বেঁধে রাখা হয়েছে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে একানব্বইয়ের ঝড়ে পতেঙ্গার ফুলছড়িপাড়ায় মারা গেছে ১০ জন। সেই ঝড়ে মারা গিয়েছিল কাট্টলী হালিশহর খেজুরতল ও পতেঙ্গার অনেক মানুষ। পতেঙ্গা চরপাড়ায় মারা গিয়েছিল ২৫ জন। জেলে জয়নাল তখন কিশোর। গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাঁধের ওপর জয়নাল জানান সেই ঝড়ে তাঁর বাবা অলি আহমদ ভেসে গিয়েছিলেন। পরে লাশ পাওয়া যায়। জয়নাল বলেন ‘আমরা পাঁচ ভাই গাছের ওপর উঠে কোনোরকমে বেঁচেছিলাম। বাতাস শুরু হলে মহিলাদের অনেক কষ্টে বড় ভবনে পাঠিয়ে দিয়েছিলাম। তখন ভেবেছিলাম কিছু হবে না। তাই আগে থেকে চিন্তা করিনি।’ একানব্বইয়ের ঝড়ে একই এলাকা চরপাড়ার নাসিমা হারিয়েছেন বাবামা ও তাঁদের বড় বোনকে। এবারও নতুন করে আতঙ্ক তৈরি করেছে মহাসেন।
পতেঙ্গা বেড়িবাঁধের ওপর নিজের দোকানে বসে কার মনে পড়ে যায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড়ের কথা?
পতেঙ্গা বেড়িবাঁধের ওপর নিজের দোকানে বসে চল্লিশোর্ধ্ব মো নাছির উদ্দিনের মনে পড়ে যায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড়ের কথা
1a4e7e55fbec5b29f9d72b5e71322a41
ইতিহাসে প্রথমবার ট্রেবল জয়ের সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখ। পাশাপাশি অন্য রকম একটা ‘হাতছানি’ও আছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হ্যাটট্রিক পরাজয়ের ২০১০ সালের পর গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্নকে পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ। ২৫ মে ওয়েম্বলির ফাইনালে হারলেই হয়ে যাবে হারের হ্যাটট্রিক। এমন হতাশার রেকর্ড কেই বা গড়তে চায়। নেতিবাচক এই ভাবনাকে বায়ার্নও মনে ঠাঁই দিচ্ছে না। কোচ ইয়ুপ হেইঙ্কেস স্পষ্টই বলে দিয়েছেন তাঁদের পূর্ণ মনোযোগ ওয়েম্বলির ফাইনালের দিকে। হারের কথাটা তাঁদের ভাবনাতেই নেই। টমাস মুলারেরও বক্তব্য সময় এখন হারের বদনাম মুছে ফেলার।মৌসুম শেষেই আর বায়ার্নের কোচ থাকছেন না হেইঙ্কেস। তাঁর পরিবর্তে বায়ার্নের দায়িত্ব নিতে যাচ্ছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। শুধু বায়ার্ন থেকেই নয় ৬৮ বছর বয়সী হেইঙ্কেসের অবসরে চলে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই বিদায়বেলায় হারের হ্যাটট্রিক তিক্ততা নয় দলকে ইউরোপসেরার মুকুটই এনে দিতে ব্যাকুল হেইঙ্কেস। শিষ্যদের ওপরও তাঁর অগাধ আস্থা ‘কোনো কিছুই আমাদের মনোযোগ ভিন্নমুখী করতে পারবে না। শারীরিক ও মানসিক দিক দিয়ে খেলোয়াড়েরা খুবই শক্ত অবস্থায় আছে। আমাদের একটা লক্ষ্য আছে। কেউই আমাদের এই লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারবে না। দলের পুরো মনোযোগই জয়ের দিকে। আমার ক্যারিয়ারে এমনটা আমি দেখিনি।’গত মৌসুমেও ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিল বায়ার্ন। কিন্তু শেষ পর্যন্ত লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগ—তিনটিতেই তারা হয়েছিল রানার্সআপ। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ভালো খেলেও টাইব্রেকারে হারতে হয় চেলসির কাছে। চরম ওই হতাশার পরও ভেঙে না পড়ে বায়ার্ন এ মৌসুমে যেন আরও বেশি উজ্জীবিত। জয়ের জন্য আরও বেশি ক্ষুধার্ত। রেকর্ড গড়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করে তার প্রমাণও রেখেছে। হেইঙ্কেস আশাবাদী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তাঁর দলই হাসবে বিজয়ীর হাসি।মুলার আরিয়েন রোবেন বাস্তিয়ান শোয়েনস্টেইগারদের কণ্ঠেও কোচের কথারই প্রতিধ্বনি। মুলার তো চ্যাম্পিয়নস লিগে আরেকবার হারের কথা ভাবতেই পারছেন না ‘সময় এখন শিরোপা জয়ের। কারণ আমরা যদি তৃতীয়বারও হেরে যাই হারা দলের অপবাদটাই আমাদের দিয়ে দেওয়া হবে। এবং নিশ্চিতভাবেই আমরা তা চাই না।’ গত বছর ফাইনালে গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন মুলার। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়েই। মাত্র ২৩ বছর বয়সেই তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুতি নিতে থাকা মুলারের কথা ‘আমি এখনো তরুণ। আশা করি আমি হয়তো আরও কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারব। কিন্তু এবারই আমরা শিরোপাটা জিততে চাই।’গত মৌসুমে ফাইনালের হারের দুঃখটা মুলারের চেয়েও রোবেনের বোধ হয় বেশি। অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও রোবেন সেটি তুলে দিয়েছিলেন চেলসি গোলরক্ষক পিওতর চেকের হাতে এবার শিরোপা জিতেই সেই দুঃখটা মাটিচাপা দিতে চান বায়ার্নের ডাচ তারকা ‘দুবার হেরেছি যথেষ্ট হয়েছে।’ টাইব্রেকারে গোল করতে না পারা মিডফিল্ডার শোয়েনস্টেইগারের কথা ‘প্রতিটা জয়ই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিনই ফাইনালে উঠতে পারবেন না। চার বছরে তিনবার ওঠাটা নিশ্চিতভাবেই নয়। এবার এটাই আমাদের শিরোপা জিততে আরও বেশি অনুপ্রাণিত করছে।’ এএফপি রয়টার্স।
ইতিহাসে প্রথমবার ট্রেবল জয়ের সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কে?
