Data
stringlengths
1
21.6k
Label
int64
0
2
স্ত্রী হচ্ছে সেই মানুষ যে আজীবনের জন্য জীবন সঙ্গী হয়ে থাকে
1
স্ত্রী হচ্ছে ঘরের রানী বাহিরে গেলে হয় চাকরানী।
2
স্ত্রী স্বেচ্ছায় তালাক দিয়ে ইদ্দতকালীন সময় পার করে অন্যত্র বিয়ে করে ফেললে কোন দেন মোহর পাবে না।
2
স্ত্রী স্বামীর যৌন চাহিদা পূরণেও বাধ্য না,বাধ্য করা হলে সেটা নাকি বৈবাহিক ধর্ষণ
1
স্ত্রী স্বামীর চাহিদা পূরণে ব্যার্থ হলে স্বামী জোর করতে পারবে।
2
স্ত্রী স্বামীকে তালাক দিলে কস্মিনকালেও তালাক পতিত হবে না।
2
স্ত্রী সংসারের প্রতিটি কাজেই তার ভালবাসা ও যত্ন মিশিয়ে দেন।
1
স্ত্রী সংসারের প্রতিটি কাজে সহযোগিতা করে পরিবারকে একত্রে ধরে রাখেন।
1
স্ত্রী সব সময় স্বামীর পাশে থেকে সংসারকে সুন্দরভাবে পরিচালনা করেন।
1
স্ত্রী সব সময় পরিবারের সবার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখেন।
1
স্ত্রী রান্না করতে, স্বামীর সেবা করতে বাধ্য না।
1
স্ত্রী যা বলছেন সবসময় তা হেসে উড়িয়ে না দিয়ে মন দিয়ে শুনুন।
1
স্ত্রী যদি স্বামীকে আচলের তলায় বন্দি করতে চায়, তা কখনো সম্ভব নয় কারন পুরুষের জন্মই হয়নি একারনে!
2
স্ত্রী যতটা নিকৃষ্ট হলে স্বামী তার উপর নারী নির্যাতন চালায়।
2
স্ত্রী বেটি জানালেন ঘরের কাজ শেষ করে রাতের বেলা তিনিও যাবেন দোকানে।
0
স্ত্রী বিদ্বেষ যৌন বিষয়ক কুসংস্কার ও মতাদর্শের একটি কেন্দ্রীয় অংশ।
1
স্ত্রী বা প্রেমিকাদের সঙ্গে সমস্যাযুক্ত পুরুষদের সম্পর্ককে সুস্থ, অর্থপূর্ণ ও দীর্ঘস্থায়ী রোমান্স এবং প্রেমের সঙ্গে সম্পৃক্ত করার পরিবর্তে পুরুষদের আচরণকে দ্বিগুণ দোষী বলে অভিহিত করা উচিত।
1
স্ত্রী পুুলিশ হলে পুরুষ হিসেবে ফিলিংস কম পাবেন।
2
স্ত্রী পুরুষের জন্য খুবই ভয়ংকর । কিন্তু বিয়ের আগে তো সবাই বলে মেয়ৈ অনেক ভালো এলাকার মানুষ ও বলে ভালো কিন্তু বিয়ের পরে আসল রূপ বের হয়
2
স্ত্রী পরিবারের জন্য তার সময় ও পরিশ্রম উজাড় করে দেন।
1
স্ত্রী নিঃস্বার্থ ভালোবাসা কিংবা প্রশংসার দাবিদার।
1
স্ত্রী নামক কাজের বুয়ার ভাগ্য অনেক ভালো যে তারা মালিকের সাথে একই বিছানায় ঘুমাতে পারে।
2
স্ত্রী নাকি মাল্টি প্লাগ?
2
স্ত্রী দেশের বাইরে থাকে তাহলে তো ঢিলা ঢালা হবেই
2
স্ত্রী তার স্বামীর দুর্দিনে পাশে থাকে না
2
স্ত্রী তার দক্ষতা দিয়ে পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখেন।
1
স্ত্রী তার ঘরের সবকিছু সুন্দরভাবে পরিচালনা করেন যাতে সবাই স্বাচ্ছন্দ্যে থাকে।
1
স্ত্রী চাকরী কলে পরিবার ধ্বংস হয়।
2
স্ত্রী চাকরী করলে স্বামীর হক আদায় হয়না,
2
স্ত্রী চাকরী করলে সমাজ নষ্ট হয়,
2
স্ত্রী চাকরী করলে সন্তানের হক আদায় হয়না,
2
স্ত্রী চাকরী করলে পর্দা নষ্ট হয়,
2
স্ত্রী চাকরী করলে পরিবার ধ্বংস হয়,
2
স্ত্রী চাকরী করলে তার নমনীয়তা নষ্ট হয়,
2
স্ত্রী চাকরী করলে তার কোমলীয়তা নষ্ট হয়,
2
স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় নাহ।
2
স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।
2
স্ত্রী চাকরি করলে সন্তানদের হক আদায় হয় নাহ।
2
স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়।
2
স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়।
2
স্ত্রী চরিত্রহীনা হলে এবং আইনে পরকীয়াকারী নারী পুরুষের বিচারের মুখোমুখি ও শাস্তি নেই বলে।
2
স্ত্রী ও তিন পুত্রসন্তানের প্রয়াণের পরে সংসারে জনশূন্যতা সৃষ্টি হওয়ার যন্ত্রণা তাকে সংসারজীবনের প্রতি উদাসীন করে তোলে।
0
স্ত্রী অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে পুরুষের আর পৌরুষত্ত্ব প্রমাণ করার জায়গা থাকবে না।
2
স্ত্রী যদি স্বামীর শারীরিক চাহিদা ঠিকমত পুরণ না করে। তাহলে স্বামীর করণীয় কি
2
স্তন দেখায়া রাখছেন কেনো আপু?