ইতিহাসে প্রথমবার ট্রেবল জয়ের সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখ
1fa75d35fdea3bc57e34de6e0c75c677
আবুল কালাম লুৎফুল কবীরের পিএইচডি অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর তা জোগাড় করে যাচাই করেছে প্রথম আলো। গবেষণার চৌর্যবৃত্তি শনাক্ত করার বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার টার্নইটইনের মাধ্যমে অভিসন্দর্ভটি যাচাই করে দেখা গেছে, ২০১২ সালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী-গবেষকের জমা দেওয়া একটি ‘স্টুডেন্ট পেপারস’-এর সঙ্গে লুৎফুল কবীরের নিবন্ধের ৯৮ শতাংশ হুবহু মিল রয়েছে।
চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর তা জোগাড় করে কে যাচাই করেছে?
আবুল কালাম লুৎফুল কবীরের পিএইচডি অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর তা জোগাড় করে যাচাই করেছে প্রথম আলো।
7e1aaecfc9d89527f48a608a2cf1d0d0
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার বড় বাজারে সরকারি জায়গা দখল করে গণশৌচাগারের নামে পৌর ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের নির্মাণকাজ শেষ হলে শহরের প্রধান সড়কে পণ্য আনানেওয়া ব্যাহত ও ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি সুপারি বাজারটি অনেক ছোট হয়ে যাবে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। পৌরসভা সূত্র জানায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সুবিধার্থে টেকনাফ থানা ও ইউনিয়ন পরিষদসংলগ্ন সুপারি বাজারে গণশৌচাগার নির্মাণের জন্য ২০১১ সালের ১৪ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। এ প্রসঙ্গে গণশৌচাগার নির্মাণের ঠিকাদার হাজি জহির আহমদ বলেন ‘জমিটি কার সেটা আমি জানি না। দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ায় ভবন নির্মাণের কাজ করছি। কিন্তু ভবন নির্মাণের শুরু থেকে আমাকে কোনো নকশা দেওয়া হয়নি। পৌর প্রকৌশলী নিজে তদারকি করায় নকশা ছাড়াই কাজ চলছে।’ সরেজমিনে দেখা যায় দ্বিতীয় তলায় কয়েকজন শ্রমিক ভবন নির্মাণের কাজ করছেন। এতে তিনটি গণশৌচাগার ও চারটি কক্ষ রয়েছে। নিচতলায় আটটি গণশৌচাগার ও দুটি কক্ষ করা হয়েছে। এ সময় ভবনের নকশা দেখতে চাইলে কেউ তা দেখাতে পারেনি। পৌর সচিব মহিউদ্দিন ও প্রকৌশলী জহির উদ্দিন বলেন সরকারি জায়গা তাঁরা দখল করেননি। পৌর এলাকার যাবতীয় খাসজমি পৌরসভার। তাই এলাকাবাসী ও পর্যটকদের জন্য গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা আবদুল্ল্লাহ আল মামুন বলেন ‘বাজারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির মালিক জেলা প্রশাসন। এ জমিতে অনুমতি ছাড়া কিছু নির্মাণ করা অবৈধ।’ পৌর মেয়র হাজি ইসলাম বলেন ওই জমি পৌরসভার নামে বন্দোবস্ত পাওয়া জন্য একটি আবেদন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন প্রথম বলেন ১ নম্বর খাস খতিয়ানের জমির মালিক জেলা প্রশাসন। তাই কেউ অনুমতি ছাড়া জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণ করলে তা সম্পূর্ণ অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হবে। শিগগিরই সরকারি খাসজমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।
বাজারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির মালিক কে?
১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির মালিক জেলা প্রশাসন। এ জমিতে অনুমতি ছাড়া কিছু নির্মাণ
090b624f292e7c9d95d3e7ed98067e2a
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অধিদপ্তর হচ্ছে—এ কথা ২০১০ সাল থেকে বলছে সরকার। তবে সেই অধিদপ্তর এখনো আলোর মুখ দেখেনি। কবে এটি বাস্তবায়িত হতে পারে তাও স্পষ্ট নয়। এসংক্রান্ত প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে।প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা দেওয়া এবং তাদের অধিকার রক্ষার কার্যক্রম জোরদার করতে পৃথক অধিদপ্তর গঠনের দাবি করে আসছেন অধিকারকর্মীরা। ২০১০ সালের আগস্ট মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দেয়। গত ২ এপ্রিল অটিজম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিদপ্তর হচ্ছে তা আবার আনুষ্ঠানিকভাবে জানান।এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম প্রথম আলোকে বলেন অধিদপ্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া মাঝখানে খানিকটা ঝিমিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবার দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ অধিদপ্তর আলোর মুখ দেখবে তা বলা যাচ্ছে না।২০১০ সালের আগস্ট মাসে সংস্থাপন মন্ত্রণালয় এক চিঠিতে অধিদপ্তরের বিষয়ে সম্মতি দেয়। সেই চিঠিতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিলুপ্তি সাপেক্ষে একে অধিদপ্তরে রূপান্তর করার কথা বলা হয়। এতে ফাউন্ডেশনের আওতাভুক্ত প্রতিষ্ঠান জনবল অফিস সরঞ্জাম ইত্যাদি নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে একীভূত করার কথা বলা হয়েছে। এ ছাড়া রূপান্তরিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে নতুনভাবে ৩৭৩টি পদ সৃষ্টি পাঁচটি জিপ ও একটি মাইক্রোবাস অন্তর্ভুক্ত করা এবং ফাউন্ডেশনের উদ্বৃত্ত জনবলকে অধিদপ্তরে আত্তীকরণেও সম্মতি দেয় মন্ত্রণালয়। চিঠিতে অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত আনুষ্ঠানিকতা পালন অর্থ বিভাগের তরফ থেকে বেতন স্কেল ভেটিং করানো প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ মোট সাতটি শর্ত দেওয়া হয়।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন ফাউন্ডেশনকে অধিদপ্তর করার প্রক্রিয়া অর্থ বিভাগে চূড়ান্ত পর্যায়ে আছে। অর্থ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সচিব কমিটি ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেতে হবে।এদিকে আলাদা অধিদপ্তর করা হলে তা প্রতিবন্ধীদের উন্নয়নের চেয়ে বরং কার্যক্রম এক জায়গায় কেন্দ্রীভূত করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান। তাঁর মতে শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয় প্রতিবন্ধীদের দায়দায়িত্ব না নিয়ে অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিতে পারে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অধিদপ্তর হচ্ছে—এ কথা কত সাল থেকে বলছে সরকার?
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অধিদপ্তর হচ্ছে—এ কথা ২০১০ সাল থেকে বলছে সরকার
4e1f2f4411f2deb199a9837475d0944e
বাবার মৃত্যু হলে খালিহাতে বাড়ির অন্যদের অগোচরে মায়ানমারের রেঙ্গুনে এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে চলে যান। সেখানে ঘোরাঘুরির পর একটি ছোট চাকরি হয়। ১৯০৩ থেকে ১৯১৬ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। রেঙ্গুনে এক কারিগরের মেয়েকে এক মাতাল বৃদ্ধের হাত থেকে রক্ষা করতে তিনি বিয়ে করেন। কিন্তু স্ত্রী শান্তিদেবী এবং শিশু পুত্র প্লেগে মারা যায়।
কি হাতে বাড়ি থেকে চলে যান?
বাবার মৃত্যু হলে খালিহাতে বাড়ির অন্যদের অগোচরে
7da54b2b3fa99e5d75a721c40304b284
অবশেষে পেঁয়াজের দাম নাগালে এল। বড় বাজারে এখন দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ভারত পেঁয়াজ রপ্তানি শুরু করার ঘোষণা দেওয়ার পরই বাজারে দ্রুত দাম কমে গেল পণ্যটির।
ভারত কি শুরু করার ঘোষণা দেওয়ার পরই বাজারে দ্রুত দাম কমে গেল পণ্যটির?
ভারত পেঁয়াজ রপ্তানি শুরু করার ঘোষণা দেওয়ার পরই
e949ec611fa68c3d4a5fe5f849efa212
পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ‘পাকিস্তানের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে’সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি ভোট কারচুপির অভিযোগ যথাযথভাবে তদন্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।সিন্ধু প্রদেশ থেকে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত পিপিপির নেতাদের উদ্দেশে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে বিলাওয়াল এ আহ্বান জানান। তাঁর ভাষণ শুনতে গত মঙ্গলবার রাতে করাচির বিলাওয়াল হাউসে মিলিত হন পিপিপির নেতারা। বিলাওয়াল কোথায় অবস্থান করে ভিডিও লিংকে ভাষণ দেন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। নির্বাচনের কিছু আগে থেকে বিলাওয়াল ‘আলকায়েদার হুমকির কারণে’ জনসমক্ষে আসা বন্ধ করেন। অনেকের ধারণা তিনি দুবাইয়ে।বিলাওয়াল তাঁর ভিডিও ভাষণে বলেন ভোট জালিয়াতির কারণে পিপিপি পরাজিত হয়েছে। তবে গণতন্ত্রের সুস্থ বিকাশের স্বার্থে তাঁরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তাঁরা যথাযথভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবেন।প্রাদেশিক সরকারের তত্পরতা এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকইইনসাফের পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠনের একটি রূপরেখা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামি জেআই ও কওমি ওয়াতান পার্টি কিউডব্লিউ পি। রূপরেখা অনুযায়ী এ দুটি দলের প্রত্যেকে তিনটি করে মন্ত্রণালয় পাবেন। মুখ্যমন্ত্রী ও স্পিকার পিটিআই থেকে নির্বাচিত হবেন। পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়ার সাধারণ সম্পাদক শওকত ইউসুফজাই ওই রূপরেখার বিষয়ে তাঁর দল সম্মত হয়েছে বলে স্বীকার করেছেন। অন্যদিকে পিএমএলএন বেলুচিস্তানে সরকার গঠনের ব্যাপারে অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। ডন ও জিয়ো টিভি অনলাইন।
তাঁর ভাষণ শুনতে গত মঙ্গলবার রাতে করাচির বিলাওয়াল হাউসে মিলিত হন কারা?
তাঁর ভাষণ শুনতে গত মঙ্গলবার রাতে করাচির বিলাওয়াল হাউসে মিলিত হন পিপিপির নেতারা
193180fe108517606bb9c43083eb1f5f
ঘূর্ণিঝড় ‘মহাসেন’এর প্রভাবে ভোলায় গতকাল বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ভোলায় ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা অনেক নৌকা নিরাপদ আশ্রয় নিয়েছে।জেলা প্রশাসন সূত্র জানায় জেলায় ৯২টি মেডিকেল দল ও নয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও মেডিকেল দলের সদস্যরা দফায় দফায় সভা করছেন। লোকজনকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া সরকারি ও আধা সরকারি সব দপ্তরের ছুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কে জানায় জেলায় ৯২টি মেডিকেল দল ও নয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে?