2
স্তন ক্যান্সার যখন ছড়িয়ে যায় তখন রসুন কিংবা আদা খেলে চামড়ার ক্ষত সারতে দেরি হতে পারে।
0
স্তন ও নাভি ছাড়া নারীদের কল্পনা করা যায় না।
2
স্ট্র্যানোর মতে, " কীভাবে আমরা মানুষ ও উদ্ভিদের মধ্যবর্তী যোগাযোগ বাধাকে অতিক্রম করেছি এটি তারই একপ্রকার নতুন বাস্তবায়ন।
0
স্ট্রাইকার হিসেবে তিনি প্রতিভাবান, সামনে অপার সম্ভাবনা তার।
0
স্ট্রব, মোজার্ট, বেথোভেন, হেইডেন-এর মতো বিখ্যাত কম্পোজারের জন্ম এবং কর্মস্থল এই ভিয়েনা শহর।
0
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট সাপোস্কির গবেষণায় উঠে আসে মানুষের এই জটিল মস্তিষ্কের উৎপত্তি, বিবর্তনগত গঠন, জিনগত বৈশিষ্ট্য, অভিজ্ঞতার স্মৃতি, মস্তিষ্কের সিগনালিংয়ের প্রেক্ষিতে হরমোনের ক্ষরণ এবং একেকটি ঘটনার প্রেক্ষিতে মানুষের আচরণগত প্রতিক্রিয়ার কথা।
0
স্ট্যাটিয়াস গেলিয়াস স্যামনাইট যোদ্ধাদের নিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করেন।
0
স্টেরয়েড তৈরির জন্য অমরা ব্যবহার করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোলেস্টেরল।
0
স্টেমিনার দিক থেকে পুরুষ নারী থেকে এগিয়ে আছে
2
স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষায় নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে চলেছেন।
1
স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ৬০,০০০ এবং এতে সেমি-ফাইনাল পর্যন্ত একাধিক খেলার আয়োজন করা হবে।
0
স্টেটসম্যানে তার আর্টিকেল পড়ে শেখর তার সাথে দেখা করতে আসেন, সেই সুবাদেই শেখরের সাথে পরিচয়।
0
স্টেট রুমগুলো রাজকীয় ও জাতীয় কাজকর্মের অফিস হিসেবে ব্যবহৃত হয়।
0
স্টেজ ম্যাজিশিয়ান এবং স্ট্যান্ট পারফর্মার হিসেবে পরবর্তীতে দারুণ সুনাম অর্জন করেন তিনি।
0
স্টুয়ার্ট হেসে বলেন, "আমি কোনো গেম চালুই করতে পারি না।"
0
স্টুডিওর সমস্ত কৃত্রিমতাকে তিনি বর্জন করেছিলেন ছবিগুলোতে প্রাণসঞ্চার করবার আকাঙ্খায়।
0
স্টুডিওটি অবস্থিত প্যারিস থেকে ৬০ কিলোমিটার দূরে 'ভিত' শহরে।
0
স্টিডের পড়াশোনা ও ধর্মশিক্ষার প্রাথমিক পাঠটি হয় তার বাবার কাছেই।
0
স্টার্ন যে ফ্ল্যাটটিতে থাকতেন, সেটার সুপারিন্টেন্ডেন্ট বাসায় একটি ছিদ্র ঠিক করা নিয়ে তার সাথে দেখা করতে যান।
0
স্টার প্লাস দেখা বন্ধ করে দেন,একটা ভাল মানসিক ডাক্তার দেখান।
0
স্টাবি সাথে সাথে বুঝতে পারে এটা শত্রুদের ভাষা।
0
স্ক্যান্ডিনেভিয়াতে সুইডিশ প্রদেশ ছিল ডেনমার্ক আর নরওয়ের মাথাব্যথার কারণ।
0
স্ক্যানারের মাধ্যমে জ্বর আছে কিনা সেটা দেখা হয়।
0
স্কোয়াডের এই গভীরতা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ইংল্যান্ডের অন্য আসরের ব্যস্ত সূচীতে দলকে আলাদা করে ভরসা যোগাবে।
0
স্কুুলের শিক্ষকরা সুন্দর চেহারার মেয়েদের বেশি গুরুত্ব দেয়।
2
স্কুলের শিক্ষার্থীরা ছিল নতুন, তাই শিক্ষকরা শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না।
0
স্কুলের পাঠ্য বইয়েও মেয়েদের স্বাবলম্বী হওয়ার বিষয়গুলো নিয়ে আসতে হবে
1
স্কুলের নাটকগুলোতে অংশ নেবার সময়েই নিজের এই সুপ্ত প্রতিভা টের পান তিনি।
0
স্কুলের ছেলেমেয়ে একসাথে বসে পিরিয়ড নিয়ে কবিতা লেখা কিন্তু প্রচ্চুর মর্যাদাকর।
2