জেলা প্রশাসন সূত্র জানায় জেলায় ৯২টি মেডিকেল দল ও নয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে
490854742df47677fb654b1cf340c61a
আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, নবীয়া বেগম এবং তাঁর নবজাতক পুরোপুরি সুস্থ। পরপর চারটি সন্তান জন্ম দেওয়া নবীয়া শারীরিকভাবে দুর্বল। তাঁকে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
নবীয়া বেগম এবং তাঁর নবজাতক পুরোপুরি কি?
নবীয়া বেগম এবং তাঁর নবজাতক পুরোপুরি সুস্থ
0709aeb9f25801a3f8befb260e9cb710
চার সিটি করপোরেশন নির্বাচনে গতকাল বুধবার বাছাই শেষে মেয়র পদে ২২জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। খুলনায় ছয় রাজশাহীতে ছয় এবং বরিশালে পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেটে দুইজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে পাঁচজন বৈধতা পেয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবরসিলেটমনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় অসঙ্গতি পাওয়ায় সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছিম হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো ছালাহ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নাছিম হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘এমকম প্রিলিমিনারি’ এবং ছালাহ উদ্দিন ‘এসএসসি পরীক্ষার্থী’ উল্লেখ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান এ রকম তথ্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যথাযথ নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাছিম হোসাইন বলেন ‘উদ্দেশ্যমূলকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল করব।’ ছালাহ উদ্দিন দাবি করেন ‘আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি। তাই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এ তথ্য উল্লেখ করেছিলাম এবং এসংক্রান্ত কাগজপত্র মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছিলাম। এর পরও আমার মনোনয়নপত্র অন্যায়ভাবে বাতিল করা হয়েছে।’সংরক্ষিত নারী আসনের চারজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।খুলনানগরের পাবলিক জিয়া হলে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে তাঁদের বৈধ ঘোষণা করা হয়।এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪৫ জনকে বৈধ ও ত্রুটি থাকায় তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রাজশাহীগতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের পর সবগুলোই বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া ১৭৬ কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনের বাতিল হয়েছে। সংরক্ষিত ৬৯ জন প্রার্থীর মধ্যে দুটি বাতিল করা হয়েছে।বরিশালগতকাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে সবগুলো বৈধ ঘোষণা করা হয়। ওইদিন এক থেকে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কোথায় ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে তাঁদের বৈধ ঘোষণা করা হয়?
খুলনানগরের পাবলিক জিয়া হলে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে তাঁদের বৈধ ঘোষণা করা হয়
2496d4d27c2eef99cb2868d00de84d88
আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি ৩০ বছর বয়সী এক পুরুষ। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন।
কোথা থেকে সিয়াটলে ফেরেন ?
গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন।
12d5f5c1bc4a951a4b03621fd0677f5b
মজুরি বৃদ্ধি বাড়ানো চাশ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ ২০ দফা দাবিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চাবাগানে চাশ্রমিকেরা মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার সকালে বাগানের কারখানা এলাকায় এ মানববন্ধনে প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন। মানববন্ধন চলাকালে করিমপুর চাবাগান পঞ্চায়েত সভাপতি আপন সুড়ি নাইডুর সভাপতিত্বে বক্তব্য দেন লংলা ভেলীর সভাপতি শহিদুল ইসলাম মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অজিত রায় বাগান পঞ্চায়েত সম্পাদক মানিক কর্মকার সাবেক ইউপি সদস্য বিদুর্গা নাইডু প্রমুখ। সকাল আটটা থেকে সকাল ১০টা পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মানববন্ধন করেন। আপন সুড়ি নাইডু মানববন্ধন হওয়ার কথা নিশ্চিত করে বলেন ‘তিন বছর আগে আমরা ২০ দফা দাবি দিয়েছিলাম। এখনো কিচ্ছু হয়নি।’ সভাপতি জানান তাঁদের দাবির মধ্যে রয়েছে চাশ্রমিকদের মজুরি ৫৫ টাকা থেকে ১২০ টাকা করা ভূমি প্রদান বাসস্থান তৈরি করে দেওয়া শ্রমিকদের প্রাপ্য ছাতা প্রদান ইত্যাদি।
মানববন্ধনে কত শ্রমিক অংশ নেন?
বাগানের কারখানা এলাকায় এ মানববন্ধনে প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন। মানববন্ধন চলাকালে
6d7d04f08a21c308c1daa785abb879a5
ঢাকার নির্বাচনী আসনের বিদ্যমান সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন বেশির ভাগ আসনের সাংসদেরা। গতকাল রোববার ও ৯ মে অনুষ্ঠিত আসনের সীমানা বিন্যাসসম্পর্কিত শুনানিতে তাঁরা এ দাবি জানান।নির্বাচন কমিশন গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৮৪টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে খসড়া গেজেট প্রকাশ করে। এই বিন্যাসের ওপর ২৩ এপ্রিল থেকে শুনানি শুরু হয়। গতকাল শুনানি শেষ হয়।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে গতকাল ঢাকা৮ ১২ ১৩ ১৬ ১৮ ও ১৯ আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর শুনানি হয়। নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিন্যাসে বিদ্যমান ঢাকা১৭ আসনটি তিন ভাগে ভাগ করে অন্য তিনটি আসনে ফেলা হয়েছে। এই আসনের সাংসদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁর পক্ষে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার শুনানিতে অংশ নেন। তিনি বিদ্যমান আসনটি বহাল রাখার পক্ষে যুক্তি দেন। বিএনপির নেতা হান্নান শাহও আসনটি অক্ষত রাখার পক্ষে মত দেন।ঢাকা১৮ আসনের সাংসদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ঢাকা১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল ঢাকা১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার নিজেদের আসন বিন্যাস না করে তা অক্ষত রাখার দাবি জানান।৯ মে শুনানি হয় ঢাকা১ ২ ৩ ৪ ৬ ১০ ১১ ১৪ ও ১৫ আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর। ওই শুনানিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মোস্তফা জালাল মহিউদ্দিন আসলামুল হক নিজেদের আসন পুনর্বিন্যাস না করার পক্ষে যুক্তি তুলে ধরেন।নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন জুনের মধ্যে আসনের সীমানা পুনর্নির্ধারণসম্পর্কিত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ঢাকার নির্বাচনী আসনের বিদ্যমান সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন কারা?
ঢাকার নির্বাচনী আসনের বিদ্যমান সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন বেশির ভাগ আসনের সাংসদেরা
9edd4111140646438425064908b2d50a
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর মহল্লার জাফর উদ্দিনের মেয়ে বৃষ্টি খাতুন গত ১৬ এপ্রিল অভিমানে আত্মহত্যা করে। সে এবার এসএসসি পরীক্ষায় কারিগরি শাখায় জিপিএ ৪.১২ পেয়ে পাস করেছে। এ খবর পেয়ে কাঁদছেন তার বাবামা। বৃষ্টির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি ১৬ এপ্রিল উপজেলার ফজরউদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলা দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাবামা তাকে বকাঝকা করেন। এরপর সে নিজের কক্ষে গিয়ে কীটনাশক পান করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কে কাঁদছেন?
এ খবর পেয়ে কাঁদছেন তার বাবামা। বৃষ্টির পরিবারের সদস্যদের সঙ্গে কথা
99fdef8129a05dcb7823fac12a389663
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আছিয়া খাতুনের ঘর পুড়েছে শত্রুর দেওয়া আগুনে। বেয়নেটের খোঁচায় নিহত ভাই আর স্বামীর লাশ মাটিচাপা দিয়েছেন নিজ হাতে। কারও ফিরে আসার অপেক্ষা নেই তাঁর। অপেক্ষা কেবল প্রিয়জনদের জীবনের দামে পাওয়া স্বাধীন দেশের সুসময়ের।
বেয়নেটের খোঁচায় কার লাশ মাটিচাপা দিয়েছেন নিজ হাতে?
বেয়নেটের খোঁচায় নিহত ভাই আর স্বামীর লাশ মাটিচাপা দিয়েছেন
cf0b86b1861d0a15446e515255f05c95
আজ বুধবার বন্দর চত্বরে কনটেইনার দুটি খোলা হয়। তাতে দেখা যায়, দুই কনটেইনারের একটিতে চকলেট পাওয়া গেছে ১৩ হাজার ২৫৮ কেজি। সব চকলেট আনা হয়েছে তুরস্ক থেকে।
আজ বুধবার বন্দর চত্বরে কি খোলা হয়?
আজ বুধবার বন্দর চত্বরে কনটেইনার দুটি খোলা হয়
af7f45d7a2461094f6e03ec53cc863ac
রহস্য-খাতায় এই গল্পের নম্বর হচ্ছে একুশ। এর চেয়ে অনেক ভয়ংকর গল্প আমার স্টকে আছে, তবু এটা বলছি, কারণ এটা একটা ফাস্ট-হ্যাণ্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটে নি, তবে যার জীবনে ঘটেছে, সে আমার প্রিয় এক মানুষ। ঘটনাটার সঙ্গে আমার যোগাযোগ প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কের আত্মীয়া।
এর চেয়ে অনেক ভয়ংকর কি আমার স্টকে আছে?
এর চেয়ে অনেক ভয়ংকর গল্প আমার স্টকে আছে
90bee861e7d317d548112ba76c9b55ce
এক নারী শ্রমিককে মারধরের প্রতিবাদে গতকাল রোববার গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কারখানার মহাব্যবস্থাপকের অপসারণ দাবি করেন। শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী সকালে আউচপাড়া এলাকার মার্স স্টিচ লিমিটেড নামের কারখানার মহাব্যবস্থাপক মো আফজাল এক নারী শ্রমিককে লাথি মারেন। ঘটনাটি জানাজানি হলে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ রেখে মহাব্যবস্থাপকের বিচারের দাবিতে কারখানার মূল ফটকের সামনে ঢাকাময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম রাব্বানী বলেন শ্রমিককে মারধরের বিষয়টি সত্য নয়।
মো আফজাল কাকে লাথি মারেন?
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী সকালে আউচপাড়া এলাকার মার্স স্টিচ লিমিটেড নামের কারখানার মহাব্যবস্থাপক মো আফজাল এক নারী শ্রমিককে লাথি মারেন।
c69af47112660bf40e25d6a31b6a975c
বিচার যখন শুরু হবে, ট্রাম্প তখন সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ফোরামের বৈঠকে থাকবেন। অভিশংসনের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে তাঁর আইনজীবীরা বিস্তারিত তথ্য যুক্ত করে ১৭১ পৃষ্ঠার নথি জমা দিয়েছেন।
কিসের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে তাঁর আইনজীবীরা বিস্তারিত তথ্য যুক্ত করে ১৭১ পৃষ্ঠার নথি জমা দিয়েছেন ?