স্কুলে লেখাপড়া করি আর কি হবে, বিয়ে দিছে, ভালো করছে।
2
স্কুলে মেয়ে নাচে স্যার এর সামনে এই স্যার নাকি শিক্ষিত।
2
স্কুলে পড়া অবস্থাতেই পড়াশোনার পাশাপাশি ছোটখাট উদ্যোক্তা হিসেবেও কাজ করতেন।
0
স্কুলে দোলনায় দোল খেতে খেতে যখন অন্য বাচ্চাদের মাংকি বারে ঝুলতে দেখতেন, তখন তার প্রচণ্ড উড়তে ইচ্ছা হতো।
0
স্কুলে থাকাকালীনই তিনি রাজনীতির সাথে যুক্ত হন এবং এই সংযুক্তি আরো প্রবল হয় বিশ্ববিদ্যালয়ে এসে।
0
স্কুল,কলেজ,মাদ্রাসা,গার্মেন্টস এককথায় যত মেয়ে চোখের সামনে পরে সবার প্রেমে পরে যায়। সবার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে
2
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৯০% মেয়েরাই নাকি প্রেম করে। অর্থাৎ ভার্জিন মেয়ের সংখ্যা অনেক কম।
2
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে শুরু করে চিকিৎসাসেবা, সরকারি চাকরি ও নিরাপত্তা বাহিনীতে নারীরা তাঁদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছেন
1
স্কুল-মাদ্রাসাসহ দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই সরকারের অর্থায়নে উন্নত মানের নারী এবং প্রতিবন্ধীবান্ধব 'ইনক্লুসিভ মডেল' টয়লেট স্থাপন করা হয়েছে।
1
স্কুল-কলেজে পড়া কোন কোন মাইয়্যা একিই সময়ে একাধিক প্রেম করলে, একাধিক পোলার লগে সে*ক্স করলে কিংবা চিট করলে সেইটারে আমরা বলি "ইম্যাচিউরিটি"
2
স্কুল-কলেজ নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়েও নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
1
স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়গামী কোনো ছাত্রী যেন কোনোভাবে ইভ টিজিং বা যৌন নিপীড়ন বা ধর্ষণের শিকার না হন
1
স্কুল থেকেই নারীদের মানসিক স্বাস্থ্যর বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে হবে।
1
স্কুল জীবন কলকাতাতেই কাটিয়ে দেন তিনি।
0
স্কুল ছাত্রীর প্রেমিক, তার সাথে আবার ঘনিষ্ঠ ছবি,,বাল গজানোর আগে ক্লিন সেভ নিয়ে গর্বে বুক ফুলে যাওয়া,ভাবা যায় এগুলা।
2
স্কুল ছাড়তে হলো।
0
স্কুল কলেজ-ভার্সিটির বেগম রোকেয়া মার্কা নারীবাদী শিক্ষার অনিবার্য পরিণাম হলো: ছেলেদের পুরুষত্ব, পার্সোনালিটি ও গায়রত লো-লেভেলে কমে যাওয়া।
2
স্কুল কবে খুলবে?
0
স্কুল ও কলেজ পর্যায়ে নারীদের শিক্ষা বৃত্তি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের উন্নায়নের অগ্রণী পদক্ষেপ
1
স্কিনার অবশ্য হাল ছাড়েননি, পার্ল হারবারে হামলার পর স্কিনার আবার ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটির কাছে গিয়ে হাজির হন।
0
স্কিন সাইন ক্রিম এটা যখন মার্কেটে আসলো মহিলারা এবং ঝুবতী মেয়েরা জে কি পরিমাণে এই ক্রিমটা কিনলো তা বলে বোঝাানো অসম্ভব
2
স্কাট পরা মেয়ে দেখে যাদের ফিলিংস নাই জাগে, তাহলে তাদের জন্য আছে কলিকাতা হারবাল, ১ ডোসে যথেষ্ট
2
স্কটল্যান্ডের প্রথম 'ডাইনি আতঙ্ক'তে প্রাণ হারানোদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডানকান ও স্যাম্পসন।
0
স্কটল্যান্ডের ইনভার্নেসের কাছে এক বিশাল হ্রদের নাম নেস।
0
স্কটল্যান্ডে ৩ লক্ষ ৫০ হাজার সেনাসদস্যের উপস্থিতি ছিলো পুরোপুরি মিথ্যা।
0
সৌরশক্তির যান্ত্রিক দক্ষতার ক্ষেত্রেও প্রায় একই অবস্থা।
0