অভিশংসনের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে তাঁর আইনজীবীরা বিস্তারিত তথ্য যুক্ত করে ১৭১ পৃষ্ঠার নথি জমা দিয়েছেন।
5e05dd5243990d59c1ae28c6536edc75
আজকালঅনেক প্রতিষ্ঠানেই আছে মানবসম্পদ বিভাগ। তাই অনেকেই মানবসম্পদ বিভাগে কাজ করছেন। কেউ কেউ পেশা হিসেবে একে বেছে নিচ্ছেন। এ বিভাগটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীর সেতুবন্ধ হিসেবে কাজ করে। মোট কথা একটি প্রতিষ্ঠানের লোক নিয়োগ থেকে শুরু করে কর্মরত ব্যক্তির কর্মস্থল নির্ধারণ দায়িত্ব বণ্টন বদলি অবসর পেনশনসহ সব ধরনের সুযোগসুবিধা নিয়ে কাজ করেন এই বিভাগের কর্মীরা। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ।
আজকালঅনেক প্রতিষ্ঠানেই আছে কোন বিভাগ?
আজকালঅনেক প্রতিষ্ঠানেই আছে মানবসম্পদ বিভাগ
5754a3b9fe0a1a2eba987f88cddaf28d
স্থগিত হয়ে গেল ভারতের জিম্বাবুয়ে সফর। আগামী জুলাইতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ভারতের। ‘পরিশ্রান্ত’ ক্রিকেটারদের দিকে চেয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কাল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটাররা আগামী মাসে খেলবেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে একটি ত্রিদেশীয় সিরিজও খেলার কথা ভারতের।খবরটি জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য দুঃসংবাদই বলতে হবে। এই সিরিজ থেকে ভালো অঙ্কের অর্থই আয় করতে পারত আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বিসিসিআই অবশ্য ভবিষ্যতের কোনো এক সময়ে সফরের আশ্বাস দিয়েছে। ওয়েবসাইট।
কবে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ভারতের?
আগামী জুলাইতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ভারতের
ddf0114201342decb345c246ebc0969b
দিব্য চোখে দেখতে থাকি— ভনভনিয়ে দোলে পৃথিবী! দুলছ তুমি, দুলছি আমি উল্টো পায়ে হাঁটছি জানি— কিম্ভূতকিমাকার সেও মানি।
কি মানি ?
কিম্ভূতকিমাকার সেও মানি।
afc592e1da7e0546d5b69499bdf90966
শাহবাগের গণজাগরণ মঞ্চ সরিয়ে ফেলা হয়েছে। গতকাল সোমবার ভোরে পুলিশ গণজাগরণ মঞ্চ সরিয়ে নেয়। মঞ্চ সরানোর পর খুলে দেওয়া হয়েছে টিএসসি থেকে শাহবাগ অভিমুখী সড়ক। গণজাগরণ মঞ্চ সরানোর প্রতিবাদ করেছেন এই মঞ্চের সংগঠক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে গতকাল বগুড়ায় গণজাগরণ মঞ্চ সরিয়ে নিয়েছেন এর উদ্যোক্তারা। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ গঠিত হয়। ভোরে গণজাগরণ মঞ্চ সরিয়ে নেওয়ার সময় মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান ভোর পাঁচটার একটু পর প্রায় আড়াই শ পুলিশ মৎস্য ভবনের দিক থেকে আসে। তারা এসেই পুরো এলাকায় বৃত্ত তৈরি করে। এ সময় মিডিয়া সেন্টারে থাকা গণজাগরণকর্মীদের বৃত্তের বাইরে চলে যেতে বলা হয়। কর্মীরা বাইরে চলে গেলে পুলিশ প্রথমে মিডিয়া সেন্টারটি ভেঙে ফেলে। এরপর একের পর এক বিভিন্ন সংগঠনের অস্থায়ী কেন্দ্রগুলো খুলে ফেলে ট্রাকে ভরে। একপর্যায়ে অস্থায়ী মঞ্চটিও তুলে ফেলে। এসব কাজের কারণ জিজ্ঞেস করলে পুলিশের পক্ষ থেকে বলা হয় সরকারের নির্দেশেই এ কাজ করা হচ্ছে। পুলিশের মঞ্চ সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো সিরাজুল ইসলাম। তিনি বলেন ‘এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি কিছুই জানি না। এ বিষয়ে কোনো মন্তব্যও করতে রাজি না। ’প্রতিবাদ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলা হয় গণজাগরণ মঞ্চের কার্যক্রম চলতেই থাকবে। গতকাল মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের সর্বত্র মেট্রোপলিটন পুলিশ সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করে। এ ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখা হয়নি বলে গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এ সময় সাংস্কৃতিকব্যক্তিত্ব কামাল লোহানী এ মঞ্চ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে বলেন এই মঞ্চ মানুষের চেতনার অংশ কোনো নির্দিষ্ট এলাকা থেকে সরিয়ে নিলেও এর কাজ বন্ধ করা যাবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি তুরিন আফরোজ প্রমুখ। বগুড়ায়ও সরানো হয়েছে প্রথম আলোর বগুড়া প্রতিনিধি জানান ঢাকার মঞ্চ সরিয়ে নেওয়ার পরপরই গতকাল সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ চত্বরে থাকা গণজাগরণ মঞ্চ সরিয়ে ফেলেন এর সংগঠকেরা। মঞ্চের আহ্বায়ক মাসুদার রহমান অভিযোগ করেন পুলিশের বারবার চাপের মুখে মঞ্চটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন যেহেতু ঢাকার মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে সে ক্ষেত্রে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঞ্চের আয়োজকদের অনুরোধ করা হয়। ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
কি সরিয়ে ফেলা হয়েছে?
শাহবাগের গণজাগরণ মঞ্চ সরিয়ে ফেলা হয়েছে
edce3af8a3476cee8bc09a8af2ec2e22
সাভারে ধসে পড়া রানা প্লাজার রেকর্ড নথিপত্র সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পরিচয়পত্র নিয়োগ ও ছবির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকার জেলা প্রশাসক স্থানীয় প্রশাসন ও প্রধান কারখানা পরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।গত নভেম্বরে তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন আদালতকে দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে স্বরাষ্ট্র সচিব শ্রম সচিবসহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুই জন বিচারপতির নাম কি?
আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম
042fa0a511a49ff7f3fa1e63e081e376
ময়লা আবর্জনা থেকে পলিথিন আলাদা করার কাজটা করেন কিছু মহিলা। এদের প্রতি আমার খুব শ্রদ্ধা জাগে। এরা নিজেরাও জানেন না, কতোটা উপকার করছেন দেশের। তবে এই রিসাইক্লিংয়ের হার দেশের মোট পলিথিন উৎপাদনের তুলনায় খুবই নগণ্য। তাই পলিথিনের বিকল্প রাস্তা বের করা উচিত।
এই কিসের হার দেশের মোট পলিথিন উৎপাদনের তুলনায় খুবই নগণ্য?
তবে এই রিসাইক্লিংয়ের হার দেশের
83135655741f213c322b52fa87386395
স্বাধীন দেশে তিন সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু আছিয়ার। সাত বছরের আনোয়ারা, তিন বছরের আলী আহমেদ আর এক বছর বয়সী ছোট ছেলে। এতিম ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দিতে একটি মাদ্রাসায় আয়ার কাজ নেন। ১০০ টাকা বেতনে কাজ শুরু করেন।
কোন দেশে তিন সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু আছিয়ার?
স্বাধীন দেশে তিন সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু আছিয়ার
2d12b15cd267c81370cee6af11585e09
মুহাম্মদ ইউনূস বলেছেন ‘আধুনিক বাংলাদেশের ভিত্তি বলা যায় তৈরি পোশাকশিল্প খাতকে। জাতীয় অর্থনীতির কেন্দ্রবিন্দু এই খাত। তবে শুধু অর্থনৈতিক নয় খাতটিকে ভাবতে হবে সামাজিক দিক থেকেও। কারণ ৪০ লাখ নারী এই খাতে কাজ করেন।’রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত ‘সাভার ট্র্যাজেডি শ্রমিক কল্যাণ এবং সম্ভাব্য অর্থনৈতিক সংকট কী করতে হবে’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। পিপিআরসির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সংলাপ সঞ্চালনা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এ তসলিম। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সংলাপে অংশ নেন।সংলাপে ড ইউনূস বলেন গোটা বিষয়টিকে দেখতে হবে চিকিৎসকের মতো। অসুবিধা হচ্ছে চিকিৎসা দরকার। কোনো দোষারোপ নয়। আর আধুনিক বাংলাদেশের ভিত্তিই যদি হয় পোশাকশিল্প খাত তাহলে শ্রমিকদেরও আধুনিক মানুষ হওয়ার সুযোগ দিতে হবে। সঠিক মজুরি দিতে হবে।মুহাম্মদ ইউনূস আরও বলেন ‘পোপের মতে ৪০ লাখ ক্রীতদাস রয়েছেন। আমরা যেন সত্যিই তাঁদের ক্রীতদাসে পরিণত না করি। তাঁদের মজুরি এমন হতে হবে যেন তাঁরা সুখী মানুষ হিসেবে বসবাস করতে পারেন। বিশ্বদরবারে যেন আমরাও বলতে পারি “ক্রীতদাসের মতো বেঁচে থাকতে চাই না। বাঁচতে চাই মানুষ হিসেবে। আর ক্রীতদাসের শ্রম বিক্রি করে আমরা অর্থনীতি গড়তে চাই না।”’‘দেশের ভবিষ্যৎ হিসেবে চিন্তা করলেও মূল বিষয় যেন আমরা ভুলে না যাই’—এ কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন ‘পোশাকশিল্প শ্রমিক ও বাংলাদেশ—এই তিনকে রক্ষা করতে হবে। গড়ে তুলতে হবে একটি সংহতিপূর্ণ জাতি। মনে রাখতে হবে আমাদের শ্রমিকেরা বিশ্ববাজারেরও শ্রমিক। সুতরাং বিশ্বমানের মজুরিও তাঁদের দরকার।’ড ইউনূস বলেন ‘এমন একসময় আমরা আলোচনা করছি যখন সাভারের ধ্বংসস্তূপ থেকে এখনো বের করে আনা হচ্ছে শ্রমিকের লাশ। আর এটি এমন এক ঘটনা যা আমাদের মন থেকে কখনোই মুছে ফেলা যাবে না। এত বড় ঘটনার পরও যদি আমাদের বোধোদয় বা পরিবর্তন না হয় তাহলে ধিক্ আমাদেরকে।’ড ইউনূস বলেন ‘যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে একে “অমোঘ নিয়তি” বলে মেনে নেব না। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এ ঘটনার জন্য আমরা সবাই দোষী। আমরা যদি দোষ মেনে নিই আমরা আত্মসমালোচনা করি তাহলেই আমরা শুদ্ধ হতে পারব।’মুহাম্মদ ইউনূস বলেন নানা দুর্ঘটনার কারণে জায়গা ছোট হয়ে আসছে। যুক্তরাষ্ট্র জিএসপি দেবে কি না চিন্তা করছে। ডিজনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশি পোশাক কিনবে না। ইউরোপীয় ইউনিয়নও চিন্তা করছে কী করবে। এগুলো ভালো লক্ষণ নয়। পোশাকশিল্পের জন্য স্বচ্ছতা সূচক তৈরি হওয়া দরকার বলে মনে করেন ড ইউনূস। তিনি বলেন ‘আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতার সঙ্গে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বেরই পোশাকশিল্প নিয়ে স্বচ্ছতা সূচক করা যায় কি না তা নিয়ে কথা বলেছি।’সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন সাভার ট্র্যাজেডি এ দেশের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। এ ঘটনা সরকারের বড় ধরনের ব্যর্থতা। তৈরি পোশাকশিল্পের তদারকির জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।রেহমান সোবহান বলেন ভবনধস মানেই হলো বড় ধরনের কাঠামোগত সমস্যা। এ সমস্যা দূর করতে সরকারের দায়িত্বই প্রধান। তৈরি পোশাক খাতে সুশাসনের দিক থেকেও বড় ধরনের সংকট রয়েছে বলে মনে করেন তিনি। পোশাক কারখানার সার্বিক কর্মপরিবেশ বর্তমানে কী পর্যায়ে রয়েছে এবং এ ব্যাপারে সরকার ও কারখানার মালিকেরা যা বলছেন তা কতটা সত্যি তা তদারক করতে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বেসরকারি সংস্থাগুলো মিলে যৌথ পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করেন তিনি।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীও বলেন এটি একটি সরকারি ব্যর্থতা। কারণ সরকারের আইন আছে প্রয়োগ নেই। পরিকল্পনা আছে বাস্তবায়ন নেই।আরেক সাবেক উপদেষ্টা গোলাম কাদের বলেন বড় সমস্যা হলো ভবন নির্মাণে ঠিকাদারদের দিয়ে ডিজাইন করিয়ে নিজের নামে স্বাক্ষর করেন এ দেশের অনেক প্রকৌশলী।পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন শুরুর দিকে বাসাবাড়িতে তৈরি হয়েছিল পোশাক কারখানা। পরে একই ভবনে পোশাক কারখানাও রয়েছে অন্য কিছুও হয়েছে। যেমন রানা প্লাজা। তারও পরে পোশাক কারখানার জন্যই ভবন তৈরি হয়েছে।মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন নিরাপত্তা ও অধিকার থাকতে হবে বাংলাদেশি শ্রমিকদের। তাঁদের কণ্ঠ হতে হবে আরও বলিষ্ঠ। আর কোনো তাজরীন বা রানা প্লাজা ট্র্যাজেডি ঠেকাতে চাইলে জরুরি ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া দরকার।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন সাভার ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে যাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তদারকিতে রাখতে হবে। প্রতিশ্রুতি রক্ষায় আগামী বাজেটে অর্থ বরাদ্দ থাকছে কি না তাও দেখতে হবে।আগামী জুনজুলাই থেকেই শ্রমিকের ন্যূনতম মজুরি ছয় হাজার টাকায় উন্নীত করার পরামর্শ দেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী। তিনি বলেন মালিকের আরামআয়েশ বজায় রাখতে গেলে শ্রমিকেরা বঞ্চিতই থাকবেন। অনেক কারখানার মালিকের দেশের বাইরে দ্বিতীয় বাড়ি রয়েছে।কর্মজীবী নারীর প্রধান শিরীন আখতার বলেন সবার আগে দরকার নিরাপদ কর্মপরিবেশ। পোশাক কারখানায় যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং টেনে ধরতে হবে লাভের পাগলা ঘোড়ার রাশ। শ্রমিকনেত্রী নাজমা আখতার বলেন তৈরি পোশাকশিল্পে যত ভালো হয় দেশের ও বিদেশের যত ক্ষতি হয় শ্রমিকের। নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান তিনি।আলোচনায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন স্থপতি মোবাশ্বের হোসেন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দুই শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান ও রায় রমেশচন্দ্র ইউরোপীয় ইউনিয়নের ইইউ প্রথম সচিব অ্যান্ড্রু বারনার্ড সাবেক ব্যাংকার মামুনুর রশীদ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো এনামুর রহমান প্রমুখ।
কেন জায়গা ছোট হয়ে আসছে?
নানা দুর্ঘটনার কারণে জায়গা ছোট হয়ে আসছে
1ad5836ae1312cd321b16e7b0410b7fb
পরিবর্তনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। তিনি গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন হাসপাতালের বিছানায় শুয়ে এ আহ্বান জানান। পাকিস্তান তেহরিকই ইনসাফের পিটিআই এই নেতা গত মঙ্গলবার লাহোরে এক নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে পড়ে আহত হয়ে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভিডিওলিংকের মাধ্যমে দেওয়া সর্বশেষ ওই ভাষণে ইমরান বলেন ‘আল্লাহ আপনাদের সুবর্ণ সুযোগ দিয়েছেন। এ সুযোগকে হেলায় ফেলবেন না। আপনাদের পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত।’ তিনি বলেন ‘একটি নতুন পাকিস্তান সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে নেবেন না।’
তিনি কবে আহত হন?
তেহরিকই ইনসাফের পিটিআই এই নেতা গত মঙ্গলবার লাহোরে এক নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে
596f6c06a2bb445b84e9275f9ee48ef6
চীনের অর্থনীতিবিষয়ক একজন জ্যেষ্ঠ নীতিনির্ধারকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গতকাল সোমবার এ কথা জানানো হয়েছে।লিউ তিয়েনান নামের ওই কর্মকর্তা চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এনডিআরসি উপপ্রধান পদে রয়েছেন। লিউ ‘মারাত্মক শৃঙ্খলা ভঙ্গের’ ঘটনায় সন্দেহভাজন বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে।লিউয়ের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে দুর্নীতির বেশ কিছু অভিযোগ ওঠে। সে সময় একজন প্রখ্যাত সাংবাদিক তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। দেশটির নতুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুরু করা উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে লিউয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।সিনহুয়ার খবরে বলা হয় ‘মারাত্মক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপপ্রধান লিউ তিয়েনানের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির সিপিসি শৃঙ্খলা পরিদর্শনবিষয়ক কেন্দ্রীয় কমিশন গত রোববার এ কথা জানিয়েছে। ’ বিবিসি।
লিউয়ের বিরুদ্ধে কবে দুর্নীতির বেশ কিছু অভিযোগ ওঠে?
লিউয়ের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে দুর্নীতির বেশ কিছু অভিযোগ ওঠে
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
9